ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৫, ১০:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

ভিন্ন ভূমিকায় ফিরলেন ছোটন

কোচ গোলাম রব্বানী ছোটন। ছবি : সংগৃহীত
কোচ গোলাম রব্বানী ছোটন। ছবি : সংগৃহীত

যুব উন্নয়ন কার্যক্রম এবং এলিট একাডেমির প্রধান হিসেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ফিরলেন গোলাম রাব্বানী ছোটন। আনুষ্ঠানিক ঘোষণার দিনে নারী দলের সাবেক এ কোচ বলেছেন, আমার দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়িত হলো। যুব উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে বাচ্চাদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে চাই।

২০০৮ সালে ছিলেন সিনিয়র জাতীয় দলের সহকারী কোচ। পরের বছর দায়িত্ব নেন দেশের নারী ফুটবলের। ওই সময় দেশের নারী ফুটবল খুঁড়িয়ে চলেছিল। সেখান থেকে লাল-সবুজের নারী দলকে দক্ষিণ এশিয়ার সেরা দলে পরিণত করেছেন। ২০২৩ সালে নারী দলের দায়িত্ব ছেড়ে যোগ দিয়েছিলেন সেনাবাহিনী ফুটবল দলে। সেখান থেকে প্রায় ১৭ মাস পর ফিরলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনে।

দায়িত্ব গ্রহণের পর গোলাম রাব্বানী ছোটন বলেন, ‘দীর্ঘদিন নারী জাতীয় দলে কাজ করেছি। একাডেমি লেভেলে কাজ করার স্বপ্ন ছিল আমার। এখানে তরুণ খেলোয়াড়দের ফুটবল সংক্রান্ত স্বপ্নকে বাস্তবে রূপ দিতে কাজ করব। খেলোয়াড়দের নৈপুণ্য উন্নতির দিকে দৃষ্টি থাকবে।’

২০২২ সালে গোলাম রাব্বানী ছোটনের কোচিংয়ে প্রথমবারের মতো নারী সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ। সে সাফল্যের পর দায়িত্ব ছেড়েছেন। মাঝে ব্রিটিশ কোচ পিটার বাটলারের অধীনে সাফ শিরোপা ধরে রাখে বাংলাদেশ। ২০২৪ সালের সাফ নারী চ্যাম্পিয়নশিপ শেষে গুঞ্জন ছিল—ফুটবল ফেডারেশনে ফিরছেন গোলাম রাব্বানী ছোটন। সে ফেরাটা নারী দলের কোচ হিসেবে—এমন ধারণা ছিল। কিন্তু ফিরলেন যুব উন্নয়ন কার্যক্রমের প্রধান হিসেবে।

নতুন ভূমিকা সম্পর্কে গোলাম রাব্বানী ছোটন বলেন, ‘বাফুফে সভাপতি তাবিথ এম আউয়াল এবং ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদীকে ধন্যবাদ দিচ্ছি আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। যুব কার্যক্রমে উন্নতি করার অনেক জায়গা রয়েছে। উন্নতি করার দিকটায় আমাদের ফোকাস থাকবে। যাতে তারা ভালো খেলোয়াড় এবং ভালো মানুষ হতে পারে।’

ব্রিটিশ কোচ পিটার বাটলারকে আনা হয়েছিল যুব উন্নয়ন কার্যক্রমের জন্য। পরে তাকে নারী দলের দায়িত্ব দেওয়া হয়। সে দায়িত্ব পালনের পর বাংলাদেশের সঙ্গে এ কোচের চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে। নারী দলের কোচ হিসেবে বাটলারকে ফেরাবে বাফুফে—এমনটা শোনা যাচ্ছে। নারী দলের কোচ হওয়ার ইস্যুতে গোলাম রাব্বানী ছোটনকে ঘিরে যে গুঞ্জন ছিল, সেটা গুঞ্জন হয়েই থাকল।

নিজের কর্মপরিকল্পনা সম্পর্কে গোলাম রাব্বনী ছোটন বলেন, ‘আমাদের অগ্রাধিকার থাকবে খেলোয়াড়দের উন্নতির দিকে। ভালো খেলোয়াড় তুলে আনা আমাদের প্রধান লক্ষ্য। আমি বাফুফেতে যখন যুক্ত হয়েছি, তখন কিন্তু গ্রাসরুট লেভেলে কাজ করেছি। তরুণ প্রতিভা পরিচর্যার অভিজ্ঞতা আমার আছে। সেটা এখানে কাজে লাগাতে চাই।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমি দায়িত্ব নেয়ার পর ১২টা হাতি মরে গেছে: রিজওয়ানা

প্রকাশ্যে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ঢাবির ১৮ হল সংসদের প্রার্থী ঘোষণা ছাত্রদলের

স্টার্টআপে বিনিয়োগ ও পরামর্শ দেবে কমিউনিটি ব্যাংক

মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

কুমিল্লায় ৫২টি পাসপোর্টসহ দালাল আটক

টাকা ছাড়াই খাওয়া যায় যে ক্যাফেতে, দিতে হবে প্লাস্টিক বর্জ্য

বঞ্চিত কর্মকর্তাগণের আবেদন পর্যালোচনা কমিটির ২য় প্রতিবেদন পেশ

হাসপাতালে গিয়ে মির্জা ফখরুলকে পেলেন না জামায়াতের প্রতিনিধি দল

দূরশিক্ষা ও বিজ্ঞানের মহীরুহ ড. শমশের আলীর মহাপ্রস্থান : এক জ্ঞানতাপস

১০

একযোগে এনসিপির ১৫ নেতার পদত্যাগ

১১

হাবিপ্রবির ১২ হাজার শিক্ষার্থীর স্বাস্থ্যসেবায় বরাদ্দ ৬ লাখ টাকা 

১২

শিশুদের হাঁপানি সম্পর্কে যা যা জানা জরুরি

১৩

‘অপরাজেয় ৭১’ ও ‘অদম্য ২৪’ নামে ডাকসু নির্বাচনে বামপন্থিদের প্যানেল ঘোষণা

১৪

‘সাধারণ ছুটি’ না হয়েও আজ ছুটি যেসব প্রতিষ্ঠান

১৫

পুতিনের মলমূত্রও বিদেশ থেকে রাশিয়ায় বয়ে নিয়ে যাওয়া হয় কেন?

১৬

মালদ্বীপে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১৭

হত্যা মামলায় গ্রেপ্তার অভিনেতা সিদ্দিক

১৮

ফিরছেন দীপিকা 

১৯

আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর

২০
X