স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৪, ০১:০২ পিএম
আপডেট : ১৮ নভেম্বর ২০২৪, ০৩:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

না ফেরার দেশে স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু

জাকারিয়া পিন্টু। ছবি : সংগৃহীত
জাকারিয়া পিন্টু। ছবি : সংগৃহীত

স্বাধীন বাংলা ফুটবল দলের কিংবদন্তি অধিনায়ক জাকারিয়া পিন্টু আর নেই। সোমবার (১৮ নভেম্বর) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১১টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার ছেলের স্ত্রী এবং স্বাধীন বাংলা ফুটবল দলের সহঅধিনায়ক প্রতাপ শঙ্কর হাজরা।

৮১ বছর বয়সী জাকারিয়া পিন্টু বার্ধক্যজনিত অসুস্থতা ও নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। গতকাল হঠাৎ বাসায় পড়ে যাওয়ার পর তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। তবে হাসপাতালে তার শারীরিক অবস্থার ক্রমেই অবনতি হচ্ছিল। আজ কিডনি সমস্যার কারণে অন্য হাসপাতালে স্থানান্তরের পরিকল্পনা থাকলেও তার আগেই তিনি পৃথিবীর মায়া ত্যাগ করেন।

স্বাধীন বাংলা ফুটবল দলের সহঅধিনায়ক প্রতাপ শঙ্কর হাজরা পিন্টুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেন, ‘পিন্টু ভাই শুধু খেলার মাঠেই নয়, জীবনের সব ক্ষেত্রেই আমার অধিনায়ক ছিলেন। এত দ্রুত তিনি আমাদের ছেড়ে চলে যাবেন ভাবতেই পারিনি।’

জাকারিয়া পিন্টু স্বাধীন বাংলা ফুটবল দলের নেতৃত্ব দিয়ে মুক্তিযুদ্ধকালীন সময় ফুটবলের মাধ্যমে তহবিল সংগ্রহ করেছিলেন। ভারতে অনুষ্ঠিত সেই প্রদর্শনী ম্যাচগুলো মুক্তিযুদ্ধের অর্থসংস্থানে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিল। এটি বিশ্ব ক্রীড়ার ইতিহাসে বিরল এক দৃষ্টান্ত।

পিন্টুর নেতৃত্বে বাংলাদেশের জাতীয় ফুটবল দল প্রথম আন্তর্জাতিক মঞ্চে আত্মপ্রকাশ করে ১৯৭৩ সালে মালয়েশিয়ায় মারদেকা কাপে। ষাট ও সত্তরের দশকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে তিনি মাঠ কাঁপিয়েছেন এবং সেই সময় মোহামেডানের অধিনায়ক হিসেবে ছিলেন অত্যন্ত সফল। পাকিস্তান দলে খেলার মধ্য দিয়ে বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে নিজেকে প্রমাণ করেছিলেন।

খেলোয়াড়ি জীবন শেষে জাকারিয়া পিন্টু মোহামেডান ক্লাব ও ফুটবল ফেডারেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। জাতীয় ক্রীড়া পরিষদেও তিনি কর্মকর্তা হিসেবে কাজ করেছেন। তার অবদান ক্রীড়াঙ্গন ও জাতির জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে।

তার চলে যাওয়ার মধ্য দিয়ে ক্রীড়াঙ্গন হারাল এক অনন্য ব্যক্তিত্বকে, যিনি শুধু ফুটবলে নয়, জাতির স্বপ্ন ও সংগ্রামের প্রতীক হয়ে থাকবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে বাংলাদেশ কি ওয়াকওভার দেবে, যা জানালেন বিসিবি পরিচালক

ট্রাম্পের সাক্ষাৎ পেতে ‘স্যার’ ডেকে আকুতি জানিয়েছিলেন মোদি

গ্রেপ্তারের পর যুবলীগ নেতার পোস্ট, লিখলেন ‘আমাকে পুলিশ ধরল’

অক্ষয় খান্নার চরিত্র যেভাবে ‘ছিনিয়ে’ নেন আমির!

সিবিআইয়ের জেরার মুখে থালাপতি বিজয়

বিএনপিতে যোগ দিলেন এনসিপির সাবেক কেন্দ্রীয় নেতা

ড. রেজা কিবরিয়াকে শোকজ

সুনেরাহ অনেক পোংটা: আরশ খান

কোনো পরাশক্তিই দেশকে বিরাজনীতিকরণ করতে পারবে না : মঈন খান 

সাতক্ষীরায় বছরের সর্বনিম্ন তাপমাত্রার রাতে শীতবস্ত্র বিতরণ

১০

কোনো বাপের বেটা নেই আমাকে থামাতে পারে : রুমিন ফারহানা

১১

জামায়াত আমিরের সঙ্গে ইইউ প্রতিনিধিদলের বৈঠক

১২

তিন দফা দিয়ে নতুন কর্মসূচি ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

১৩

হাদি হত্যার নির্দেশদাতার অবস্থান জানা গেল

১৪

‘ভেনেজুয়েলা কোনো বিদেশি শক্তির হাতে নেই’

১৫

ইসিতে রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রার্থীর

১৬

যুবদলের দুই কমিটি বিলুপ্ত

১৭

রাবা খানের গল্পে সুনেরাহ-আরশ

১৮

বিশ্বকাপ ঘিরে ভবিষ্যৎ পদক্ষেপ কী, সাফ জানিয়ে দিল বিসিবি

১৯

জলমহাল নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ

২০
X