জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের হয়ে অভিষেকটা রাঙাতে পারলেন না হ্যারি কেইন। ইংলিশ ক্লাব টটেনহাম ছেড়ে জার্মান ক্লাবটিতে পাড়ি জমানো এই ফুটবলারের সঙ্গী হয়েছে হতাশা। জার্মান সুপার কাপে আরবি লাইপজিগের কাছে ৩-০ গোলে হেরে শিরোপা বঞ্চিতও হতে হয়েছে টমাস টুখেলের শিষ্যদের।
শীর্ষপর্যায়ের ক্লাব ফুটবলে একটা ট্রফি জয়ের আশাতেই মূলত শৈশবের ক্লাব টটেনহামের সঙ্গে ১৯ বছরের সম্পর্কের ইতি টানেন কেইন। গতকালই যোগ দেন বায়ার্ন মিউনিখে। বায়ার্নে নাম লেখানোর ১২ ঘণ্টার মধ্যে নিজের ক্যারিয়ারে প্রথম ট্রফি জেতার সুযোগও এল তার সামনে। কিন্তু জার্মান ফুটবলে অভিষেক ম্যাচটা যত দ্রুত সম্ভব ভুলে যেতে চাইবেন কেইন।
বায়ার্নের জার্সিতে কেইনের প্রথম ম্যাচেই কেইনদের সামনে শিরোপা–উৎসব করল আরবি লাইপজিগ। স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার দানি ওলমোর হ্যাটট্রিকে জার্মান সুপার কাপে বায়ার্নকে তারা উড়িয়ে দিল ৩-০ ব্যবধানে।
ম্যাচ শুরুর তিন মিনিটের মাথায় প্রথম গোল পায় লাইপজিগ। ৪৪ মিনিটে দ্বিতীয় গোল করে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় দুই দল। বিরতির আগ পর্যন্ত হ্যারি কেইন মাঠে নামেননি। তবে ম্যাচের ৬৪ মিনিটে মাঠেন নামেন ইংলিশ ফুটবলার। তবে মাঠে নেমে কিছু করতে পারেননি তিনি। কেইন মাঠে নামার ৪ মিনিট পর তৃতীয় গোল পায় লাইপজিগ। সেটাও করেন ওলমো। এই গোলে তিনি হ্যাটট্রিক পূরণ করেন। তারপর কোনো দল আর গোল পায়নি।
গত বছর লাইপজিগকে হারিয়েই এই প্রতিযোগিতায় রেকর্ড দশম শিরোপা জিতেছিল বায়ার্ন। এবার মধুর প্রতিশোধ নিল লাইপজিগ। আগের মৌসুমের বুন্ডেসলিগা চ্যাম্পিয়ন ও জার্মান কাপ জয়ীর মধ্যে নতুন মৌসুমের শুরুতে হয় এক ম্যাচের এই প্রতিযোগিতাটি।
আগামী শুক্রবার ভার্ডার ব্রেমেনের বিপক্ষে ম্যাচ দিয়ে বুন্ডেসলিগা শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে বায়ার্ন। ক্লাব বদলালেও ভাগ্য বদলাল না কেইনের। তার সামনে এখন পুরো মৌসুমটাই পড়ে আছে। কে জানে, আগামী দিনগুলোতে ইংল্যান্ড ও টটেনহাম ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার কপালে কী লেখা আছে!
মন্তব্য করুন