স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৪, ১১:২১ এএম
আপডেট : ২০ নভেম্বর ২০২৪, ১২:২২ পিএম
অনলাইন সংস্করণ

ব্যক্তিগত কারণে মেসিদের কোচের পদত্যাগ

টাটা মার্টিনো ও মেসি। ছবি : সংগৃহীত
টাটা মার্টিনো ও মেসি। ছবি : সংগৃহীত

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার লিওনেল মেসির ক্লাব ইন্টার মায়ামির কোচ জেরার্ডো টাটা মার্তিনো ব্যক্তিগত কারণ দেখিয়ে ক্লাবের প্রধান কোচের পদ থেকে পদত্যাগ করেছেন। খেলাধুলার সংবাদবিষয়ক ওয়েবসাইট ইএসপিএনের সূত্র অনুসারে, চুক্তির এক বছর বাকি থাকা সত্ত্বেও আর্জেন্টাইন কোচ দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।

মার্তিনো আনুষ্ঠানিকভাবে তার বিদায় ঘোষণা করবেন আগামী ২২ নভেম্বর (শুক্রবার)। ইন্টার মায়ামির সহ-মালিক জর্জ মাস এবং ফুটবল অপারেশনের সভাপতি রাউল সানলেহির সঙ্গে তিনি সংবাদ সম্মেলনে অংশ নেবেন।

২০২৩ সালের জুনে ইন্টার মিয়ামির দায়িত্ব গ্রহণ করেন মার্তিনো, যখন তিনি ফিল নেভিলের স্থলাভিষিক্ত হন। তার নেতৃত্বে দলটি ২০২৩ সালে লিগস কাপ শিরোপা এবং ২০২৪ সালে সাপোর্টার্স শিল্ড জিতেছিল। সে সঙ্গে ২০২৪ মৌসুমে এমএলএস ইতিহাসে সর্বাধিক পয়েন্ট অর্জনের রেকর্ডও গড়েছিল দলটি।

তবে আন্তর্জাতিক প্রতিযোগিতায় দলটি খুব বেশি সাফল্য অর্জন করতে পারেনি। কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের কোয়ার্টার ফাইনালে মন্টেরের কাছে হেরে যায় ইন্টার মিয়ামি। এছাড়া, ২০২৪ লিগস কাপের রাউন্ড অব ১৬ থেকে দলটি বাদ পড়ে।

মার্তিনোর অধীনে ইন্টার মায়ামি বড় বড় তারকাদের দলে ভিড়িয়েছিল, যার মধ্যে লিওনেল মেসি, সার্জিও বুসকেটস, জর্দি আলবা এবং লুইস সুয়ারেজের নাম উল্লেখযোগ্য। মেসি ইনজুরির কারণে মৌসুমের অর্ধেকের বেশি সময় মাঠের বাইরে থাকলেও মার্তিনোর কৌশলে দলটি নিয়মিত মৌসুমে অতুলনীয় সাফল্য অর্জন করে।

ইন্টার মায়ামি ২২-৪-৮ রেকর্ডসহ ৭৪ পয়েন্ট নিয়ে মৌসুম শেষ করে, যা এমএলএস ইতিহাসে নতুন মাইলফলক। দলটি 0.৭৬৫ জয়ের শতাংশ অর্জন করে আরেকটি রেকর্ড গড়ে। তারা মৌসুমে মাত্র চারটি ম্যাচ হেরে এমএলএস ইতিহাসে এই কৃতিত্ব অর্জনকারী অষ্টম দল হয়ে উঠে।

নিয়মিত মৌসুম শেষ হওয়ার পর শিল্ড উপস্থাপন অনুষ্ঠানে ইন্টার মায়ামির সহ-মালিক ডেভিড বেকহাম বলেন, ‘আমাদের কোচ টাটা, অসাধারণ একটি মৌসুমের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার স্টাফদেরও ধন্যবাদ। ... *গ্রাসিয়াস।*’

আগামী মৌসুমে ইন্টার মায়ামির নতুন কোচের জন্য বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। ৩৪ ম্যাচের এমএলএস মৌসুম ছাড়াও দলটি ক্লাব বিশ্বকাপে অংশ নেবে, যা ২০২৫ সালের জুনে শুরু হবে। এছাড়া, আন্তর্জাতিক প্রাক-মৌসুম সফরও হতে পারে বলে আশা করা হচ্ছে।

মার্তিনোর বিদায় ইন্টার মিয়ামির জন্য বড় ধাক্কা হলেও তার রেখে যাওয়া সাফল্য ও কৌশল দলটিকে ভবিষ্যতের জন্য অনুপ্রাণিত করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আউজুবিল্লাহ ও বিসমিল্লাহ—কোথায় কোনটা পড়বেন? জেনে নিন

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ দেখতে যাওয়া দর্শকদের জন্য সুখবর

সাবেক মন্ত্রীর ভাই গ্রেপ্তার 

আনসার বাহিনীর জন্য কেনা হবে ১৭ হাজার শটগান : অর্থ উপদেষ্টা

আল্লাহ ন্যায়বিচার করছেন : শহীদ জসিমের বাবা

যুবদল নেতা কিবরিয়াকে হত্যা, যা বললেন স্বজন ও স্থানীয়রা 

সকালে গোসল করা ভালো, নাকি রাতে

বার্সার ক্যাম্প ন্যু উদ্বোধন নিয়ে নতুন বিতর্ক

গণভোটের ব্যালটে যেসব প্রশ্ন থাকবে, জানাল সরকার

বিকেএসপিতে সিজিএস টাইপ-এ প্রমোশনাল সেমিনার অনুষ্ঠিত

১০

২৮ বছর পর বিদ্যুৎ সংযোগ পেলেন দিনমজুর নূর ইসলাম

১১

বরিশালে বাসে আগুন

১২

বিশ্বমঞ্চে জেসিয়া, চাইলেন ভোট

১৩

জকসু নির্বাচনে ছাত্রশিবিরের প্যানেল ঘোষণা 

১৪

দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর 

১৫

ভাত খেলেই কি আপনার ক্লান্ত লাগে আর ঘুম পায়? জানুন এটি কীসের ইঙ্গিত

১৬

উখিয়ায় বন্যহাতির মৃত্যু

১৭

শেখ হাসিনা-কামালের মৃত্যুদণ্ডের রায়ের কপি মন্ত্রণালয়গুলোতে যাচ্ছে না আজ

১৮

আশুলিয়ায় পিকআপে অগ্নিসংযোগ

১৯

হাসিনা-কামালের রায় নিয়ে যা জানাল হিউম্যান রাইটস ওয়াচ

২০
X