কোপা লিবার্তাদোরেসে ফ্লুমিনেন্স ও আর্জেন্টিনোস জুনিয়র্সের মধ্যে নকআউট পর্বের প্রথম লেগের ম্যাচে ঘটেছিল ভয়ংকর এক দুর্ঘটনা। জুনিয়র্সের লুসিয়ানো সানচেজকে ট্যাকল করতে গিয়ে পা মুড়িয়ে দিয়েছিলেন ব্রাজিলিয়ান তারকা মার্সেলো। ঘটনার পর এ নিয়ে আবেগতাড়িত হয়ে দুঃখও প্রকাশ করেছিলেন তিনি, ধারণা করতে পেরেছিলেন সানচেজের ভবিষ্যৎ। তবু শাস্তি থেকে রক্ষা পাননি ব্রাজিল ও রিয়াল মাদ্রিদের সাবেক লেফট ব্যাক মার্সেলো। দক্ষিণ আমেরিকার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল তিন ম্যাচের নিষেধাজ্ঞার সঙ্গে ছয় হাজার ইউরোও জরিমানা করেছে তাকে।
হোক না অনিচ্ছাকৃত, ঘটনা যা ঘটেছে তা ভয়াবহ। বল নিয়ে এগিয়ে যাওয়ার সময় লুসিয়ানো সানচেজের পা মাড়িয়ে দিয়েছিলেন মার্সেলো। এতে সানচেজের পায়ের হাড়ের দুই অংশ প্রায় বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। সেই ঘটনার ১০ দিন পর মার্সেলোকে ৩ ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থা কনমেবল। ম্যাচ নিষেধাজ্ঞার পাশাপাশি ছয় হাজার ইউরো জরিমানাও গুনতে হবে ব্রাজিলের সাবেক এ তারকাকে।
অনিচ্ছাকৃত হলেও দুর্ঘটনাটি কতটা মারাত্মক ছিল তা স্পষ্ট আর্জেন্টিনো জুনিয়র্সের চিকিৎসক আলেহান্দ্রো রনকোনর কথায়। বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘চিকিৎসক হিসেবে ২৩ বছরের অভিজ্ঞতায় আমি কখনো এমন কিছু দেখিনি। ফেমার ও ফিবুলা প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। যা জোড়া লোগাতে কয়েক দফা অপারেশনের প্রয়োজন হবে। সেরে উঠতে বছরখানেক সময়ও লাগবে। আর মার্সেলো তার টুইট বার্তায় দুঃখ প্রকাশ করে বলেছিলেন, ‘খুব কঠিন এক মুহূর্তের সামনে আমি। অনিচ্ছাকৃতভাবে তাকে আঘাত করেছি। লুসিয়ানো সানচেজ, আমি তোমার দ্রুত সুস্থতা কামনা করি। পৃথিবীর সব শক্তি তোমার জন্য।
মার্সেলোর এই টুইট রিটুইট করে আর্জেন্টিনোস জুনিয়র্সের টুইটে বলা হয়, ‘আমরা প্রতিদ্বন্দ্বী, কিন্তু শত্রু নই। পাশে দাঁড়ানোর জন্য মার্সেলো ও ফ্লুমিনেন্সকে ধন্যবাদ।’
মন্তব্য করুন