স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৪, ১২:২১ পিএম
অনলাইন সংস্করণ

এল ক্লাসিকোর পরাজয় থেকে শিখতে চান আনচেলত্তি

কার্লো আনচেলত্তি। ছবি: সংগৃহীত
কার্লো আনচেলত্তি। ছবি: সংগৃহীত

বার্সেলোনার বিপক্ষে ৪-০ ব্যবধানে লজ্জার হারের পর রিয়াল মাদ্রিদ ম্যানেজার কার্লো আনচেলত্তি সাংবাদিকদের সামনে তার প্রতিক্রিয়া জানান। যেখনে বার্সেলোনাকে রিয়াল মাদ্রিদের চেয়ে সেরা মেনে এই পরাজয় থেকে শিখতে চান এই ইতালিয়ান কোচ।

আনচেলত্তি ম্যাচে শেষে বলেন, ‘বার্সেলোনা আমাদের চেয়ে ভালো খেলেছে, তবে স্কোরলাইন মাঠের প্রকৃত চিত্রটি প্রতিফলিত করেনি। আমরা এগিয়ে যেতে পারিনি, কিন্তু তারাই লিড নেয়। প্রথম গোলের আগ পর্যন্ত খেলা ছিল বেশ প্রতিযোগিতামূলক। প্রথমার্ধে আমাদের বেশি সুযোগ ছিল এবং আমরা ৪-৪-২ ফর্মেশনে ভালো করেছি।’

আনচেলত্তি ম্যাচের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করে বলেন, ‘প্রথমার্ধে খেলাটি ছিল বেশ প্রতিদ্বন্দ্বিতামূলক এবং আমরা প্রচুর জোরালো ও ভালো খেলে শুরু করেছি। কিন্তু কিছুটা সমন্বয়ের অভাব ছিল আমাদের। প্রথমার্ধে আমরা সুযোগ পেলেও গোল করতে পারিনি, কিন্তু বার্সা দ্বিতীয়ার্ধে দুটি গোল দিয়ে আমাদের এনার্জি কমিয়ে দেয়। এরপর খেলাটি তাদের পক্ষে চলে যায় এবং আমাদের রক্ষণের পিছনে জায়গা খুঁজে তারা প্রচুর সুযোগ তৈরি করে। প্রথমার্ধের পারফরম্যান্স ভালো ছিল। এটি কঠিন সময়, কিন্তু আমাদের কিছু ফেলতে হবে না, কারণ পুরো মৌসুমটি আমাদের সামনে রয়েছে। আমরা আগের হার থেকে শিখেছিলাম এবং এবারও তা করব।’

এদিকে রিয়ালের তারকা ফরোয়ার্ড এমবাপ্পেকে নিয়ে আনচেলত্তি বলেন, ‘আমরা জানতাম তারা হাই লাইনে খেলবে, এমবাপ্পে কিছু সুযোগ পেয়েছিল এবং একাধিকবার অফসাইড ছিল। তাকে আরো নিখুঁত হতে হবে।’

ম্যাচের কৌশলগত পরিবর্তনের জন্য কোনও আফসোস নেই আনচেলত্তির। তিনি বলেন, ‘আমি কৌশল পরিবর্তনের জন্য আফসোস করি না। আমরা সুযোগ পেয়েছি, কিন্তু তারা সেগুলো কাজে লাগাতে পারেনি। ৬০ মিনিট পর্যন্ত ভালোই চাপ দিয়েছি। যখন আপনি একটানা অপরাজিত থেকে হঠাৎ হারেন, তখন এটি কঠিন হয়ে যায়।’

পরাজয় সম্পর্কে আনচেলত্তি বলেন, ‘এই হারের মানে হলো, আমরা সঠিক শিক্ষাটি নেব। প্রথমার্ধটি ভালো ছিল এবং আমরা এই পরাজয় থেকে অনেক কিছু শিখতে পারি।’ এছাড়াও ফলাফল নিয়ে তিনি বলেন, ‘এই হার কষ্টদায়ক, কারণ বার্সা লিগের শীর্ষে। লিলের বিপক্ষে আমরা খারাপ খেলেছিলাম, কিন্তু এখানে রেজাল্টটাই মূল। কারণ আমরা ঝুঁকি নিয়েছি।’

রিয়ালের এই পরাজয় করে তুলেছে বলে স্বীকার করেন আনচেলত্তি। এছাড়াও দলকে দ্রুত ফর্মে ফেরারও তাগিদ দেন তিনি। দাবি করেন শেষ অংশে কিছু ভুল হলেও রিয়াল ভালো খেলেছে এবং আগের মৌসুমের মতোই প্রতিযোগিতা চালিয়ে যেতে বদ্ধ পরিকর তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শীতকে বিদায় জানালেন সুনেরাহ 

বিএনপি ও এনসিপির মধ্যে সংঘর্ষ, আহত ১০

ডাকাতির আগেই ভেস্তে গেল ছক, আন্তঃজেলা ডাকাত চক্রের ৮ সদস্য গ্রেপ্তার

এগোচ্ছে মার্কিন ‘সামরিক বহর’, যুদ্ধের প্রস্তুতি ইরানের

লিটনরা না থাকলেও বিশ্বকাপে দায়িত্ব পাচ্ছেন দেশের দুই আম্পায়ার

জবির ‘বি’ ইউনিটের পরীক্ষায় প্রতি আসনে কত জন লড়ছেন?

‘ভারতীয় প্রক্সি বাহিনীর’ সঙ্গে পাকিস্তানি বাহিনীর তুমুল সংঘর্ষে নিহত ৪১

অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ : ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৫

নিউ হরাইজন ক্রিসেন্ট ইন্টারন্যাশনাল স্কুলে আনন্দঘন স্পোর্টস ডে

৩৬ দফার নির্বাচনী ইশতেহার ঘোষণা এনসিপির

১০

ভোটের দিনে বয়োবৃদ্ধদের জন্য রিকশার ব্যবস্থা থাকবে : আমিনুল হক

১১

জাপানিদের যে অভ্যাসগুলো আপনাকেও রাখবে সুস্থ ও কর্মচঞ্চল

১২

একযোগে বিএনপির ২২ নেতাকর্মীর পদত্যাগ

১৩

আঙুর ফল খাওয়া যে ৫ ধরনের মানুষের জন্য ঝুঁকিপূর্ণ

১৪

ঝিনাইদহ-৪ আসনে একের পর এক আচরণবিধি লঙ্ঘন, নির্বিকার প্রশাসন

১৫

জয়ার সাফল্যের আরেক অধ্যায়

১৬

হঠাৎ যশোর আইটি পার্ক রিসোর্ট বন্ধে দিশাহারা ৬৪ কর্মী

১৭

বুর্কিনা ফাসোর সব রাজনৈতিক দল বিলুপ্ত ঘোষণা

১৮

শুক্রবার ছড়ানো গুজবে স্বর্ণের দামে বড় পতন

১৯

সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য বড় সুখবর

২০
X