শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০২:২২ পিএম
আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২৬ পিএম
অনলাইন সংস্করণ

ব্যালন ডিঅরের সংক্ষিপ্ত তালিকায় কেন নেই মেসির নাম?

লিওনেল মেসি ও ব্যালন ডিঅর শিরোপা। ছবি : সংগৃহীত
লিওনেল মেসি ও ব্যালন ডিঅর শিরোপা। ছবি : সংগৃহীত

২০২৪ সালের ব্যালন ডিঅর মনোনয়ন থেকে লিওনেল মেসির বাদ পড়া ফুটবল বিশ্বের মধ্যে এক ধরনের বিস্ময়ের সৃষ্টি করেছে। বয়স সত্ত্বেও আর্জেন্টাইন কিংবদন্তি এখনো একজন শীর্ষস্থানীয় খেলোয়াড়, যার কারণে তার বাদ পড়াটা ফুটবল ভক্তদের কাছে অযৌক্তিক বলে মনে হচ্ছে।

২০০৩ সালের পর প্রথমবারের মতো মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদোর কেউই ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কারের জন্য মনোনীত হননি। কিন্তু রোনালদোর সৌদি আরবে যাওয়ার পর তার ফর্মের পতন তাকে বাদ দেওয়ার যৌক্তিক কারণ বলে মনে হলেও, মেসির ক্ষেত্রে পরিস্থিতি আলাদা।

৩৭ বছর বয়সী মেসি এখনো ইন্টার মিয়ামি এবং আর্জেন্টিনার হয়ে অসাধারণ পারফরম্যান্স করে চলেছেন। ২০২৪ সালেই মেসি আর্জেন্টিনাকে আরও একটি কোপা আমেরিকা শিরোপা জিততে সাহায্য করেন এবং মেজর লিগ সকারে (এমএলএস) ২৯ খেলায় ২৫টি গোল করে নিজের দক্ষতা প্রমাণ করেছেন।

এ কারণে মেসির বাদ পড়ার মূল কারণ বলে মনে করা হচ্ছে তার এমএলএসে যাওয়া। তার অপ্রতিরোধ্য দক্ষতা থাকা সত্ত্বেও ইউরোপের শীর্ষ পাঁচটি লিগের তুলনায় এমএলএসের নিম্নমানের ধারণা ব্যালন ডিঅর ভোটারদের চোখে তাকে শাস্তি দিয়েছে।

ঐতিহাসিকভাবে এই পুরস্কার ইউরোপের খেলোয়াড়দের পক্ষপাত করে আসছে, যদিও মেসি ইন্টার মিয়ামিতে যাওয়ার পর ২০২৩ সালে প্রথমবার ইউরোপের বাইরে থেকে এ পুরস্কার জিতেছিলেন, তবে সেটি তার কাতারে বিশ্বকাপ জয়ের কারণে ছিল।

সমালোচকরা মনে করেন, মেসির বাদ পড়া ব্যালন ডিঅরের ইউরোপীয় পক্ষপাতকে তুলে ধরে। এমএলএসের উন্নতি সত্ত্বেও ইউরোপের বাইরের খেলোয়াড়রা এখনো উপেক্ষিত হচ্ছে এবং মেসির বাদ পড়া এ ধারণাকে আরও শক্তিশালী করে যে, কম পরিচিত লিগে ব্যক্তিগত প্রতিভা মনোনয়নের জন্য যথেষ্ট নয়।

তবে মেসি এই বাদ পড়া নিয়ে তেমন বিচলিত নন। তিনি উল্লেখ করেছেন যে, তার ফোকাস দলীয় সাফল্যের উপর, ব্যক্তিগত পুরস্কারের উপর নয়। ক্যারিয়ারে সব কিছু অর্জন করার পর বিশেষ করে বিশ্বকাপের গৌরব, তিনি সন্তুষ্ট রয়েছেন। তবুও মেসির পারফরম্যান্স, এমনকি ইউরোপের বাইরে থেকেও প্রমাণ করে যে তিনি এখনও বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন। তার প্রতিভা যেখানেই হোক, সেটি স্বীকৃতি পাওয়া উচিত এবং তার বাদ পড়া ব্যালন ডিঅরের ইউরোপীয় পক্ষপাতের কথা মনে করিয়ে দেয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডয়চে ভেলের সংবাদ নিয়ে জুলাই রেভ্যুলেশনারী এলায়েন্সের প্রতিবাদ

‘গণঅভ্যুত্থানে শ্রমজীবী মানূষের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বিএনপি কাজ করবে’

বিএনপিই একমাত্র শ্রমজীবী বান্ধব দল : রোকনুজ্জামান তালুকদার

বিশিষ্টজনের মত / পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত দেখতে চায় জনগণ

মে দিবসে ছাগল উপহার পেল শতাধিক পরিবার

টাঙ্গাইলের জামুর্কীর সন্দেশ পেল জিআই স্বীকৃতি

বরিশালের আমড়া পেল জিআই স্বীকৃতি

৫ মে থেকে আইফোনের যেসব মডেলে চলবে না হোয়াটসঅ্যাপ

নির্বাচন নিয়ে কোনো টালবাহানা জনগণ মানবে না : টুকু

আঘাতে অসুস্থ বন্য হাতি, চিকিৎসা দিল বন বিভাগ

১০

খাবার চুরি, বি‌য়ে না করেই ফি‌রে যা‌চ্ছিলেন বর

১১

ঢাকাসহ যেসব এলাকায় বজ্রপাত হতে পারে শুক্রবার

১২

নির্বাচন ঠেকাতে চাওয়া শক্তিকে ক্ষমা করবে না জনগণ : খসরু

১৩

কাশ্মীর ইস্যুতে সুর বদল যুক্তরাষ্ট্রের

১৪

ফিজিতে ‘দুর্দশায়’ ২৬ বাংলাদেশি, পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

১৫

তিস্তা চরের নারী শ্রমিকদের মেলে না ন্যায্য মজুরি!

১৬

মে দিবসে ছিন্নমূল মানুষের পাশে ঢাবি ছাত্রদল

১৭

টানা তিন ম্যাচে একাদশের বাইরে রিশাদ, লাহোর কি ভুল পথে হাঁটছে?

১৮

ভুল তথ্য প্রচারে ব্যবহার হচ্ছে এআই

১৯

বিপিএসএ সভাপতি নাজমুল, সাধারণ সম্পাদক আনিসুজ্জামান

২০
X