

এক সময় জাতীয় দলের নিয়মিত মুখ ছিলেন সাবিনা খাতুন, মাসুরা পারভীন, সুমাইয়ারা। তবে কোচের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে জাতীয় দলের দরজা অনেকটাই বন্ধ তাদের। জাতীয় দলে জায়গা না হলেও তাদের জায়গা হয়েছে সাফ ফুটসাল চ্যাম্পিয়ানশিপের স্কোয়াডে।
সাবিনা-মাসুরাদের নিয়ে ফুটসাল টুর্নামেন্টের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে বাফুফে। প্রাথমিক দলে রাখা হয়েছে ১৮ ফুটবলারকে। শনিবার (১৩ ডিসেম্বর) এই দল ঘোষণা করে বাফুফে।
২০২৬-এর জানুয়ারিতে প্রথমবারের মতো মাঠে গড়াবে মেয়েদের সাফ ফুটসাল চ্যাম্পিয়ানশিপ। থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে এবারের আসর। ২০১৮ সালে ফুটসালের বাছাই খেলেছিল বাংলাদেশ। সেবারও সাবিনার নেতৃত্বে খেলে তিন ম্যাচের সবগুলোতেই বাংলাদেশ হেরে যায়।
ফুটসালের প্রাথমিক দল: সেজুতি ইসলাম স্মৃতি (গোলরক্ষক), সাথি বিশ্বাস (গোলরক্ষক), ইতি রানি (গোলরক্ষক), স্বপ্না আক্তার জিলি (গোলরক্ষক), সাবিনা খাতুন (অধিনায়ক), মাতসুশিমা সুমাইয়া, মাসুরা পারভীন, কৃষ্ণারানি সরকার, লিপি আক্তার, উন্নতি খাতুন, মেহেনুর আক্তার, রাত্রি মনি, সুমি খাতুন, নওশন জাহান, নিলুফা ইয়াসমিন নিলা, মিশরাত জাহান মৌসুমি, মার্জিয়া, নাসরিন আক্তার।
মন্তব্য করুন