পর্দা নামল ঝিনাইদহের বীর মুক্তিযোদ্ধা নুরে আলম সিদ্দিকী আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের। শনিবার (২৯ জুলাই) বিকেলে শহরের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ওই ফাইনালে ঝিনাইদহ পৌরসভা ২-০ গোলে সাগান্না ইউনিয়ন পরিষদ একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
সমাপনী দিনের উদ্বোধনী অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শেষে বিকাল সাড়ে ৫টায় খেলা শুরু হয়। আক্রমণ আর পাল্টা আক্রমণের মধ্য দিয়ে খেলা চলতে থাকে। হাজার হাজার দর্শকের উপস্থিতিতে চলে তীব্র প্রতিযোগিতা। খেলা শুরুর ২৯ মিনিটের মাথায় পৌরসভার ১০ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় গোল দিয়ে দলকে এগিয়ে নেয়। পৌরসভা একাদশ ১-০ গোলের লিড নিয়ে প্রথমার্ধের খেলা শেষ করে। দ্বিতীয়ার্ধে সাগান্না ইউনিয়ন একাদশ গোল পরিশোধ করতে মরিয়া হয়ে ওঠে। রক্ষণভাগের দুর্বলতায় সাগান্না একাদশ গোল পরিশোধের পরিবর্তে পাল্টা আরও এক গোল হজম করে ২-০ তে পিছিয়ে যায়। বাকি সময়ে সাগান্না একাদশ গোল পরিশোধ করতে না পারায় জয়ের মুকুট ছিনিয়ে নেয় পৌরসভা। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে ট্রফি তুলে দেওয়া হয়।
এ সময় স্থানীয় সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি, জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম, পুলিশ সুপার আজিম-উল-আহসান, ঝিনাইদহ পৌরসভার মেয়র কাইয়ূম শাহরিয়ার জাহেদী হিজল, উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুসহ অন্যরা উপস্থিত ছিলেন। গত ২৭ জুন এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। এতে সদর উপজেলার ১৭টি ইউনিয়ন ও পৌরসভার তিনটি দলসহ ২০টি দল অংশ নেয়।
মন্তব্য করুন