স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৪, ১০:১২ পিএম
অনলাইন সংস্করণ

পেনাল্টি নষ্ট করা ‘হতাশ’ এমবাপ্পেতেই ভরসা আনচেলত্তির

কিলিয়ান এমবাপ্পে ও কার্লো আনচেলত্তি।  ছবি : সংগৃহীত
কিলিয়ান এমবাপ্পে ও কার্লো আনচেলত্তি। ছবি : সংগৃহীত

অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে ২-১ গোলে হেরে দারুণ একটা সুযোগ হাতছাড়া করেছে রিয়াল মাদ্রিদ। বুধবার রাতে হারের ফলে তারা বার্সেলোনাকে ছোঁয়ার সুযোগ মিস করেছে। কিন্তু কিলিয়ান এমবাপ্পে যদি পেনাল্টি মিস না করতেন, তাহলে কি রিয়াল জিততে পারত? হয়তো না। কারণ অ্যাথলেটিকো ক্লাবও দারুণ ফুটবল খেলেছে। তবে পেনাল্টি নষ্ট না করলে হয়তো পয়েন্ট পেতে পারত রিয়াল। সেই কারণে নিজের কৃতকর্মের জন্য হতাশ এমবাপ্পে। তবে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি ভরসা রাখতে চান এমবাপ্পের ওপর।

অ্যাথলেটিকো ক্লাবের মাঠে প্রথমার্ধে কোনো দল গোল পায়নি। দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে অ্যালেক্স ব্রেংগুয়ের গোলে পিছিয়ে পড়ে রিয়াল। ৬৮ মিনিটের সময় পেনাল্টি মিস করেন এমবাপ্পে। এর ১০ মিনিট পর সমতায় ফেরে রিয়াল। কিন্তু দুই মিনিট পর অ্যাথলেটিকো ক্লাবের হয়ে দ্বিতীয় গোল করেন গোর্কা গুরুজেতা। এই গোলের পর চেষ্টা করেও আর ম্যাচে ফিরতে পারেনি রিয়াল। পেনাল্টি মিস করার হতাশায় বেশি পুড়ছেন এমবাপ্পে। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, ‘খুব বাজে ফল। খুঁটিনাটি সবকিছু যেখানে গুরুত্বপূর্ণ, এমন ম্যাচে এটা (পেনাল্টি মিস) বড় ভুল। এর সবটুকু দায় আমি নিচ্ছি। সময়টা কঠিন। তবে পরিস্থিতি বদলে দেওয়ার এবং আমি কে, তা দেখিয়ে দেওয়ার সেরা সময় এখনই।’

অ্যাথলেটিকোর গোলকিপার জুলেন পেনাল্টি ঠেকানোর পর বলেন, ‘এখন তো আমরা এসব নিয়ে অনেক গবেষণা করি। জানতাম, পেনাল্টিতে সে ভালো নেয়। যদিও মাত্রই একটি সুযোগ হাতছাড়া করেছে (লিভারপুলের বিপক্ষে) এবং আমার মনে হচ্ছিল, আবার একই দিক দিয়ে শট নেবে সে। সৌভাগ্যবশত সেটিই হয়েছে।’

রিয়ালের কোচ আনচেলত্তি বলেন, ‘কিলিয়ানের সঙ্গে আমার কথা হয়নি এখনো। খুব কঠিন ও তুমুল লড়াইয়ের একটি ম্যাচ ছিল। সমতায় ফেরার পর মনে হয়েছিল, এখন আমরা নিয়ন্ত্রণে আছি। তবে ছোট ব্যাপারগুলোর খেসারত দিতে হয়েছে আমাদের।’ তিনি আরও বলেন, ‘একটি পেনাল্টি কাজে লাগাতে পারিনি আমরা। তবে একটি পেনাল্টিতে ব্যর্থ হওয়া দিয়ে আমি কোনো ফুটবলারকে মূল্যায়ন করি না। পেনাল্টিতে কখনো গোল হয়, কখনো হয় না। অবশ্যই সে বিমর্ষ ও হতাশ। আমাদের সামনে এগিয়ে যেতে হবে।’

লিভারপুলের বিপক্ষে গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে পেনাল্টি মিস করেছিলেন এমবাপ্পে। সেই ম্যাচটি হেরে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। এবারও তিনি পেনাল্টি মিস করায় হেরেছে দল। আনচেলত্তি বলেন, ‘অবশ্যই সে তার সেরা অবস্থায় নেই। তবে মানিয়ে নেওয়ার যথেষ্ট সময় তাকে আমাদের দিতে হবে। সে ১০টি গোল করেছে। অবশ্যই আরও করতে পারে এবং উন্নতি করার জন্য কঠোর পরিশ্রম করে যাচ্ছে।’

এমবাপ্পের সমালোচকদের উদ্দেশ্যে কোচ বলেন, ‘লোকের কথা আমি পাত্তা দিই না। ফুটবলেরই অংশ সবকিছু। আমার মনে হয়, ওরা দুজন (বেলিংহাম ও এমবাপ্পে) কথা বলেছিল এবং আজ সে (এমবাপ্পে) দায়িত্বটা নিয়েছিল এবং তা কাজে লাগেনি। তবে ফুটবলে এরকম হতেই পারে।’

লা লিগায় ১৫ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রিয়াল। এক ম্যাচ বেশি খেলে ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের সঙ্গে একান্ত আলাপচারিতার সুযোগ পাবেন যে ১০ জন

‘স্বাধীনতার ইতিহাস বিকৃত করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের অবদান আড়াল করা হয়েছিল’

দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে মাউশির বিশেষ নির্দেশনা

মনোনয়ন না পেয়ে এবি পার্টিতে যোগ দিলেন জমিয়তের কেন্দ্রীয় নেতা

‘হাওয়া’র পর সুমনের ‘রইদ’

সিলেটে উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপিত

হাদির সর্বশেষ পরিস্থিতি নিয়ে যা জানা গেল 

আইপিএল নিলামে দল পেলেন না তাসকিন

ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন

পালাতে গিয়ে মেরুদণ্ড ভাঙলেন শান্তিতে নোবেলজয়ী নেত্রী

১০

জনসংখ্যা বাড়াতে ইন্টারনেট-বিদ্যুৎ বন্ধ রাখবে যে দেশ

১১

শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদান ও আত্মত্যাগ

১২

বরিশালে বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন

১৩

মস্কোয় কেমন আছেন বাশার আল আসাদ

১৪

ভারতে ট্রাফিক আইন ভেঙে রাস্তায় নারী কনস্টেবলের নাচ

১৫

আইপিএল নিলামে মোস্তাফিজের দাম নিয়ে যা বললেন মাশরাফী

১৬

বিজয় দিবসে জিয়াউর রহমানের সমাধিতে ড্যাবের শ্রদ্ধাঞ্জলি

১৭

শিক্ষা মন্ত্রণালয়ের দাবি / প্রাথমিকের শতভাগ বই ছাপা শেষ

১৮

আচরণবিধি ভঙ্গ করে নেতাকর্মীদের শোডাউন, বিএনপি প্রার্থীকে শোকজ

১৯

প্রাণিপ্রেমী ‘রুহুল ভাই’-এর পাশে তারেক রহমান

২০
X