স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৪, ০৮:১৩ পিএম
আপডেট : ২৫ নভেম্বর ২০২৪, ০৮:১৬ পিএম
অনলাইন সংস্করণ

রিয়ালের গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে ইনজুরিতে ভিনি

ভিনিসিয়ুস জুনিয়র। ছবি : সংগৃহীত
ভিনিসিয়ুস জুনিয়র। ছবি : সংগৃহীত

রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র ইনজুরির কারণে চলতি বছরের বাকি সময় মাঠের বাইরে থাকবেন। গত সপ্তাহান্তে লেগানেসের বিপক্ষে ম্যাচে এই ইনজুরির শিকার হন তিনি। ফলে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে লিভারপুলের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচেও তার অনুপস্থিতি নিশ্চিত হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) রিয়াল মাদ্রিদ এক বিবৃতিতে জানিয়েছে, ‘আমাদের খেলোয়াড় ভিনিসিয়ুস জুনিয়রের মেডিক্যাল পরীক্ষার পর তার বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট শনাক্ত করা হয়েছে।’

যদিও ক্লাব তার সুনির্দিষ্ট পুনরুদ্ধার সময় উল্লেখ করেনি, স্প্যানিশ গণমাধ্যম জানিয়েছে যে, প্রায় চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে ভিনিকে। এর আগে একই ধরনের চোটের কারণে তার এতদিনের অনুপস্থিতির নজির রয়েছে।

লেগানেসের বিপক্ষে ৩-০ গোলের জয়ে পুরো ৯০ মিনিট খেলার পর ড্রেসিং রুমে ফিরে পেশীতে অস্বস্তি অনুভব করেন ভিনি। সোমবারের স্ক্যানে এই চোটের বিষয়টি নিশ্চিত হয়।

ভিনিসিয়ুসের অনুপস্থিতি রিয়াল মাদ্রিদের জন্য বড় ধাক্কা হয়ে এলো। লা লিগায় তারা বর্তমানে শীর্ষে থাকা প্রতিদ্বন্দ্বী দলের চেয়ে চার পয়েন্ট পিছিয়ে রয়েছে। চ্যাম্পিয়ন্স লিগে তাদের পারফরম্যান্সও বেশ হতাশাজনক। চার ম্যাচে দুটি পরাজয়ের ফলে তারা বর্তমানে ১৮তম স্থানে অবস্থান করছে।

ভিনিসিয়ুসের জায়গায় কার্লো আনচেলোত্তি কাকে খেলাবেন তা নিয়ে কৌতূহল রয়েছে। তরুণ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এন্দ্রিক শুরুর একাদশে সুযোগ পেতে পারেন। যদিও তার সঙ্গে ব্রাহিম দিয়াজ এবং আরদা গুলেরও প্রতিদ্বন্দ্বিতা করছেন। রদ্রিগো, আরেক ব্রাজিলিয়ান ফরোয়ার্ড, ইতিমধ্যে ইনজুরিতে রয়েছেন এবং তারও ফেরার সময়সূচি নিশ্চিত হয়নি।

ইনজুরির পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভিনিসিয়ুস ইউরোপিয়ান ফুটবলের ব্যস্ত সূচিকে দায়ী করেছেন। তিনি লেখেন, ‘পাগল সময়সূচি..’ তবে ভক্তদের আশ্বস্ত করে আরও বলেন, ‘আমরা ফিরবো।’

ভিনিসিয়ুসের এই অনুপস্থিতি রিয়াল মাদ্রিদের চলতি মৌসুমের চ্যালেঞ্জগুলো আরও কঠিন করে তুলেছে। তার দ্রুত পুনরুদ্ধার ও মাঠে ফেরা নিয়ে ফুটবল বিশ্ব অপেক্ষা করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১০, আহত সাড়ে চারশর বেশি

তারেক রহমানের জন্মদিনে রক্তস্পন্দনের ব্যতিক্রমী উদ্যোগ

শুক্রবারও কমলো স্বর্ণের দাম

ডেজার আলোচনা সভা ও স্মরণিকা উন্মোচন

এনসিপির নির্বাচনী মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম 

ঢাকায় ভূমিকম্পে নিহত রাফির দাফন হবে বগুড়ায় 

শতাধিক ছিন্নমূল মানুষকে এক বেলা পেট পুরে খাওয়ালেন তরুণরা

ট্রেনে অগ্নিসংযোগ, যুবলীগ কর্মী গ্রেপ্তার

শরীয়তপুরকে হিংসা-সন্ত্রাসমুক্ত করতে পাঠিয়েছেন তারেক রহমান : নুরুদ্দিন আহাম্মেদ অপু

পুরান ঢাকায় নিহত ৩ জনের পরিচয় জানা গেল

১০

ভূমিকম্পে রাবির হলে ফাটল, শিক্ষার্থীদের স্থানান্তরের সিদ্ধান্ত

১১

ভূমিকম্প থেকে রক্ষায় সরকারের এখনই জরুরি ভিত্তিতে করণীয় ঠিক করা উচিত : ডা. জাহিদ

১২

২০ বর্গাচাষির ধান কেটে দিল বিএনপির নেতাকর্মীরা

১৩

পতাকা বৈঠকের পর বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

১৪

এক্সপ্রেসওয়ে থেকে ছিটকে নিচে পড়ল প্রাইভেটকার, মামলা হয়নি এখনো

১৫

গারোদের ওয়ানগালা উৎসব শুরু

১৬

শিক্ষকরা দলবাজি করতে গিয়ে শিক্ষার পরিবেশ নষ্ট করেছেন : অ্যাটর্নি জেনারেল

১৭

অযত্নে ‘অসুস্থ’ কোটি টাকার রেসকিউ বোট

১৮

হত্যাসহ ১২ মামলার আসামি আ.লীগ নেতা গ্রেপ্তার

১৯

নরসিংদীতে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৫

২০
X