স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৪, ১২:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

শ্রেষ্ঠত্বের প্রশ্নে স্কালোনির অবাক করা মন্তব্য

লিওনেল স্কালোনি। ছবি : সংগৃহীত
লিওনেল স্কালোনি। ছবি : সংগৃহীত

২০১৮ সালের ব্যর্থতার পর ভঙ্গুর এক দলের দায়িত্ব নেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। তাকে জাতীয় দলের কোচ করায় সমালোচনা হয় অনেক। এমনকি দেশটির অন্যতম কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনাও সমালোচনা করেন তার।

তবে সব কিছুকে পেছনে ফেলে তার কোচিংয়ে দুর্দান্ত গতিতে এগিয়ে যাচ্ছে আর্জেন্টিনা দল। তার কোচিংয়ে এ পর্যন্ত চার মেজর ট্রফি দিতেছে আলবিসেলেস্তারা। এর মধ্যে বিশ্বকাপ ও দুটি কোপা আমেরিকাও রয়েছে। ধারাবাহিক সাফল্যের পর পরিবর্তন হয়নি স্কালোনির মানসিকতা।

ভেনেজুয়েলার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের প্রস্তুতি জন্য যুক্তরাষ্ট্রের মায়ামি রয়েছে আর্জেন্টিনা দল। এ সময় মায়ামি বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভায় অংশ নেন স্কালোনি।

দলের বর্তমান অবস্থা, ফুটবলারদের সঙ্গে সম্পর্কসহ তার কর্মপরিধি ও ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেন আর্জেন্টাইন কোচ। দলের সিদ্ধান্ত গ্রহণ নিয়ে স্কালোনি বলেন, ‘আমরা সবসময় দলের ভালোর জন্য সিদ্ধান্ত নেই। প্রতিটি সিদ্ধান্ত নেওয়ার সময় আমরা দলের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেই। যখন একজন খেলোয়াড় দল থেকে বাদ পড়ে, সে যদি অসন্তুষ্ট হয়, সেটা ভালো লক্ষণ। কারণ এটি প্রমাণ করে যে সে খেলতে চায়, এবং দলকে সাহায্য করতে চায়। এটি একটি সময় যখন খেলোয়াড়কে প্রশিক্ষণ করতে হয় এবং নিজেকে প্রমাণ করতে হয়।’

ধারাবাহিক সাফল্যের পরও মাটিতে পা রাখছেন তিনি, ‘আমি স্বাভাবিকভাবেই সবকিছু পরিচালনা করি। আমার মনে হয়, আর্জেন্টিনায় ফুটবল খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আমি চেষ্টা করি খেলোয়াড়দের জানাতে যে, আমরা সবাই শুধু একজন কোচ এবং একজন খেলোয়াড়।’

তার কোচিংয়ে ৩৬ বছর বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। স্বাভাবিকভাবে বিশ্বের অনেক নামিদামি ক্লাবের চাহিদার তালিকার শীর্ষে রয়েছেন তিনি। তবে তার মতে, ‘শুধু বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার কারণে আমি অন্যদের থেকে শ্রেষ্ঠ নই কিংবা তারা যেন আমাকে একজন ভিনগ্রহের মানুষ হিসেবে না দেখে। আমরা চাই তারা আমাদের যেমন আছে তেমন দেখুক এবং বুঝুক যে, তাদের মধ্যেও কেউ একদিন কোচ বা উচ্চমানের খেলোয়াড় হয়ে উঠতে পারে।’

স্কালোনি তার ব্যক্তিগত জীবন নিয়ে বলেন, ‘আমার জীবন তেমন পরিবর্তন হয়নি। আমি এখন রাস্তায় বেশি পরিচিত, মানুষ আমাকে চিনে, থামিয়ে কথা বলে। কিন্তু আমার চিন্তাধারা একইরকম আছে, কারণ আমি নিজেকে ব্যালান্সে রাখি এবং এটিই আমার পেশাগত জীবনের বিকাশের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুরমার প্রেমে চীনা যুবক এখন ব্রাহ্মণবাড়িয়ায়

একটি মহল নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে : মাহবুবুর রহমান

কুড়িগ্রামে খতমে নবুওয়ত সম্মেলন অনুষ্ঠিত

মাত্র তিন মাসেই ভেঙে গেল ইয়ামাল-নিকোলের প্রেম

আলালের বক্তব্যে জামায়াতের প্রতিক্রিয়া

নির্বাচন বানচালের পাঁয়তারা করে লাভ হবে না : জুয়েল

শেষ মুহূর্তে রোনালদোর জোড়া গোলে রক্ষা পেল আল নাসর

শিক্ষার্থীদের কাছে নূরের ক্ষমা চাওয়ার আহ্বান জবি শিবির সেক্রেটারির

বিনামূল্যে ইংরেজি শেখাবে ঢাকা কলেজ ছাত্রদল

জামায়াতকে নিষিদ্ধ করার আহ্বান আলালের

১০

২০০ যাত্রী নিয়ে ডুবোচরে আটকে গেল লঞ্চ

১১

বৃষ্টিতে ভাসছে ফসল, কৃষকের স্বপ্নভঙ্গ

১২

দেখিয়েছে জরিনাকে, এখন বলছে সংসার হবে সকিনার সাথে : হাসনাত

১৩

প্রেমিকার স্বজনদের মারধরের শিকার কিশোরের মৃত্যু

১৪

প্রিমিয়ার লিগে আর্সেনালের দাপট চলছেই

১৫

পায়রা নদীর ভাঙনে বিলীন হচ্ছে বসতবাড়ি-ফসলি জমি

১৬

উয়েফার বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগ ফরম্যাট চুরির অভিযোগ

১৭

তীরে এসে তরি ডোবাবেন না, সরকারকে সাইফুল হক

১৮

কর্মীদের সঙ্গে সেলফি, প্রশংসায় ভাসছেন নুরুদ্দিন আহাম্মেদ অপু

১৯

ঐকমত্য কমিশনকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

২০
X