স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

টেইলর সুইফটে সান্ত্বনা খুঁজলেন বরখাস্ত হওয়া সাবেক চেলসি কোচ

গ্রাহাম পটার ও টেইলর সুইফট। ছবি : সংগৃহীত
গ্রাহাম পটার ও টেইলর সুইফট। ছবি : সংগৃহীত

চেলসির সাবেক কোচ গ্রাহাম পটার সম্প্রতি প্রকাশ করেছেন, কীভাবে একটি টেইলর সুইফট কনসার্ট তাকে বরখাস্তের মানসিক চাপ কাটিয়ে উঠতে সাহায্য করেছে। চেলসিতে সাত মাসের চ্যালেঞ্জিং সময় কাটানোর পর, সাবেক ব্রাইটন ম্যানেজার এখন ফুটবলে ফিরে আসার জন্য নিজেকে প্রস্তুত মনে করছেন।

গ্রাহাম পটার ২০২২ সালের সেপ্টেম্বর মাসে টমাস টুখেলের স্থলাভিষিক্ত হয়ে চেলসির কোচ হিসেবে দায়িত্ব নেন। তবে, তার সময়টা সহজ ছিল না। তার অধীনে চেলসি ৩১টি ম্যাচ খেলে ১২টিতে জয় পায় এবং ১১টিতে হেরে যায়। ২০২৩ সালের এপ্রিলে অ্যাস্টন ভিলার কাছে ২-০ গোলের পরাজয়ের পর চেলসি তাকে বরখাস্ত করে।

দ্য টেলিগ্রাফ-কে দেওয়া এক সাক্ষাৎকারে পটার তার অনুভূতি শেয়ার করেন: ‘প্রথম ছয় মাস ছিল খুব কঠিন। চাকরি হারানোর পর একটা হতাশা, ক্ষোভ এবং তিক্ততা থাকে, বিশেষ করে এমন হাই-প্রোফাইল চাকরিতে। তবে আমি কোনো আফসোস করি না। আমি ভুল সুযোগ বেছে নিইনি—শুধু কাজটা ঠিক মতো হয়নি।’

চেলসি থেকে বিদায়ের পর পটার তার পরিবার এবং বন্ধুদের সঙ্গে সময় কাটিয়ে মানসিক শক্তি ফিরে পান। তবে আশ্চর্যজনকভাবে, একটি টেইলর সুইফট কনসার্ট তার মানসিক পুনর্জাগরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পটার তার ১৪ বছর বয়সী ছেলেকে নিয়ে সুইফটের কনসার্টে যান, যদিও তার ছেলে তেমন আগ্রহী ছিল না।

‘সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল আমার পরিবার এবং বন্ধুদের সঙ্গে সময় কাটানো। টেইলর সুইফটের কনসার্টে গিয়েছিলাম, যা আমার ছেলের জন্য খুবই বিব্রতকর ছিল। সে আমার মতো সুইফটের ভক্ত নয়,’ মজা করে বলেন পটার।

কনসার্টের পাশাপাশি, পটার স্প্যানিশ শেখার মতো নতুন কিছুতে নিজেকে ব্যস্ত রেখেছিলেন, যাতে তার মানসিক বিকাশে সহায়তা হয়।

এখন সম্পূর্ণ পুনর্জীবিত পটার আবারও ফুটবল ম্যানেজমেন্টে ফিরতে প্রস্তুত। রিপোর্ট অনুযায়ী, তিনি ইংল্যান্ড জাতীয় দলের কোচ হওয়ার প্রার্থী হতে পারেন, যদি বর্তমান অন্তর্বর্তীকালীন কোচ লি কার্সলি স্থায়ী নিয়োগ না পান। এছাড়াও, সম্প্রতি মালিকানা পরিবর্তনের পর এভারটনে যোগ দেওয়ার বিষয়েও তার নাম শোনা যাচ্ছে।

চেলসির অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবং নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে, পটার তার পরবর্তী চ্যালেঞ্জের জন্য প্রস্তুত—এবার হয়তো টেইলর সুইফট থেকে প্রাপ্ত অনুপ্রেরণায় সজ্জিত হয়ে!

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় দুই মামলায় আসামিপক্ষে আইনজীবীদের না দাঁড়ানোর নির্দেশ

বিদ্যুৎ সংকটের অবসান, পুরোদমে চলছে ডিইপিজেডে উৎপাদন

মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছ ধরা বন্ধ

বন‍্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে গৃহ হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা 

২০২৪ সালের বন্যা স্বাভাবিক ছিল না : প্রধান উপদেষ্টা 

তদন্ত সংস্থার সমন্বয়ক হলেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আনসার উদ্দিন 

হলুদ ছেড়ে লাল জার্সির খবরে প্রশ্নের মুখে ব্রাজিল!

টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

যে কারণে আলিয়ার সঙ্গে অভিনয়ে আগ্রহী ইমরান হাশমি

আশুলিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের ৬ সদস্য আটক

১০

ঢাবির বাসে হামলা, ৫ জন গ্রেপ্তার 

১১

চীন সফর করেছেন খালেদা জিয়ার নিরাপত্তা উপদেষ্টা

১২

টানা ৫ দিন সারা দেশে বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৩

আপিল বিভাগের রায় / সরকারি চাকরিজীবীদের টাইম স্কেল ও সিলেকশন গ্রেডপ্রাপ্তরাও পাবেন উচ্চতর গ্রেড

১৪

চট্টগ্রামে টাইগারদের দাপট, বৃষ্টির আগেই বাংলাদেশ নিয়ন্ত্রণে ম্যাচ!

১৫

আনিসুল, সালমান ও চৌধুরী মামুন ফের রিমান্ডে 

১৬

অল্পতেই পার পেলেন রুডিগার!

১৭

রমনা বটমূলে বোমা হামলা মামলার রায় ৮ মে 

১৮

চলন্ত ট্রেনের দরজার বাইরে মাথা বের করার চরম পরিণতি

১৯

কাশ্মীরের স্বাধীনতা নিয়ে কথা বললেন কারাবন্দি ইমরান খান

২০
X