স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ১২:২০ পিএম
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ১২:২১ পিএম
অনলাইন সংস্করণ

মেসির ১০ নম্বর জার্সিতে দায়িত্ব পালন করে সন্তুষ্ট : দিবালা

পাওলো দিবালা। ছবি : সংগৃহীত
পাওলো দিবালা। ছবি : সংগৃহীত

আগের ম্যাচ গুলোতে আর্জেন্টিনার ২১ নম্বর জার্সিটি পড়তেন পাওলো দিবালা। ইনজুরির কারণে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ বাছাইয়ে স্কোয়াডে রাখা যায়নি লিওনেল মেসিকে। বুয়েন্স আয়ার্সে স্তাদিও এল মনুমেন্তালে চিলির বিপক্ষে ম্যাচের আগেই জানানো হয় মেসি না থাকায় ১০ নম্বর জার্সিতে পড়বেন দিবালা।

এতে অনেকে ধারণা করেছিলেন আর্জেন্টাইন কিংবদন্তির বিকল্প হতে যাচ্ছেন রোমার এ ফরোয়ার্ড। তবে তাকে একাদশে রাখেননি আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। ম্যাচের ৭৯ মিনিটে চিলির বিপক্ষে প্রথম গোল পাওয়া অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের বদলি হিসেবে মাঠে নামেন দিবালা।

ম্যাচের শেষ দিকে পেয়ে যান গোল, যেন মেসির ১০ নম্বর জার্সিটি তার জন্য বয়ে এনেছে সৌভাগ্যের পরশ। জাতীয় দলের জার্সিতে এটি তার চতুর্থ গোল। ম্যাচ শেষে মেসির ১০ নম্বর জার্সি নিয়ে কথা করেন দিবালা।

যুক্তরাষ্ট্রে হওয়া কোপা আমেরিকার স্কোয়াডে ডান পাননি তিনি। এ ছাড়া চিলি ও কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে শুরুতে ডাকা হয়নি তাকে। পরে গত ২৬ আগস্ট ইনজুরি আক্রান্ত মেসির বিকল্প হিসেবে স্কোয়াডে নেওয়া হয় দিবালাকে। জাতীয় দলে ফিরে গোল পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি।

চিলির বিপক্ষে জয় পাওয়ার পর ম্যাচ শেষে গণমাধ্যমে ইতালিয়ান ক্লাব রোমার এ ফুটবলার বলেন, ‘আমি জানি জার্সিটা আমার নয়। সবাই জানে এটা লিওর (মেসি)। যতটা ভালোভাবে সম্ভব, আমি এটার (১০ নম্বর জার্সি) প্রতিনিধিত্ব করার চেষ্টা করেছি। কেউ কেউ বলেছে, আমার এটা পরা উচিত। এটা নেওয়া উচিত কি না, তা বুঝতে পারছিলাম না। কিন্তু দায়িত্ব পালন করে ভালো লাগছে।’

জাতীয় দলের একাদশে ফেরা নিয়ে তিনি বলেন, ‘ভেবেছিলাম আমি হয়তো ডাক পাব না। ফিরতে পারব না...কিন্তু আমাকে ফিরতেই হতো। খেলতেই হতো। যখন এই জার্সি পরবেন, তখন সেরাটাই দিতে হবে।’


বিশ্বকাপ বাছাইয়ের পরের ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ কলম্বিয়া। আগামী মঙ্গলবার বাংলাদেশ দিবাগত রাত আড়াইটায় প্রতিপক্ষের মাঠে খেলতে নামবে বিশ্বকাপজয়ীরা। সবশেষ কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জেতে লিওনেল স্কালোনির দল।

চিলির বিপক্ষে দ্বিতীয় গোল করা আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ বলেছেন, ‘কলম্বিয়ার বিপক্ষে ম্যাচটা কেমন হবে, তা আমরা জানি। (কোপা আমেরিকার) ফাইনাল খেলার পর এটা কঠিন হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাঙামাটিতে শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত, হরতালও প্রত্যাহার

দিনেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল, একের পর এক বিস্ফোরণ

ডলারের দাম বৃদ্ধি পাওয়ায় কমেছে স্বর্ণের দাম

যে গোনাহ একবার করার সাজা ১০ গুণেরও বেশি!

সিরাজগঞ্জে চলন্ত ট্রেনে পেট্রোল বোমা নিক্ষেপ

বিপিএল : বড় চমক দেখাল ঢাকা ক্যাপিটালস

তারেক রহমানের জন্মদিনে ড্যাবের দোয়া মাহফিল

ফিলিস্তিনিদের সুখবর দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

স্কুলছাত্রীকে বিয়ে করলেন শিক্ষক, থানায় গেলেন প্রথম স্ত্রী

দুবাই এয়ারশোতে রাশিয়ার স্টেলথ ফাইটারের তাক লাগানো প্রদর্শনী

১০

তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল নিয়ে জামায়াতের প্রতিক্রিয়া

১১

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে তারেক রহমানের শুভেচ্ছা

১২

দেশে ফিরে বাংলাদেশকে নিয়ে অভিযোগ ভারতের, অস্বীকার ফেডারেশনের

১৩

৩ ধরনের মোবাইল ফোন বন্ধের সিদ্ধান্ত সরকারের

১৪

‘৪১ বছর আগে জামায়াতের পক্ষ থেকে তত্ত্বাবধায়কের প্রথম প্রস্তাব দেওয়া হয়’

১৫

রোবটের নাচ দেখে চমকে গেলেন পুতিন

১৬

তারেক রহমানের জন্মদিনে ঘাটাইল বিএনপির অন্যরকম উদ্যোগ

১৭

স্কুল কর্তৃপক্ষের অবহেলায় স্বপ্নভঙ্গ ১০ শিক্ষার্থীর

১৮

তারেক রহমানকে কটূক্তির অভিযোগে করা মামলার আবেদন খারিজ

১৯

হোয়াটসঅ্যাপে কেউ আপনাকে ব্লক করেছে কি না বুঝবেন যেভাবে

২০
X