শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৫ এএম
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

উরুগুয়ের কিংবদন্তির অবসরের ঘোষণা

লুইস সুয়ারেজ। ছবি : সংগৃহীত
লুইস সুয়ারেজ। ছবি : সংগৃহীত

তারকা ৫ ফুটবলারের নিষেধাজ্ঞায় বিপাকে উরুগুয়ে জাতীয় দল। তার ওপর মড়ার উপর খাঁড়ার ঘা হয়ে এসেছে দেশটির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা লুইস সুয়ারেজের অবসর ঘোষণা।

২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে বর্তমানে উরুগুয়ে রয়েছেন সাবেক বার্সেলোনা তারকা। বাংলাদেশ সময় আগামী ৭ সেপ্টেম্বর প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে লা সেলেস্টের সর্বকালের শীর্ষ গোলদাতা ইতি টানতে যাচ্ছেন ১৭ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের।

সংবাদ সম্মেলনে অশ্রুসিক্ত নয়নে আবেগপ্রবণ হয়ে অবসরের এ ঘোষণা দেন সুয়ারেজ। তিনি বলেন, ‘শুক্রবার জাতীয় দলের সঙ্গে আমার শেষ ম্যাচ। এটা এমন কিছু যা নিয়ে আমি ভাবছি এবং বিশ্লেষণ করছি। আমি মনে করি সঠিক সময়।’

২০০৭ সালের ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় তার। তিনি জানান, প্রথম ম্যাচে যে উৎসাহ, উদ্দীপনা ও আবেগ ছিল, বিদায়ী ম্যাচেও সেই একই অনুভূতি কাজ করছে তার।

সুয়ারেজ বলেন, ‘শুক্রবার পর্যন্ত জাতীয় দলের জন্য সবকিছু দিয়ে আমি মনের শান্তি নিয়ে চলে যেতে চাচ্ছি। আমার কোনো অনুশোচনা নেই।’

উরুগুয়ের জার্সিতে চারটি বিশ্বকাপ খেলা সুয়ারেজ ২০১১ সালে জেতে কোপা আমেরিকার ট্রফি। হয়েছিলেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও। বছরের পর বছর ধরে অবিচল সমর্থনের জন্য ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

বিশ্বকাপ বাছাইয়ের অষ্টম রাউন্ডের ম্যাচে উরুগুয়ের প্রতিপক্ষ ভেনেজুয়েলা। স্পষ্ট ভাষা জানিয়ে দেন, সে ম্যাচে খেলা হবে না তার। ইন্টার মায়ামি তারকা বলেন, ‘চোট বা বাদ পড়ার কারণে নয়, এ সময়ে অবসর নেওয়া আমাকে অনেক সান্ত্বনা দিচ্ছে।’

বিদায় বেলায় ভক্ত ও পরিবারের জন্য অবিস্মরণীয় ম্যাচ উপহার দিতে চান সুয়ারেজ, ‘আমি উরুগুয়ের জন্য একটি দুর্দান্ত উদযাপন এবং জয়ের আশা করছি। কারণ এ ম্যাচটি বিশ্বকাপ বাছাইপর্বে তিন পয়েন্টের। তাই আমাদের গুরুত্বের সঙ্গে নিতে হবে।’

২০০৭ সালের ৭ ফেব্রুয়ারি কলম্বিয়ার বিপক্ষে অভিষেক হয় সুয়ারেজের। উরুগয়ের জার্সিতে খেলেছেন ১৪২ ম্যাচ। ৬৯ জয়, ৪১ ড্র এবং ৩২ ম্যাচে হেরেছে উরুগুয়ে। জাতীয় দলের জার্সিতে ১১,১৯১ মিনিটে গোল করেছেন ৬৯। গড়ে প্রতি ১৬২ মিনিটে গোল রয়েছে তার। এতে উরুগুয়ের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হন তিনি।

তারকা ফুটবলারদের নিষেধাজ্ঞা আর মাঠ থেকে বিদায় নেওয়ার সুযোগ করে দিতে সুয়ারেজকে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের জন্য স্কোয়াডে রাখেন মার্সেলো বিয়েলসা।

বাংলাদেশ সময় ৭ সেপ্টেম্বর ঘরের মাঠে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচটি হতে যাচ্ছে জাতীয় দলের জার্সিতে সুয়ারেজের শেষ ম্যাচ। বিশ্বকাপ বাছাইপর্বে ১৩ পয়েন্ট নিয়ে লাতিন আমেরিকা অঞ্চলের টেবিলের দ্বিতীয়তে রয়েছে উরুগুয়ে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঋণখেলাপি হওয়ায় মনোনয়ন বাতিল আরেক বিএনপি প্রার্থীর

নির্বাচনে খরচ করতে রুমিন ফারহানাকে টাকা দিলেন বৃদ্ধা

বিএনপি নেতা আলমগীর হত্যার মূল শুটার গ্রেপ্তার

ইরানজুড়ে ইন্টারনেট বন্ধ

ইসলামী মূল্যবোধেই রাজনীতি করবে বিএনপি : ইশরাক

বাস উল্টে নিহত ২

প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত চেয়ে আইনি নোটিশ

রিটার্নিং কর্মকর্তার কাছে বিএনপি নেতার আবেদন

এশিয়ার সর্বপ্রথম মেডিকেল অ্যানাটমি লার্নিং অ্যাপ ভার্চুকেয়ারের উদ্বোধন করলেন সাকিফ শামীম

ছাত্রদল ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির আঁতুড়ঘর : মান্নান

১০

মনোনয়নপত্র নিয়ে যে বার্তা দিলেন বিএনপি প্রার্থী মঞ্জুরুল

১১

গাইবান্ধায় ১৪৪ ধারা জারি

১২

খালেদা জিয়া কখনো জোর করে ক্ষমতায় থাকেননি : খায়রুল কবির

১৩

জামায়াতের প্রার্থীকে শোকজ

১৪

সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে : সেলিমুজ্জামান

১৫

নির্বাচন সুষ্ঠু হবে কি না, সন্দেহ রয়ে গেছে : মঞ্জু

১৬

ঢাবির ৪ শিক্ষককে স্থায়ী বহিষ্কারের জন্য চার্জ গঠন

১৭

নবম পে-স্কেলে সর্বোচ্চ বেতন নিয়ে যা জানাল কমিশন

১৮

ইউজিসি কর্মচারী ইউনিয়নের নতুন কমিটির অভিষেক

১৯

গ্যাস যেন সোনার হরিণ, এলপিজি সংকটে নাভিশ্বাস

২০
X