২০২২-২৩ মৌসুমজুড়ে দাপুটে ফুটবল খেললেও ম্যানচেস্টার সিটির কাছে শিরোপা হারাতে হয়েছিল আর্সেনালের। দাপুটে শুরুর পর প্রতিযোগিতার শেষ সময়ে হঠাৎই ছন্দপতন ঘটে গ্যানারদের। এবারও নতুন মৌসুমেও দুর্দান্ত জয়ে লিগ মিশন শুরু করল মিকেল আর্তেতার শিষ্যরা।
শনিবার (১২ আগস্ট) ইংলিশ প্রিসিয়ার লিগের নিজেদের প্রথম ম্যাচে হোম ভেন্যু এমিরেটস স্টেডিয়ামে নটিংহ্যাম ফরেস্টকে ২-১ গোলে হারিয়ে শুভ সূচনা করেছে আর্সেনাল। গ্যানারদের হয়ে গোল দুটি করেন এডি এনকেতিয়াহ ও বুকায়ো সাকা। নটিংহ্যাম ফরেস্টের হয়ে একটি গোল পরিশোধ করেন তাইয়ো আয়োনিয়ি।
লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে ম্যাচের ২৬ মিনিটে প্রথম গোল করে আর্সেনাল। ব্রাজিলিয়ান গাব্রিয়েল মার্তিনেল্লির পাসে এনকেতিয়াহ দুর্দান্ত শটে ১-০ গোলের লিড নেয় আর্তেতার শিষ্যরা। এর ৬ মিনিটের ব্যবধানে আবারও গোল করে গ্যানাররা। ৩২ মিনিটে কর্ণারের বল পুরোপুরি বিপদমুক্ত করতে পারেনি নটিংহ্যাম ডিফেন্ডাররা। ডিফেন্ডারদের ভুলে ফাঁকায় দাঁড়ানো বুকায়ো সাকা বুলেট গতির শটে সফরকারীদের জাল কাঁপিয়ে দেন।
দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা চালায় নটিংহ্যাম ফরেস্ট। বারবার কাউন্টিার এট্যাকে উঠেও গোলের দেখা পায়নি। তবে ৮২ মিনিটে ইলাগার বাড়ানো বলে তাইয়ো আয়োনিয়ি আর্সেনাল গোলকিপার রামসডেলেকে পরাজিত করেন। বাকি সময়ে কোনো আর কোনো গোল হতে দেয়নি আর্সেনালের ডিফেন্ডাররা। ফলে প্রথম ম্যাচে জয় দিয়ে মৌসুম শুরু করল লন্ডনের দলটি।
মন্তব্য করুন