কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ০৬:৪৪ পিএম
অনলাইন সংস্করণ
বিবিসি বিশ্লেষণ

জাইমা রহমানকে সামনে আনা বিএনপির কৌশলগত বদল

১৮ জানুয়ারি উইমেন শেপিং দ্য নেশন : পলিসি, পসিবিলিটি অ্যান্ড দ্য ফিউচার অব বাংলাদেশ' শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাইমা রহমান : ছবি : বিবিসি বাংলা
১৮ জানুয়ারি উইমেন শেপিং দ্য নেশন : পলিসি, পসিবিলিটি অ্যান্ড দ্য ফিউচার অব বাংলাদেশ' শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাইমা রহমান : ছবি : বিবিসি বাংলা

প্রধান রাজনৈতিক নেতা তারেক রহমানের পর তার কন্যা জাইমা রহমানকে ধীরে ধীরে সামনে আনছে বিএনপি—এমন ধারণাই দিচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকদের একটি অংশ। দলীয় কোনো আনুষ্ঠানিক পদে না থাকলেও সাম্প্রতিক সময়ে তার উপস্থিতি ও কার্যক্রম ঘিরে দলীয় অঙ্গনে যেমন আগ্রহ তৈরি হয়েছে, তেমনি সাধারণ মানুষের মধ্যেও সৃষ্টি হয়েছে কৌতূহল।

দীর্ঘ ১৭ বছর পর পরিবারের সঙ্গে দেশে ফেরার পর থেকেই বিএনপির বিভিন্ন কর্মসূচি ও আলোচনায় জাইমা রহমানের নাম উঠে আসছে। যদিও এখন পর্যন্ত তিনি সীমিত কয়েকটি অনুষ্ঠানেই অংশ নিয়েছেন, তবুও রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এটি বিএনপির একটি পরিকল্পিত ও ধাপে ধাপে কৌশল।

নেতৃত্বের ধারাবাহিকতার বার্তা?

বিশ্লেষকদের একাংশ মনে করছেন, জাইমা রহমানকে সামনে এনে বিএনপি ভবিষ্যৎ নেতৃত্বের ধারাবাহিকতা নিয়ে একটি বার্তা দিতে চাইছে। তাদের ধারণা, তাকে ধীরে ধীরে রাজনৈতিকভাবে প্রস্তুত করা হচ্ছে এবং ভবিষ্যতে তিনি দলীয় নেতৃত্বে আসতে পারেন—এমন সম্ভাবনাকেই সামনে রাখা হচ্ছে।

অন্যদিকে কেউ কেউ বলছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তরুণ ও নারী ভোটারদের আকৃষ্ট করতেই তাকে সামনে আনার কৌশল নেওয়া হয়েছে। বিশেষ করে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণ প্রজন্মের কথা মাথায় রেখেই বিএনপি নতুন বার্তা পৌঁছাতে চাইছে।

রাজনৈতিক সমীকরণ ও নারী নেতৃত্ব

রাজনৈতিক অঙ্গনে আরেকটি আলোচনার বিষয় হলো—জামায়াতে ইসলামীর মতো দলকে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনায় রেখে বিএনপি নারীদের কীভাবে উপস্থাপন করতে চায়, তার একটি প্রতীকী বহিঃপ্রকাশ হিসেবেও জাইমা রহমানকে দেখা হচ্ছে।

যদিও নির্বাচনী প্রচারে তারেক রহমানের সঙ্গে মাঝে মাঝে তার স্ত্রী জুবাইদা রহমানকে দেখা গেলেও এখনো পর্যন্ত জাইমা রহমান সরাসরি কোনো নির্বাচনী মঞ্চে ওঠেননি।

কে এই জাইমা রহমান

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নাতনি জাইমা রহমান ১৯৯৫ সালের অক্টোবরে ঢাকায় জন্মগ্রহণ করেন। ঢাকার বারিধারার একটি ইংরেজি মাধ্যম স্কুলে তার শিক্ষাজীবন শুরু হয়। পরে যুক্তরাজ্যে গিয়ে ম্যারি মাউন্ট গার্লস স্কুল এবং কুইন ম্যারি ইউনিভার্সিটিতে আইন বিষয়ে পড়াশোনা করেন। এরপর ইনার টেম্পল থেকে বার-অ্যাট-ল ডিগ্রি অর্জন করেন।

গত বছরের ২৩ ডিসেম্বর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি আইন পেশায় কাজ করার ইঙ্গিত দেন। সেখানে তিনি লেখেন, আইন পেশায় কাজ করতে গিয়ে মানুষের জীবনের গল্প এবং সেগুলোর আইনগত সমাধান খোঁজার দায়িত্ব তাকে অনুপ্রাণিত করে।

তারেক রহমান ২০০৮ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় মুক্তি পেয়ে পরিবারসহ লন্ডনে চলে যান। দীর্ঘ ১৭ বছর পর গত বছরের ২৫ ডিসেম্বর তিনি স্ত্রী ও একমাত্র কন্যাকে নিয়ে দেশে ফেরেন।

দলীয় কার্যক্রমে সম্পৃক্ততা

যদিও আনুষ্ঠানিকভাবে বিএনপিতে জাইমা রহমানের কোনো পদ নেই, তবুও গত নভেম্বরে প্রবাসী ভোটারদের নিয়ে ইউরোপভিত্তিক একটি ভার্চুয়াল সভায় তার অংশগ্রহণ আলোচনায় আসে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে তারেক রহমানের প্রতিনিধি হিসেবে অংশ নিয়েও তিনি আলোচনায় আসেন।

দেশে ফেরার আগে নিজের ‘নিজের গল্প’ শীর্ষক লেখায় তিনি জানান, গণ-অভ্যুত্থানের সময় নেপথ্যে থেকে ভূমিকা রাখার চেষ্টা করেছেন এবং দেশে ফিরে বাবাকে সর্বাত্মক সহায়তা করতে চান।

ঢাকায় ফেরার পর ১৮ জানুয়ারি ‘উইমেন শেপিং দ্য নেশন’ শীর্ষক অনুষ্ঠানে প্রথমবারের মতো বক্তব্য দেন তিনি। এরপর বিএনপির বিভিন্ন আয়োজনে তার উপস্থিতি এবং সামাজিক মাধ্যমে সক্রিয়তা নজর কাড়ছে।

বিশ্লেষকদের মত

রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ বলেন, উপমহাদেশের রাজনীতিতে পরিবারতন্ত্র নতুন কিছু নয়। বিএনপির সমর্থকেরা দীর্ঘদিন ধরেই এই পরিবারকে কেন্দ্র করে রাজনীতি করে আসছেন। সে কারণেই জাইমা রহমানকে ধীরে ধীরে প্রস্তুত করা হচ্ছে বলে মনে হচ্ছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও রাজনৈতিক বিশ্লেষক মোহাম্মদ মজিবুর রহমান মনে করেন, জাইমা রহমানকে সামনে আনার মাধ্যমে বিএনপি তরুণ, নারী এবং জেন-জি ভোটারদের কাছে একটি ভিন্ন বার্তা দিতে চাইছে। একই সঙ্গে ধর্মান্ধতা ও মৌলবাদের বিপরীতে দলটির অবস্থানও তুলে ধরা হচ্ছে।

তিনি বলেন, পশ্চিমা শিক্ষায় শিক্ষিত একজন তরুণ নারী হিসেবে জাইমা রহমানকে উপস্থাপন করা হচ্ছে। তবে তিনি ভবিষ্যতে নেতৃত্বে কতটা সফল হবেন, তা সময়ই বলে দেবে।

সূত্র : বিবিসি

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামের প্রায়োগিক বিধান জনসম্মুখে তুলে ধরতে হবে : ইবি ভিসি

দীর্ঘদিন পর পাবনায় ফিরলেন গুমের শিকার সাবেক ছাত্রদল নেতা তুষার

৪০ বছর ইমামতির পর রাজকীয় বিদায়

চ্যাম্পিয়ন হওয়াই বাংলাদেশের লক্ষ্য 

নানা কৌশলে নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা চলছে : নাহিদ

চিকিৎসা শেষে আবারও জেলে ফিরলেন ইমরান খান

বিএনপি-জামায়াতের তুমুল সংঘর্ষ

সেন্টমার্টিনে পর্যটক ভ্রমণ বন্ধ ঘোষণা, কবে চালু হবে?

রেলে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দিল রেলপথ মন্ত্রণালয়

এবারের নির্বাচনে পরিবর্তন চেয়েছে মানুষ : গোলাম পরওয়ার

১০

কথায় নয়, কাজের মাধ্যমে প্রমাণ দিতে চাই : আবু আশফাক

১১

উৎপাদন ও কর্মপরিবেশ উন্নয়নে নতুন দিগন্তে ইসিএল

১২

বাণিজ্য মেলায় ৩৯৩ কোটি টাকার পণ্য বিক্রি

১৩

সব ধর্মের মানুষ প্রাপ্য অধিকার পাবে : জামায়াত আমির

১৪

তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নতুন ইতিহাস সৃষ্টি হবে : এ্যানি

১৫

স্বর্ণের দাম কমছে যে কারণে  

১৬

প্রিন্স মাহমুদ সুরকার / ‘পুরস্কার পাওয়াটা চমকের মতো লাগছে’

১৭

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

১৮

বিবিসি বিশ্লেষণ / জাইমা রহমানকে সামনে আনা বিএনপির কৌশলগত বদল

১৯

ডাকসু নেতা সর্বমিত্র চাকমাকে আইনি নোটিশ

২০
X