স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৪, ০২:২১ পিএম
আপডেট : ১৫ নভেম্বর ২০২৪, ০৩:০৩ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপে যোগ্যতা অর্জনের জন্য ব্রাজিল-আর্জেন্টিনার কত পয়েন্ট দরকার?

লক্ষ্যের কাছেই আছে আর্জেন্টিনা-ব্রাজিল ফুটবল দল। ছবি : সংগৃহীত
লক্ষ্যের কাছেই আছে আর্জেন্টিনা-ব্রাজিল ফুটবল দল। ছবি : সংগৃহীত

বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপের বাছাইপর্বে ২-১ গোলে হেরেছে, তবে সাউথ আমেরিকান বাছাইপর্বে শীর্ষে থাকা দলটির আসন্ন এই মেগা আসরে খেলা এক প্রকার নিশ্চিতই বলা চলে। অন্যদিকে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ড্র করেছে ভেনেজুয়েলার সাথে তবে তারাও মোটামুটি নিরাপদই বলা চলে। দেখে নেওয়া যাক কত পয়েন্ট হলে ব্রাজিল ও আর্জেন্টিনা মার্কিন যুক্তরাষ্ট্রে হতে যাওয়া বিশ্বকাপে নিজেদের দেখতে পারবে।

দু’দলেরেই হাতে আছে ৭ ম্যাচ। সেগুলো থেকে মাত্র দুই জয় দিয়ে প্রায় নিশ্চিতভাবে ২০২৬ সালের বিশ্বকাপের টিকিট পেতে পারে লিওনেল মেসির দল। তবে ব্রাজিলকে জিততে হবে আরও বেশি।

প্যারাগুয়ের মাঠে হারের পরেও আর্জেন্টিনা ২২ পয়েন্ট নিয়ে সাউথ আমেরিকান বাছাইপর্বের পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে। বর্তমান চ্যাম্পিয়ন দলটি এখন পেরুর বিপক্ষে বোকা জুনিয়র্সের মাঠে একটি জয় পেলে ২৫ পয়েন্টে পৌঁছাতে পারবে, যা তাদের ২০২৬ বিশ্বকাপের টিকিট প্রায় নিশ্চিত করতে পারে।

অন্যদিকে ভেনেজুয়েলার মাঠে ড্র করা ব্রাজিল বর্তমানে রয়েছে পয়েন্ট টেবিলের তিনে। সেক্ষেত্রে হাতে থাকা ম্যাচগুলোর ৪টি জিতলে ব্রাজিলও নিজেদের নিরাপদ ভাবতে পারে।

২০২৬ সালের বিশ্বকাপের জন্য মূল পর্বে দক্ষিণ আমেরিকা থেকে আরও দুটি দল যোগ হওয়ায় এবার কম পয়েন্টেই যোগ্যতা অর্জন সম্ভব হবে। পূর্বের আসরগুলো বিশ্লেষণ করলে দেখা যায়, সাধারণত ২৭ পয়েন্ট অর্জন করলেই দলগুলো নিশ্চিতভাবে যোগ্যতা অর্জন করেছে।

পূর্ববর্তী আসরগুলোর পয়েন্ট বিশ্লেষণ:

২০০২: ৬ষ্ঠ স্থান দখল করে কলম্বিয়া (২৭ পয়েন্ট)।

২০০৬: ৬ষ্ঠ স্থানে কলম্বিয়া (২৪ পয়েন্ট)।

২০১০: ৬ষ্ঠ স্থানে ইকুয়েডর (২৩ পয়েন্ট)।

২০১৮: ৬ষ্ঠ স্থানে চিলি (২৬ পয়েন্ট)।

২০২২: ৬ষ্ঠ স্থানে কলম্বিয়া (২৩ পয়েন্ট)।

আর্জেন্টিনার এখন পর্যন্ত ২২ পয়েন্ট, এবং তাদের সামনে আরও ৭টি ম্যাচ রয়েছে। বর্তমান পারফরম্যান্স বিবেচনায়, এই দলটি সহজেই বাকি ম্যাচগুলো থেকে প্রয়োজনীয় পয়েন্ট সংগ্রহ করতে পারবে বলে মনে করা হচ্ছে। ব্রাজিলও সাম্প্রতিক বাজে ফলাফলের পর খেলা অনেকটাই গুছিয়ে নিয়েছে।

সাউথ আমেরিকান বাছাইপর্বে বর্তমান পয়েন্ট তালিকা:

পজিশন দল পয়েন্ট ম্যাচ জয় ড্র পরাজয়

১ আর্জেন্টিনা ২২ ১১ ৭ ১ ৩

২ কলম্বিয়া ১৯ ১০ ৫ ৪ ১

৩ ব্রাজিল ১৭ ১১ ৫ ২ ৪

৪ উরুগুয়ে ১৬ ১০ ৪ ৪ ২

বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে আর্জেন্টিনা-ব্রাজিল তাদের ফোকাস ধরে রাখবে এবং আগামী ম্যাচগুলোতে জয়ের ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করবে বলেই মনে করে ভক্তরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইপিএল: কোন দলে কে থাকলেন, দেখে নিন পূর্ণাঙ্গ তালিকা

পাবলিক রিলেশনস অফিসার পদে নিয়োগ দিচ্ছে ঢাকা আহ্ছানিয়া মিশন

দাবি পূরণের আশ্বাস, বিচারকদের আজকের কলমবিরতি কর্মসূচি স্থগিত 

১৬ নভেম্বর : ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

বিএনপি যা অঙ্গীকার করে তা বাস্তবায়ন করে : খোকন

লিবিয়া উপকূলে ২৬ বাংলাদেশি নিয়ে নৌকাডুবি, মৃত্যু ৪

রাজধানীতে আজ কোথায় কী

সকালের কিছু ভুল অভ্যাসেই বাড়তে পারে হার্টের ঝুঁকি

ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘে জরুরি অভিযোগ করছে লেবানন

ইন্দোনেশিয়ার ভয়াবহ ভূমিধসে ১১ জনের মৃত্যু 

১০

রক্তক্ষয়ী হামলার মধ্যেই কাতারে কঙ্গো শান্তি চুক্তি

১১

তারেক রহমানের ৩১ দফাই রাষ্ট্র গঠনে সর্বজনীন দিকনির্দেশনা : মনিরুল হক চৌধুরী

১২

আদ-দ্বীন ফাউন্ডেশনে চাকরির সুযোগ, আজই আবেদন করুন

১৩

ব্র্যাক এনজিওতে চাকরির সুযোগ, সপ্তাহে দুদিন ছুটি

১৪

চাঁদাবাজির সময় ইউপি সদস্যসহ আটক ১০

১৫

১৬ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি

১৬

রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১৭

১২০০ টাকার জন্য ব্যবসায়ীকে হত্যা, মূলহোতাসহ গ্রেপ্তার ৩

১৮

জালে আটকা শঙ্খচিল ফিরল আপন ঠিকানায়

১৯

রাজধানীতে কলেজের সামনে বাসে আগুন

২০
X