স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৪, ০১:৫৮ পিএম
আপডেট : ১৩ অক্টোবর ২০২৪, ০২:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

ম্যানইউর নজরে বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন মিডফিল্ডার

মেসি ও লো সেলসোর সঙ্গে ডি পল। ছবি : সংগৃহীত
মেসি ও লো সেলসোর সঙ্গে ডি পল। ছবি : সংগৃহীত

বেশ কয়েক বছর ধরেই মিডফিল্ডে ভালো ফুটবলারের অভাবে অনেক ম্যাচ হেরেছে ইংলিশ প্রিমিয়ার লিগের বিখ্যাত ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। অনেক নামিদামি ফুটবলার নিয়েও সমস্যার সমাধান করতে পারেনি রেড ডেভিলরা। তাই এবার এই সমস্যা সমাধানে এরিক টেন হাগের দলের চোখ বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পলের দিকে। এমনটাই খবর স্প্যানিশ গণমাধ্যমে।

ম্যানচেস্টার ইউনাইটেড অ্যাটলেটিকো মাদ্রিদের আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পলকে দলে ভেড়ানোর আগ্রহ প্রকাশ করেছে বলে স্পেনের সাম্প্রতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এই মৌসুমের শুরুটা ইউনাইটেডের জন্য মোটেই ভালো হয়নি। প্রিমিয়ার লিগে সাত ম্যাচ শেষে দলটি ১৪তম স্থানে অবস্থান করছে, যা নিয়ে ম্যানেজার এরিক টেন হাগের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠছে। বিশেষ করে টেন হাগের ভূমিকা নিয়ে ইউনাইটেডের মালিকপক্ষের সাথে আলোচনাও হয়েছে। এ ছাড়া ইউরোপা লিগে তাদের অবস্থাও ভালো নয়, কারণ এফসি টোয়েন্টে এবং পোর্তোর বিপক্ষে দুই ম্যাচেই ড্র করেছে তারা। গ্রুপ পর্বের পরবর্তী ছয় ম্যাচে ভালো পারফরম্যান্স না করতে পারলে নকআউট রাউন্ডে পৌঁছানো কঠিন হয়ে পড়বে।

স্প্যানিশ সংবাদমাধ্যম ফিচাজেসের প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাটলেটিকো মাদ্রিদের ৩০ বছর বয়সী মিডফিল্ডার রদ্রিগো ডি পলকে ইউনাইটেড তাদের টার্গেট হিসেবে চিহ্নিত করেছে। আর্জেন্টাইন এই তারকা ২০২১ সালে ইতালিয়ান ক্লাব উদিনেজ থেকে অ্যাটলেটিকোতে যোগ দেন এবং ডিয়েগো সিমিওনের অধীনে দলের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছেন। যদিও বর্তমানে তার ইংল্যান্ডে আসার সম্ভাবনা বাড়ছে এবং ম্যানচেস্টার ইউনাইটেড তাকে দলে টানতে উদ্‌গ্রীব।

২০২৪/২৫ মৌসুমে অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে সব প্রতিযোগিতায় ১০টি ম্যাচ খেলেছেন ডি পল। এখনো পর্যন্ত তার গোল নেই, তবে ১টি অ্যাসিস্ট করেছেন এবং ৪৭৭ মিনিট মাঠে ছিলেন।

ডি পলের চুক্তি ২০২৬ সালে শেষ হবে। তাই অ্যাটলেটিকো মাদ্রিদকে আগামী গ্রীষ্মে একটি বড় সিদ্ধান্ত নিতে হবে, নাহলে তারা তাকে ফ্রি ট্রান্সফারে হারানোর ঝুঁকিতে পড়বে। ইউনাইটেডের নজরে ডি পলের রক্ষণাত্মক দক্ষতা এবং তার টেকনিক্যাল গুণাবলি পড়েছে এবং তিনি প্রিমিয়ার লিগে নতুন চ্যালেঞ্জ নিতে আগ্রহী হতে পারেন। ইউনাইটেডের অভিজ্ঞ মিডফিল্ডার কাসেমিরোর উত্তরসূরি হিসেবে ডি পলকে আনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচে বৃষ্টির সম্ভাবনা কতটুকু

প্রশাসনের গাফিলতিতে মধ্যরাতে মেয়েদের হল বন্ধ থাকে : জিএস পদপ্রার্থী জেরিন 

চুরির ভোটে জিতেই কি মোদি প্রধানমন্ত্রী? জোরালো হচ্ছে অভিযোগ

আর্জেন্টিনা খেলবে র‌্যাঙ্কিংয়ের ১৫৭তম দলের বিপক্ষে, জেনে নিন সময়সূচি

দুই বাচ্চার মা বলায় দেবের ওপর চটলেন শুভশ্রী

আশুলিয়ায় ছিনতাই চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

সংবিধানের বই উঁচু করে অধ্যাপক কার্জন বললেন, মানবাধিকার লঙ্ঘন হচ্ছে

সাবমেরিন ক্যাবলে ত্রুটি, ৪ দিন ধরে অন্ধকারে ১৭ ইউনিয়ন

চাঁদাবাজির অভিযোগে ৬ জনের নামে মামলা বিএনপি নেতার

বিচার, সংস্কার, জুলাই সনদ বাস্তবায়নের রোডম্যাপ চাই : রাশেদ প্রধান 

১০

৮ বিভাগে বৃষ্টির পূর্বাভাস 

১১

শ্যামনগর যুবদলের নতুন আহ্বায়ক শেখ নাজমুল হক

১২

বাবাকে হত্যার তিন দিন আগেই কবর খোঁড়েন ছেলে

১৩

নির্বাচন না হলে জাতি ক্ষতিগ্রস্ত হবে : মির্জা ফখরুল

১৪

লোকালয়ে ঘুরছে বাঘ, বিজিবির সতর্কবার্তা

১৫

যে তিন নায়িকা নিয়ে কাজ করতে চান যিশু

১৬

নিরপেক্ষতার সঙ্গে নির্বাচনে দায়িত্ব পালন করতে হবে : সিইসি 

১৭

‘আদালতের প্রতি আস্থা নেই’ বলে জামিন চাননি লতিফ সিদ্দিকী

১৮

সপ্তাহের সেরা সরকারি চাকরির বিজ্ঞপ্তি, পদ ৪ শতাধিক

১৯

শুল্কারোপে তাসের ঘরের মতো ভেঙে পড়ল বাজার, ভয়াবহ চাপে ভারত

২০
X