স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৩, ০২:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

ড্র দিয়ে মৌসুম শুরু বার্সার

গোলশূন্য ড্র দিয়ে মৌসুম শুরু হলো বার্সেলোনার । ছবি : সংগৃহীত
গোলশূন্য ড্র দিয়ে মৌসুম শুরু হলো বার্সেলোনার । ছবি : সংগৃহীত

স্পেনের লা লিগায় নতুন মৌসুমের শুরুটা ভালো হলো না বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনার। শিরোপা ধরে রাখার মিশনে জাভি হার্নান্দেজের দলের শুরুটা হলো গোলশূন্য ড্র দিয়ে। এ নিয়ে প্রতিপক্ষ হেতাফের মাঠে টানা চার ম্যাচ গোল দিতে ব্যর্থ হলো আনসু ফাতি-রবার্ট লেভানডফস্কিরা।

হেতাফের মাঠে বিরতির আগেই বার্সার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণিত হয় লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধে কাতালান ক্লাবটির কোচ জাভিও লাল কার্ড দেখন। ওদিকে হেতাফের হাইমে মাতা লাল কার্ড দেখায় প্রায় আধ ঘণ্টা হেতাফেরও খেলতে হয় ১০ জন নিয়ে। তিন লাল কার্ডের ম্যাচে শেষ পর্যন্ত কোনো দলই গোল করতে না পারায় সমতায় শেষ হয় ম্যাচ। প্রথম ম্যাচেই পয়েন্ট হারিয়ে তাই মৌসুম শুরু করল বার্সেলোনা।

ম্যাচের শুরু থেকেই বার্সা নিজেদের স্বভাবসুলভ পাসিং ফুটবল খেলতে থাকে। হেতাফেকে দমিয়ে রাখে বার্সার মধ্যমাঠ। এর মধ্যেই একাধিক সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি বার্সার ফরোয়ার্ডেরা। বার্সা বড় ধাক্কাটা খায় ম্যাচের ৪৩ মিনিটে। রাফিনিয়া বলের দখল নিতে গিয়ে হেতাফের গাস্তন আলভারেজকে কনুই মেরে সরাসরি লাল কার্ড দেখেন।

বার্সা ১০ জনের দল হয়ে যাওয়ার পরও অবশ্য সুযোগ নিতে পারেনি হেতাফে। উল্টো ৫৭ মিনিটে রোনালদ আরাউহোকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন হেতাফের হাইমে মাতা।

কিন্তু ম্যাচের ঘটনা তখনও শেষ হয়নি। ৭০ মিনিটে বার্সেলোনার মরোক্কান উইঙ্গার আবদেসসামাদ এজ্জালজোওলিকে ফাউলের শিকার হওয়ার পরে সহকারী রেফারির সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন জাভি। রেফারি এসে লাল কার্ড দেখান বার্সেলোনা কোচকে। বাকি ম্যাচটা তাকে দেখতে হয় বক্সে বসে।

বার্সা খেলোয়াড়রা হতাশ কোচের মুখে হাসি ফোটাতে পারেননি ম্যাচটা জিতে। প্রায় ১০ মিনিট যোগ হওয়ার সময়ের পরেও ম্যাচ থেকে গেল গোলশূন্যই।

সবমিলিয়ে ম্যাচ শেষে রেফারিং নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বার্সেলোনার কোচ জাভি হার্নান্দেজ বলেছেন, ‘আমাদের বুঝতে হবে মানুষ কী দেখতে চায়। আমরা যা বিক্রি করে চলে থাকি সেই ফুটবল খেলা অনুপস্থিত ছিল ম্যাচটিতে। এটি লজ্জাজনক বিষয়। রেফারি কী করেছে সেটি সকলেই দেখেছে। ওদের বেশি সুযোগ দেওয়া হয়েছে। ওরা সময় নষ্ট করেছে। কিন্তু রেফারি সেক্ষেত্রে চুপ ছিলেন। এ বিষয়ে আমাদের বসে থাকা উচিত না।’ তবে জাভির সঙ্গে একমত হতে পারেননি প্রতিপক্ষ হেতাফের কোচ হোসে বোরদালাস। তিনি বলেছেন, ‘আমার তো মনে হয়, তারা জিততে না পেরে এখন রেফারিকে দোষ দিচ্ছে। আমরাও তো কার্ড দেখেছি। ফলে এখানে রেফারিং নিয়ে কোনো কথা বলা উচিত না।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফজর নামাজের সময় মসজিদে নারকীয় তাণ্ডব, নিহত ২৭

দুপুরের মধ্যে ৭ জেলায় হতে পারে বজ্রবৃষ্টি

২০ আগস্ট : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ 

হাসপাতালে ভর্তি মির্জা ফখরুল

২০ আগস্ট : আজকের নামাজের সময়সূচি

সৌদিগামী যাত্রীদের জন্য সুখবর

এমবাপ্পের একমাত্র গোলে রিয়ালের কষ্টার্জিত জয়

ম্যানসিটি ছাড়ছেন আর্জেন্টিনার ‘নতুন মেসি’

‘৫১ লাখ টাকার স্টেডিয়াম ১৪ কোটিতে করার অনুমোদন’, কী ব্যাখ্যা দিলেন সচিব

১০

জনপ্রিয় ব্রিটিশ পত্রিকায় বাংলাদেশ নারী দলের প্রশংসা

১১

ইউআরপি ও ডিএলআর মডিউল প্রস্তুত / মালয়েশিয়ায় শ্রমিক যাবে শূন্য অভিবাসন ব্যয়ে

১২

রাশিয়া শক্তিশালী, এটা মেনে নিতেই হবে : ট্রাম্প

১৩

ময়মনসিংহ থেকে বাস চলাচল শুরু, ভাঙচুরের ঘটনায় কমিটি

১৪

আইপিএলে ভালো করলেও ভারত দলে জায়গা নিশ্চিত নয়

১৫

ফেব্রুয়ারির কত তারিখে রোজা শুরু হতে পারে 

১৬

দুই শিক্ষককে প্রাণনাশের হুমকি প্রদানের ঘটনায় আহমাদুল্লাহর উদ্বেগ

১৭

সরকারি কর্মচারীরা দাফনের জন্য পাবেন টাকা

১৮

দেড় যুগেও নির্মাণ হয়নি জহির রায়হান মিলনায়তন

১৯

দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, দুই উপদেষ্টাকে স্মারকলিপি

২০
X