স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৫ এএম
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

উরুগুয়ের কিংবদন্তির অবসরের ঘোষণা

লুইস সুয়ারেজ। ছবি : সংগৃহীত
লুইস সুয়ারেজ। ছবি : সংগৃহীত

তারকা ৫ ফুটবলারের নিষেধাজ্ঞায় বিপাকে উরুগুয়ে জাতীয় দল। তার ওপর মড়ার উপর খাঁড়ার ঘা হয়ে এসেছে দেশটির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা লুইস সুয়ারেজের অবসর ঘোষণা।

২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে বর্তমানে উরুগুয়ে রয়েছেন সাবেক বার্সেলোনা তারকা। বাংলাদেশ সময় আগামী ৭ সেপ্টেম্বর প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে লা সেলেস্টের সর্বকালের শীর্ষ গোলদাতা ইতি টানতে যাচ্ছেন ১৭ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের।

সংবাদ সম্মেলনে অশ্রুসিক্ত নয়নে আবেগপ্রবণ হয়ে অবসরের এ ঘোষণা দেন সুয়ারেজ। তিনি বলেন, ‘শুক্রবার জাতীয় দলের সঙ্গে আমার শেষ ম্যাচ। এটা এমন কিছু যা নিয়ে আমি ভাবছি এবং বিশ্লেষণ করছি। আমি মনে করি সঠিক সময়।’

২০০৭ সালের ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় তার। তিনি জানান, প্রথম ম্যাচে যে উৎসাহ, উদ্দীপনা ও আবেগ ছিল, বিদায়ী ম্যাচেও সেই একই অনুভূতি কাজ করছে তার।

সুয়ারেজ বলেন, ‘শুক্রবার পর্যন্ত জাতীয় দলের জন্য সবকিছু দিয়ে আমি মনের শান্তি নিয়ে চলে যেতে চাচ্ছি। আমার কোনো অনুশোচনা নেই।’

উরুগুয়ের জার্সিতে চারটি বিশ্বকাপ খেলা সুয়ারেজ ২০১১ সালে জেতে কোপা আমেরিকার ট্রফি। হয়েছিলেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও। বছরের পর বছর ধরে অবিচল সমর্থনের জন্য ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

বিশ্বকাপ বাছাইয়ের অষ্টম রাউন্ডের ম্যাচে উরুগুয়ের প্রতিপক্ষ ভেনেজুয়েলা। স্পষ্ট ভাষা জানিয়ে দেন, সে ম্যাচে খেলা হবে না তার। ইন্টার মায়ামি তারকা বলেন, ‘চোট বা বাদ পড়ার কারণে নয়, এ সময়ে অবসর নেওয়া আমাকে অনেক সান্ত্বনা দিচ্ছে।’

বিদায় বেলায় ভক্ত ও পরিবারের জন্য অবিস্মরণীয় ম্যাচ উপহার দিতে চান সুয়ারেজ, ‘আমি উরুগুয়ের জন্য একটি দুর্দান্ত উদযাপন এবং জয়ের আশা করছি। কারণ এ ম্যাচটি বিশ্বকাপ বাছাইপর্বে তিন পয়েন্টের। তাই আমাদের গুরুত্বের সঙ্গে নিতে হবে।’

২০০৭ সালের ৭ ফেব্রুয়ারি কলম্বিয়ার বিপক্ষে অভিষেক হয় সুয়ারেজের। উরুগয়ের জার্সিতে খেলেছেন ১৪২ ম্যাচ। ৬৯ জয়, ৪১ ড্র এবং ৩২ ম্যাচে হেরেছে উরুগুয়ে। জাতীয় দলের জার্সিতে ১১,১৯১ মিনিটে গোল করেছেন ৬৯। গড়ে প্রতি ১৬২ মিনিটে গোল রয়েছে তার। এতে উরুগুয়ের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হন তিনি।

তারকা ফুটবলারদের নিষেধাজ্ঞা আর মাঠ থেকে বিদায় নেওয়ার সুযোগ করে দিতে সুয়ারেজকে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের জন্য স্কোয়াডে রাখেন মার্সেলো বিয়েলসা।

বাংলাদেশ সময় ৭ সেপ্টেম্বর ঘরের মাঠে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচটি হতে যাচ্ছে জাতীয় দলের জার্সিতে সুয়ারেজের শেষ ম্যাচ। বিশ্বকাপ বাছাইপর্বে ১৩ পয়েন্ট নিয়ে লাতিন আমেরিকা অঞ্চলের টেবিলের দ্বিতীয়তে রয়েছে উরুগুয়ে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সময় এসে গেছে, ইনশাআল্লাহ দ্রুতই দেশে ফিরব : তারেক রহমান

জুলাই আন্দোলনে আমি আমাকে মাস্টারমাইন্ড হিসেবে দেখি না : তারেক রহমান

জুবিন গার্গের মৃত্যুরহস্যে নতুন মোড়, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য

শেখ সাদি তোমার প্রেমিক? উত্তরে যা বললেন পরীমনি

বহুল আলোচিত বিসিবি নির্বাচনের ভোটগ্রহণ চলছে

জামায়াত আয়োজিত নৌকাবাইচে সংঘর্ষ, আহত ১৭

সন্ধ্যার মধ্যে ৭ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতন, অতঃপর...

লাউয়াছড়ায় গাড়ি পার্কিংয়ে নিষেধাজ্ঞা প্রত্যাহার

আলোচিত বেগমপাড়ায় কার কয়টি বাড়ি-ফ্ল্যাট

১০

মালিক বাড়িতে নেই, গরু বিক্রি করে লাপাত্তা কর্মচারী

১১

শয়তানের নিশ্বাস ছড়িয়ে গৃহবধূর সর্বস্ব লুট

১২

যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্প / দরকষাকষি চলছে, আরও সময় লাগবে

১৩

সকালে ঘুম থেকেই উঠেই কি মোবাইল ফোন ঘাঁটেন, হতে পারে যেসব বিপদ

১৪

সাগরে মিলল ১২ কোটি টাকার গুপ্তধন

১৫

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

১৬

বিশ্ব শিশু দিবস আজ 

১৭

এনসিপি শাপলা প্রতীক নিয়েই নির্বাচনে অংশ নেবে : সারজিস 

১৮

ঢাকার তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস

১৯

গাজা যুদ্ধ বন্ধের দাবিতে ইউরোপজুড়ে লাখো মানুষের বিক্ষোভ

২০
X