কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩০ পিএম
অনলাইন সংস্করণ

টেলর সুইফটকে ঘৃণা করেন ডোনাল্ড ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প ও টেলর সুইফট। ছবি : সংগৃহীত
ডোনাল্ড ট্রাম্প ও টেলর সুইফট। ছবি : সংগৃহীত

মার্কিন পপ তারকা টেলর সুইফটকে ঘৃণা করেন রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে রোববার (১৫ সেপ্টেম্বর) এক পোস্টে ট্রাম্প এ ধরনের মন্তব্য করেছেন।

ওই পোস্টে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, ‘আমি টেলর সুইফটকে ঘৃণা করি!’ ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসের প্রতি সমর্থন ঘোষণার পর টেলর সুইফটকে নিয়ে এ মন্তব্য এলো।

গত ১০ সেপ্টেম্বর ট্রাম্প এবং কমলা হ্যারিসের প্রথম টেলিভিশন বিতর্ক শেষ হওয়ার পরপরই টেলর সুইফট খোলাখুলি কমলার প্রতি তার সমর্থনের কথা জানিয়ে দেন। সুইফট বলেন, কমলাকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। কারণ কমলা ন্যায্য অধিকারের জন্য লড়াই করেন।

টেলর সুইফট গ্র্যামি অ্যাওয়ার্ড বিজয়ী মার্কিন সংগীতশিল্পী। ২০০৬ সালে টেলর সুইফট তার প্রথম গান ‘টিম ম্যাকগ্র’ প্রকাশ করেন। এরপর প্রকাশিত হয় তার প্রথম একক অ্যালবাম টেলর সুইফট। যা রেকর্ডিং ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন অফ আমেরিকা কর্তৃক প্লাটিনাম প্রত্যায়ন পায়। ২০০৮ সালের নভেম্বরে টেলর সুইফট তার দ্বিতীয় অ্যালবাম ফিয়ারলেস প্রকাশ করে। ২০০৮ এর শেষে ফিয়ারলেস ও টেলর সুইফট এর বিক্রয়ের পরিমাণ দাঁড়ায় যথাক্রমে ২.১ এবং ১.৫ মিলিয়ন। ২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত অ্যালবামগুলো সবমিলিয়ে প্রায় ৪০ লক্ষ কপি বিক্রি হয়, যা তাকে নিলসেন সাউন্ডস্ক্যানের জরিপ অনুসারে সে বছরে সবচেয়ে বেশি বিক্রিপ্রাপ্ত মার্কিন সংগীতশিল্পীর মর্যাদা দেয়।

যুক্তরাষ্ট্রের সঙ্গীত জগতে টেলর সুইফটের প্রভাব ব্যাপক। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তরা তাকে অন্ধের মতো ফলো করেন। কমলা হ্যারিসকে সরাসরি ভোট দেওয়ার ঘোষণা দেওয়ায় তা স্বভাবতই ট্রাম্প প্রচার শিবিরে নেতিবাচক প্রভাব ফেলেছে। এরই প্রেক্ষিতে সুইফটের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর চেষ্টা করেন ট্রাম্প।

এদিকে ট্রাম্পের পোস্টের পর পক্ষে-বিপক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড় বইছে। অনেকে ট্রাম্পকে নিয়ে বাজে মন্তব্য করছেন।

প্রসঙ্গত, প্রথমবারের মতো সরাসরি বিতর্কে মুখোমুখি হয়েই বাজিমাত করলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। বিতর্কের শুরু থেকেই সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চেপে ধরেন তিনি। একের পর এক যুক্তির বাণে ট্রাম্পের প্রায় প্রতিটি কথার তথ্যনির্ভর জবাব দেন। নভেম্বরের প্রথম সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ৯টায় এবিসি নিউজের আয়োজনে এ বিতর্ক অনুষ্ঠিত হয়। এরপর কমলা হ্যারিসের সমর্থন বাড়তে থাকে। ওই বিতর্কে প্রভাবিত হয়েই সুইফট কমলাকে সমর্থন জানিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুয়েটে প্রকৌশলী অধিকার আন্দোলনের তিন দফা বাস্তবায়নের দাবি

শেখ হাসিনা পরিবারের বাড়ি-জমি জব্দ

সমাবেশের ঘোষণা শ্রমিক দলের

সহস্রাধিক প্রকৌশলী বেকার হওয়ার আশঙ্কা এআইওবির

পাকিস্তানি ডন পত্রিকার সম্পাদকীয় / ভিন্নমতের মুখ বন্ধে ভারতের তথ্য যুদ্ধ

‘ভারত-পাকিস্তান যুদ্ধ পরিস্থিতিতে আমাদের প্রস্তুত থাকতে হবে’

মুক্তবাণিজ্য এলাকা স্থাপনে জাতীয় কমিটি গঠন

পাকিস্তানে সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১০

বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

প্রিপেইড গ্যাস মিটার নিয়ে তিতাসের সতর্কবার্তা

১০

৮ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা

১১

জনগণের ম্যান্ডেট নিয়েই সংবিধান পরিবর্তন করতে হবে : নাহিদ 

১২

দ্য ইকোনমিস্টের প্রতিবেদন / ভারতকে অবশ্যই প্রমাণ করতে হবে কাশ্মীর হামলায় পাকিস্তান জড়িত

১৩

অন্তর্বর্তী সরকারকে ইসলামী আন্দোলনের আমিরের হুঁশিয়ারি

১৪

ভারতে কোচিং সেন্টারে বোমা হামলা

১৫

জবি শিক্ষার্থীর আত্মহত্যা প্ররোচনা মামলায় আটক ১

১৬

১৪ পুলিশ সুপারের বদলি

১৭

গাজীপুরে বকেয়া বেতন ও কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ

১৮

এনবিআরে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচির ডাক

১৯

নাগরিকদের বড় সুখবর দিল সরকার

২০
X