বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটির মিডফিল্ডার হামজা চৌধুরীর জন্য ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) ছাড়পত্রের অপেক্ষায় রয়েছে। গত মাসে বাফুফে এফএকে চিঠি দিয়ে ছাড়পত্র চেয়েছিল, যা এখনো পাওয়া যায়নি। তবে বাফুফে আশা করছে, মঙ্গলবারের মধ্যেই ইতিবাচক খবর আসবে।
বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার শুক্রবার (১৩ সেপ্টেম্বর) গণমাধ্যমকে জানান, ‘এখন পর্যন্ত কোনো ফিরতি মেইল পাইনি, তবে আশা করছি মঙ্গলবারের মধ্যে ছাড়পত্র পেয়ে যাব। যেহেতু হামজা চৌধুরী ইংল্যান্ডে ম্যাচ খেলছেন, তাই কিছুটা সময় লাগছে।’
বাংলাদেশি বংশোদ্ভূত হামজাকে জাতীয় দলে খেলানোর জন্য অনেকদিন ধরেই কাজ করে যাচ্ছে বাফুফে। গত আগস্টে তাকে বাংলাদেশের পাসপোর্টও প্রদান করা হয়। ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের ছাড়পত্র পাওয়ার পর লেস্টার সিটি এবং ফিফার অনুমোদনই থাকবে বাকি।
২৬ বছর বয়সী হামজা ইংল্যান্ডে জন্মগ্রহণ করলেও তার মা বাংলাদেশের সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার বাসিন্দা। হামজা এর আগে কয়েকবার বাংলাদেশে এসেছেন এবং সিলেটও ঘুরে গেছেন। মায়ের সূত্র ধরেই বাংলাদেশের জাতীয় দলের হয়ে খেলার ইচ্ছা প্রকাশ করেন হামজা।
মন্তব্য করুন