স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৩, ০২:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

ড্র দিয়ে মৌসুম শুরু বার্সার

গোলশূন্য ড্র দিয়ে মৌসুম শুরু হলো বার্সেলোনার । ছবি : সংগৃহীত
গোলশূন্য ড্র দিয়ে মৌসুম শুরু হলো বার্সেলোনার । ছবি : সংগৃহীত

স্পেনের লা লিগায় নতুন মৌসুমের শুরুটা ভালো হলো না বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনার। শিরোপা ধরে রাখার মিশনে জাভি হার্নান্দেজের দলের শুরুটা হলো গোলশূন্য ড্র দিয়ে। এ নিয়ে প্রতিপক্ষ হেতাফের মাঠে টানা চার ম্যাচ গোল দিতে ব্যর্থ হলো আনসু ফাতি-রবার্ট লেভানডফস্কিরা।

হেতাফের মাঠে বিরতির আগেই বার্সার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণিত হয় লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধে কাতালান ক্লাবটির কোচ জাভিও লাল কার্ড দেখন। ওদিকে হেতাফের হাইমে মাতা লাল কার্ড দেখায় প্রায় আধ ঘণ্টা হেতাফেরও খেলতে হয় ১০ জন নিয়ে। তিন লাল কার্ডের ম্যাচে শেষ পর্যন্ত কোনো দলই গোল করতে না পারায় সমতায় শেষ হয় ম্যাচ। প্রথম ম্যাচেই পয়েন্ট হারিয়ে তাই মৌসুম শুরু করল বার্সেলোনা।

ম্যাচের শুরু থেকেই বার্সা নিজেদের স্বভাবসুলভ পাসিং ফুটবল খেলতে থাকে। হেতাফেকে দমিয়ে রাখে বার্সার মধ্যমাঠ। এর মধ্যেই একাধিক সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি বার্সার ফরোয়ার্ডেরা। বার্সা বড় ধাক্কাটা খায় ম্যাচের ৪৩ মিনিটে। রাফিনিয়া বলের দখল নিতে গিয়ে হেতাফের গাস্তন আলভারেজকে কনুই মেরে সরাসরি লাল কার্ড দেখেন।

বার্সা ১০ জনের দল হয়ে যাওয়ার পরও অবশ্য সুযোগ নিতে পারেনি হেতাফে। উল্টো ৫৭ মিনিটে রোনালদ আরাউহোকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন হেতাফের হাইমে মাতা।

কিন্তু ম্যাচের ঘটনা তখনও শেষ হয়নি। ৭০ মিনিটে বার্সেলোনার মরোক্কান উইঙ্গার আবদেসসামাদ এজ্জালজোওলিকে ফাউলের শিকার হওয়ার পরে সহকারী রেফারির সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন জাভি। রেফারি এসে লাল কার্ড দেখান বার্সেলোনা কোচকে। বাকি ম্যাচটা তাকে দেখতে হয় বক্সে বসে।

বার্সা খেলোয়াড়রা হতাশ কোচের মুখে হাসি ফোটাতে পারেননি ম্যাচটা জিতে। প্রায় ১০ মিনিট যোগ হওয়ার সময়ের পরেও ম্যাচ থেকে গেল গোলশূন্যই।

সবমিলিয়ে ম্যাচ শেষে রেফারিং নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বার্সেলোনার কোচ জাভি হার্নান্দেজ বলেছেন, ‘আমাদের বুঝতে হবে মানুষ কী দেখতে চায়। আমরা যা বিক্রি করে চলে থাকি সেই ফুটবল খেলা অনুপস্থিত ছিল ম্যাচটিতে। এটি লজ্জাজনক বিষয়। রেফারি কী করেছে সেটি সকলেই দেখেছে। ওদের বেশি সুযোগ দেওয়া হয়েছে। ওরা সময় নষ্ট করেছে। কিন্তু রেফারি সেক্ষেত্রে চুপ ছিলেন। এ বিষয়ে আমাদের বসে থাকা উচিত না।’ তবে জাভির সঙ্গে একমত হতে পারেননি প্রতিপক্ষ হেতাফের কোচ হোসে বোরদালাস। তিনি বলেছেন, ‘আমার তো মনে হয়, তারা জিততে না পেরে এখন রেফারিকে দোষ দিচ্ছে। আমরাও তো কার্ড দেখেছি। ফলে এখানে রেফারিং নিয়ে কোনো কথা বলা উচিত না।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেজর জলিল ছিলেন স্বাধীন বাংলাদেশের প্রথম রাজবন্দি : রাশেদ প্রধান

মডেল-অভিনেত্রী জিনা লিমার রহস্যময় মৃত্যু

খাসোগি হত্যার বিষয়ে কিছুই জানতেন না সৌদি যুবরাজ : ট্রাম্প

তারেক রহমানকে নিয়ে ‘সংকট সংগ্রামে সাফল্য’ শীর্ষক তথ্যচিত্র মুক্তি পাচ্ছে বৃহস্পতিবার

তারেক রহমানের জন্মদিনে ছাত্রদলের দোয়া ও শিক্ষা উপকরণ বিতরণের নির্দেশ

নির্বাচন উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন : প্রধান উপদেষ্টা

‘আশুলিয়ায় ছয়টি মরদেহ পেট্রোল ঢেলে পুড়িয়ে দেন ওসি সায়েদ ও এএসআই বিশ্বজিৎ’

স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট আনতে গ্রামীণফোন ও বিএসসিএলের চুক্তি

গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ

বিপিএল: বিশ্বকাপজয়ী মারকুটে ব্যাটারকে দলে ভেড়ানোর ইঙ্গিত ঢাকার

১০

সাংবাদিক সোহেলকে তথ্য যাচাইয়ের জন্য আনা হয়েছিল : ডিএমপি

১১

শরীয়তপুরের উন্নয়নে কাঁধে কাঁধ মিলে কাজ করব : নুরুদ্দিন আহাম্মেদ অপু

১২

যুবদল নেতা হত্যা : শীর্ষ সন্ত্রাসী ‘পাতা সোহেল’সহ গ্রেপ্তার ২

১৩

ফেসবুক মার্কেটপ্লেসে বড় পরিবর্তন

১৪

লটারির মাধ্যমে ডিসি-এসপি বদলির দাবি গোলাম পরওয়ারের

১৫

গুগলের জেমিনি লাইভে এসেছে নতুন ৫ সুবিধা

১৬

প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রি করছে যুক্তরাষ্ট্র

১৭

কাভার্ডভ্যানে ধাক্কা দিয়ে নিজ ট্রাকেই প্রাণ গেল চালকের

১৮

ইসির আচরণবিধি নিয়ে প্রশ্ন তুললেন শিশির মনির

১৯

বাংলাদেশ ফুটবল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

২০
X