স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৪, ০৫:১৯ পিএম
আপডেট : ২৯ অক্টোবর ২০২৪, ০৫:২৫ পিএম
অনলাইন সংস্করণ

যেভাবে ভিনিকে হারিয়ে ব্যালন ডি’অর জিতলেন রদ্রি

ব্যালন ডি’অর ট্রফি হাতে রদ্রি। ছবি : সংগৃহীত
ব্যালন ডি’অর ট্রফি হাতে রদ্রি। ছবি : সংগৃহীত

ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার রদ্রি প্রথমবারের মতো ব্যালন ডি’অর জিতে ফুটবল ইতিহাসের মহাতারকাদের সঙ্গে নিজের নাম খোদাই করেছেন। সোমবার প্যারিসে (২৮ অক্টোবর) অনুষ্ঠিত এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্প্যানিশ তারকা রদ্রি ভিনিসিয়ুস জুনিয়র, জুড বেলিংহাম ও কিলিয়ান এমবাপ্পেদের হারিয়ে ২০২৪ সালের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

পূর্বে এই পুরস্কারটিতে আধিপত্য ছিল ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির, যারা বিগত ১৬ বছরের মধ্যে মোট ১৩ বার এই পুরস্কারটি জিতেছেন। তবে এই বছর তারা কেউই মনোনয়ন পাননি, যা দুই দশকের মধ্যে প্রথমবার ঘটেছে। এখন দেখে নেওয় যাক কীভাবে রদ্রি সবাইকে পেছনে ফেলে ব্যালন ডি’অর নিজের করে নিলেন।

আন্তর্জাতিক সাফল্যের ভূমিকা

রদ্রির ব্যালন ডি’অর জয়ে বড় ভূমিকা রেখেছে তার আন্তর্জাতিক সাফল্য। ২০২৪ সালে স্পেনকে ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। জার্মানিতে অনুষ্ঠিত ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন এই মিডফিল্ডার। অন্যদিকে, ভিনিসিয়ুসের ব্রাজিল কোপা আমেরিকার কোয়ার্টার-ফাইনালে বিদায় নেওয়ায় তার জয়ের সম্ভাবনা কমে যায়।

গোল ও অ্যাসিস্টের মাইলফলক

রদ্রি ম্যানচেস্টার সিটির হয়ে গুরুত্বপূর্ণ গোল করার জন্য পরিচিত, ২০২৩ চ্যাম্পিয়নস লিগ ফাইনালের গোলটি তার উদাহরণ। ২০২৩/২৪ মৌসুমে ক্লাব পর্যায়ে ৫০ ম্যাচে ৯টি গোল করেন তিনি, যার একটি ছিল প্রিমিয়ার লিগের শিরোপা নির্ধারণী গোল। এ ছাড়া গত মৌসুমে তার করা ১৪টি অ্যাসিস্টও ছিল উল্লেখযোগ্য। ভিনিসিয়ুসের চেয়ে তিনটি বেশি অ্যাসিস্ট করেছেন তিনি, যা রদ্রিকে মাঠে আরও বহুমুখী করে তুলেছে।

মিডফিল্ডারদের গুরুত্ব

ব্যালন ডি’অরে সাধারণত ফরোয়ার্ডরা বেশি প্রাধান্য পেয়ে থাকেন, কিন্তু রদ্রির মতো ডিফেন্সিভ মিডফিল্ডারদের অবদানকে স্বীকৃতি দেওয়ার সময় এসেছে। সাম্প্রতিক বছরগুলোতে লুকা মডরিচের মতো মিডফিল্ডাররা এই পুরস্কারটি পেলেও ডিফেন্সিভ মিডফিল্ডাররা প্রায়ই উপেক্ষিত থাকেন। রদ্রির এই পুরস্কার জয় তার পজিশনের খেলোয়াড়দের জন্য একটি বড় উদাহরণ হিসেবে রয়ে যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১৯ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি

বরিশালে চলতি বছরে ২০ হাজার ছাড়াল ডেঙ্গু রোগী

আলোচিত চেয়ারম্যান হত্যা মামলার আসামি শুটার শামীম আটক

ব্রাকসু নির্বাচনের তপশিল ঘোষণা, ভোট ২৯ ডিসেম্বর

চিরকুটে লেখা ‘মান সম্মান সব গেছে’, পাশে দম্প‌তির মরদেহ

কেশবপুরে বিএনপি নেতা আবু হত্যার রহস্য উন্মোচনসহ দোষীদের গ্রেপ্তারের দাবি

ঢাকায় গাইবেন আতিফ আসলাম, আয় যাবে জুলাই শহীদদের পরিবারে

ঢাকা-৭ আসনে ৩১ দফার প্রচারণা মীর নেওয়াজের

১০

গভীর রাতে সাংবাদিক সোহেলকে তুলে নিয়ে গেছে ডিবি

১১

বাংলাদেশের কাছে হারের পর যা বললেন ভারতের কোচ

১২

ভারতের বিপক্ষে জয় ক্যারিয়ারের সেরা মুহূর্তের একটি : হামজা চৌধুরী

১৩

হাসিনাকে ফেরাতে দিল্লিকে চিঠি দিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়

১৪

রাজধানীতে রাতে গাড়িতে আগুন

১৫

পিপি কার্যালয়ের সামনে পটকা ফুটিয়ে ভীতির চেষ্টা

১৬

গভীর রাতে রাজধানীতে মার্কেটে আগুন

১৭

বাংলাদেশ দলকে জামায়াত আমিরের অভিনন্দন

১৮

টানা ২ দফায় স্বর্ণের দাম কত কমলো দাম?

১৯

বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে বন্ধ হচ্ছে ৫ সেবা

২০
X