স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১৬ পিএম
আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২৫ পিএম
অনলাইন সংস্করণ

কলম্বিয়ার বিপক্ষে নামার আগে নতুন ঝামেলায় আর্জেন্টিনা

অনুশীলনে আর্জেন্টিনা দল। ছবি : সংগৃহীত
অনুশীলনে আর্জেন্টিনা দল। ছবি : সংগৃহীত

যে কোনো প্রতিযোগিতায় আর্জেন্টিনা এখন অজেয়! কোপা আমেরিকা কিংবা বিশ্বকাপ বাছাই কোথাও হারানো যাচ্ছে না আলবিসেলেস্তাদের। টানা ১২ ম্যাচে অপরাজিত লিওনের স্কালোনির দল। এবার তাদের সামনে কলম্বিয়া।

আগামী মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) মধ্যরাতে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে নিজেদের মাঠ মেট্রোপলিটানো স্টেডিয়ামে মুখোমুখি হবে কোপা আমেরিকার দুই ফাইনালিস্ট আর্জেন্টিনা-কলম্বিয়া। এ ম্যাচে নামার আগে ঝামেলায় পড়েছে কোপার শিরোপাজয়ীরা।

দলের দুই তরুণ তারকা নিকোলাস গঞ্জালেস ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারকে নিয়ে সমস্যায় পড়েছেন আর্জেন্টাইন কোচ স্কালোনি। আগের ম্যাচে চিলির বিপক্ষে দলের প্রথম গোলটি করেছিলেন ম্যাক অ্যালিস্টার। সে ম্যাচে গোড়ালির চোটে পড়েন তিনি।

তার পরিবর্তে ৫১ মিনিটে মাঠে নামানো হয় নিকোলাস গঞ্জালেসকে। তিনিও পড়েছেন ইনজুরিতে। আর্জেন্টাইন গণমাধ্যম মুন্দো আলবিসেস্তার প্রতিবেদনে বলা হয়, দুই ফুটবলারকে নিয়ে আলাদাভাবে অনুশীলন করেন কোচিং স্টাফরা। তবে তাদের অনুশীলন সন্তোষজনক নয়।

ফলে কলম্বিয়ার বিপক্ষে বিশ্বচ্যাম্পিয়নদের একাদশে আসতে পারে বেশ কিছু পরিবর্তন। মুন্দো আলবিসেলেস্তা জানিয়েছে, ম্যাক অ্যালিস্টার ও নিকোলাস গঞ্জালোসকে শুরুর একাদশে খেলানো কঠিন। মাঝমাঠে ম্যাক অ্যালিস্টারের পরিবর্তে মূল একাদশে ফিরতে পারেন লিয়ান্দ্রো পারেদেস।

পাওলো দিবালা, আলেহান্দ্রো গারনাচো ও ভ্যালেন্তিন কার্বোনি—তিন ফুটবলারের মধ্যে যে কোনো একজন জায়গা পাবেন মূল একাদশে। অভিজ্ঞতা-পারফরম্যান্সের বিবেচনায় এগিয়ে আছেন দিবালা। চিলির বিপক্ষে বদলি হিসেবে নেমে গোল পেয়েছেন রোমার এ ফুটবলার।

মুন্দো আলবিসেলেস্তার প্রতিবেদনে আরও বলা হয়, পরিবর্তন আসতে পারে রক্ষণেও। আগের ম্যাচে চিলির বিপক্ষে অধিনায়কের দায়িত্ব পালন করা নিকোলাস ওতামেন্দিকে বিশ্রাম দিতে পারেন স্কালোনি। লিসান্দ্রো মার্তিনেজ, ক্রিস্টিয়ান রোমেরোর সঙ্গে যুক্ত হবেন মার্কোস আকুনা।

বিশ্বকাপ বাছাইয়ের এ ম্যাচটি কলম্বিয়ার জন্য প্রতিশোধের। গত ১৬ জুলাই মায়ামি হার্ড রক স্টেডিয়ামে কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা-কলম্বিয়া। লাউতারো মার্তিনেজের গোলে শিরোপা জিতে স্কালোনির দল।

সে ম্যাচে ইনজুরিতে পড়েন লিওনেল মেসি। এরপর থেকে আর্জেন্টাইন অধিনায়ক খেলতে পারছেন না প্রতিযোগিতামূলক ম্যাচ। বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের শেষ ম্যাচে চিলিকে ৩-০ গোলে হারায় আর্জেন্টিনা।

বিশ্বকাপ বাছাইয়ে লাতিন আমেরিকা অঞ্চলের ম্যাচে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে বিশ্বকাপ ও কোপাজয়ীরা। ৭ ম্যাচে ৬ জয় ও ১ ড্রয়ে আর্জেন্টিনার পয়েন্ট ১৮। পয়েন্ট নিয়ে তালিকার তিনে রয়েছে কলম্বিয়া। আর ১৩ পয়েন্ট নিয়ে দুইয়ে উরুগুয়ে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাড়া ফেলেছে ‘পিতা পুত্রের বয়স’

‎সাদামাটা আয়োজনে জবি দিবস উদযাপিত

দলীয় পদ ফিরে পেলেন দিদারুল আলম

প্রাথমিকের প্রধান শিক্ষকরা পাচ্ছেন বড় সুখবর

অস্ত্র ছাড়তে যে শর্ত দিল ফিলিস্তিনের স্বাধীনতাকামী যোদ্ধারা

৯৯৯-এ পাকিস্তানি নারীর ফোন, অতঃপর...

প্রতিদিন মাত্র ১০ মিনিট ব্যয় করে এই কাজটি করুন, দূরে থাকবে বহু রোগ

আগামীর রাষ্ট্রনায়কের প্রতি তারুণ্যের আস্থা  / তারেক রহমানের সঙ্গে শিক্ষার্থীদের সংলাপে নতুন রাজনৈতিক ধারার উন্মেষ

প্রতি ৪ জন প্রাপ্ত বয়স্কের একজন স্ট্রোকের ঝুঁকিতে থাকেন

ফ্যাসিবাদবিরোধী সব দল নিয়ে জোট করবে বিএনপি

১০

অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের কর্মসূচি ঘোষণা

১১

বকের সঙ্গে হেমায়েতের সখ্যতা, অসুস্থ হলেই খাওয়ায় নাপা

১২

সালমান শাহর স্ত্রী সামিরা ও ডনের দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা জারি

১৩

টস হেরে বোলিংয়ে বাংলাদেশ, দেখে নিন একাদশ

১৪

বাংলাদেশে বিশ্ববিদ্যালয় স্থাপনে আগ্রহী পাকিস্তান, নিতে চায় শিক্ষার্থীও

১৫

জকসু নীতিমালা পাস

১৬

উদ্যোক্তাদের জন্য ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণ

১৭

আগামী নির্বাচনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত পুলিশ : আইজিপি

১৮

এনসিপির শাপলা নিয়ে সিদ্ধান্ত জানিয়ে দিল ইসি

১৯

অমুসলিমরা কি মসজিদে প্রবেশ করতে পারবেন? যা বলছে ইসলাম

২০
X