স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১৬ পিএম
আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২৫ পিএম
অনলাইন সংস্করণ

কলম্বিয়ার বিপক্ষে নামার আগে নতুন ঝামেলায় আর্জেন্টিনা

অনুশীলনে আর্জেন্টিনা দল। ছবি : সংগৃহীত
অনুশীলনে আর্জেন্টিনা দল। ছবি : সংগৃহীত

যে কোনো প্রতিযোগিতায় আর্জেন্টিনা এখন অজেয়! কোপা আমেরিকা কিংবা বিশ্বকাপ বাছাই কোথাও হারানো যাচ্ছে না আলবিসেলেস্তাদের। টানা ১২ ম্যাচে অপরাজিত লিওনের স্কালোনির দল। এবার তাদের সামনে কলম্বিয়া।

আগামী মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) মধ্যরাতে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে নিজেদের মাঠ মেট্রোপলিটানো স্টেডিয়ামে মুখোমুখি হবে কোপা আমেরিকার দুই ফাইনালিস্ট আর্জেন্টিনা-কলম্বিয়া। এ ম্যাচে নামার আগে ঝামেলায় পড়েছে কোপার শিরোপাজয়ীরা।

দলের দুই তরুণ তারকা নিকোলাস গঞ্জালেস ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারকে নিয়ে সমস্যায় পড়েছেন আর্জেন্টাইন কোচ স্কালোনি। আগের ম্যাচে চিলির বিপক্ষে দলের প্রথম গোলটি করেছিলেন ম্যাক অ্যালিস্টার। সে ম্যাচে গোড়ালির চোটে পড়েন তিনি।

তার পরিবর্তে ৫১ মিনিটে মাঠে নামানো হয় নিকোলাস গঞ্জালেসকে। তিনিও পড়েছেন ইনজুরিতে। আর্জেন্টাইন গণমাধ্যম মুন্দো আলবিসেস্তার প্রতিবেদনে বলা হয়, দুই ফুটবলারকে নিয়ে আলাদাভাবে অনুশীলন করেন কোচিং স্টাফরা। তবে তাদের অনুশীলন সন্তোষজনক নয়।

ফলে কলম্বিয়ার বিপক্ষে বিশ্বচ্যাম্পিয়নদের একাদশে আসতে পারে বেশ কিছু পরিবর্তন। মুন্দো আলবিসেলেস্তা জানিয়েছে, ম্যাক অ্যালিস্টার ও নিকোলাস গঞ্জালোসকে শুরুর একাদশে খেলানো কঠিন। মাঝমাঠে ম্যাক অ্যালিস্টারের পরিবর্তে মূল একাদশে ফিরতে পারেন লিয়ান্দ্রো পারেদেস।

পাওলো দিবালা, আলেহান্দ্রো গারনাচো ও ভ্যালেন্তিন কার্বোনি—তিন ফুটবলারের মধ্যে যে কোনো একজন জায়গা পাবেন মূল একাদশে। অভিজ্ঞতা-পারফরম্যান্সের বিবেচনায় এগিয়ে আছেন দিবালা। চিলির বিপক্ষে বদলি হিসেবে নেমে গোল পেয়েছেন রোমার এ ফুটবলার।

মুন্দো আলবিসেলেস্তার প্রতিবেদনে আরও বলা হয়, পরিবর্তন আসতে পারে রক্ষণেও। আগের ম্যাচে চিলির বিপক্ষে অধিনায়কের দায়িত্ব পালন করা নিকোলাস ওতামেন্দিকে বিশ্রাম দিতে পারেন স্কালোনি। লিসান্দ্রো মার্তিনেজ, ক্রিস্টিয়ান রোমেরোর সঙ্গে যুক্ত হবেন মার্কোস আকুনা।

বিশ্বকাপ বাছাইয়ের এ ম্যাচটি কলম্বিয়ার জন্য প্রতিশোধের। গত ১৬ জুলাই মায়ামি হার্ড রক স্টেডিয়ামে কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা-কলম্বিয়া। লাউতারো মার্তিনেজের গোলে শিরোপা জিতে স্কালোনির দল।

সে ম্যাচে ইনজুরিতে পড়েন লিওনেল মেসি। এরপর থেকে আর্জেন্টাইন অধিনায়ক খেলতে পারছেন না প্রতিযোগিতামূলক ম্যাচ। বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের শেষ ম্যাচে চিলিকে ৩-০ গোলে হারায় আর্জেন্টিনা।

বিশ্বকাপ বাছাইয়ে লাতিন আমেরিকা অঞ্চলের ম্যাচে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে বিশ্বকাপ ও কোপাজয়ীরা। ৭ ম্যাচে ৬ জয় ও ১ ড্রয়ে আর্জেন্টিনার পয়েন্ট ১৮। পয়েন্ট নিয়ে তালিকার তিনে রয়েছে কলম্বিয়া। আর ১৩ পয়েন্ট নিয়ে দুইয়ে উরুগুয়ে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায় ঘোষণা একসঙ্গে বসে দেখলেন ঢাবি ভিসি ও বিএনপি নেতা সালাহউদ্দিন

বগুড়ায় বিপুল বিস্ফোরক উদ্ধার, গ্রেপ্তার ৩

উগান্ডাকে উড়িয়ে বিশ্বকাপে শুভসূচনা বাংলাদেশের

শেখ হাসিনাকে ফেরত দেবে কি না, জানালেন ভারতীয় অধ্যাপক

চসিকের স্বাস্থ্য কার্ড কর্মসূচিতে স্কুলে বিশেষ ক্যাম্প

ভারতের বিপক্ষে ভালো সুযোগ দেখছেন জামাল

এমপিওভুক্তি নিয়ে সুখবর দিলেন শিক্ষা উপদেষ্টা 

ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা, স্থানীয়দের বিক্ষোভ

বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

এক মাসের মধ্যে হাসিনার ফাঁসির রায় কার্যকর করতে হবে : নাহিদ

১০

২৮ নেতাকে ‘সুখবর’ দিল বিএনপি

১১

আজই বানিয়ে নিন বাটার গার্লিক চিকেন

১২

‘আ.লীগের চূড়ান্ত দাফন নিশ্চিত না হওয়া পর্যন্ত লড়াই যেন থেমে না যায়’

১৩

রাতে বৈঠক ডেকেছে বিএনপি

১৪

হাসিনার রায়ের পর ভারতকে বাংলাদেশের চিঠি, কী বলা হয়েছে?

১৫

বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২

১৬

শেখ হাসিনার প্রকাশ্য ফাঁসির ব্যবস্থা করতে হবে : রাশেদ প্রধান

১৭

শেখ হাসিনার ফাঁসির রায়ে জয়পুরহাটে আনন্দ মিছিল

১৮

শেখ হাসিনার ফাঁসির রায়ে আবু সাঈদের বাবার প্রতিক্রিয়া

১৯

বনানীতে উদ্বোধন হলো সেভয়ের প্রথম ফ্ল্যাগশিপ আউটলেট

২০
X