স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৫, ০৮:১৯ পিএম
আপডেট : ০৪ জানুয়ারি ২০২৫, ০৮:২৫ পিএম
অনলাইন সংস্করণ

শেষ পর্যন্ত বাতিল ওলমোর রেজিস্ট্রেশন, বড় ধাক্কার মুখে বার্সা!

দানি ওলমো। ছবি : সংগৃহীত
দানি ওলমো। ছবি : সংগৃহীত

স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার জন্য ধাক্কা খাওয়ার খবরই দিল লা লিগা ও স্প্যানিশ ফুটবল ফেডারেশন। আনুষ্ঠানিকভাবে বার্সার ফুটবলার দানি ওলমো ও পাউ ভিক্টোরের রেজিস্ট্রেশন বাতিল করেছে কর্তৃপক্ষ, যা তাদের পুরো মৌসুম অনিশ্চিত করে তুলেছে। এই সিদ্ধান্তের ফলে, ৬০ মিলিয়ন ইউরো মূল্যের তারকা ওলমো আর কাতালানদের হয়ে খেলতে পারবেন না, যদি না বার্সা আইনি লড়াইয়ে জয়ী হয়।

বেশ কয়েক সপ্তাহ ধরেই ওলমো ও ভিক্টোরের রেজিস্ট্রেশন সম্পন্ন করার চেষ্টা করছিল বার্সেলোনা। কিন্তু অবশেষে লা লিগা ও স্প্যানিশ ফেডারেশন এই আবেদন প্রত্যাখ্যান করেছে। বিখ্যাত সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর রিপোর্ট অনুযায়ী, বার্সা এখন আইনি পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে, তবে এই জটিলতার মধ্যে খেলোয়াড়রা বিকল্প ক্লাব খোঁজার দিকেও নজর দিতে পারেন।

ওলমোর ক্যারিয়ার এখন কী হবে?

ওলমোর এজেন্ট এই পরিস্থিতিকে ‘মানসিকভাবে অত্যন্ত চাপের’ বলে মন্তব্য করেছেন, তবে নিশ্চিত করেছেন যে তার ক্লায়েন্ট আপাতত বার্সা ছাড়ার কথা ভাবছেন না। চলতি মৌসুমে ১১ ম্যাচে ৫ গোল করা এই তারকা এখন পুরো মৌসুমই মাঠের বাইরে থাকতে পারেন, যা তার ক্যারিয়ারে বড় ধাক্কা হয়ে আসতে পারে। ইতিমধ্যে ম্যানচেস্টার সিটি ও লিভারপুল তার দিকে নজর রাখছে।

স্প্যাানিশ ফেডারেশনের ব্যাখ্যা

স্প্যানিশ ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানায়, ‘বার্সেলোনার পক্ষ থেকে দানি ওলমো ও পাও ভিক্টরের রেজিস্ট্রেশনের আবেদন জানানো হয়। ৩ জানুয়ারি ২০২৫ তারিখে ক্লাবের বাজেট সংক্রান্ত শর্তগুলো পূরণ করা হয়। তবে, ফেডারেশনের সাধারণ নিয়মাবলির ১৩০.২ ও ১৪১.৫ ধারা অনুযায়ী, একই মৌসুমে একটি ক্লাবের জন্য বাতিলকৃত লাইসেন্স পুনরায় অনুমোদিত করা সম্ভব নয়। ফলে আবেদনটি প্রত্যাখ্যান করা হয়েছে।’

বার্সার সামনে কী পথ খোলা?

বার্সেলোনা এখন আইনি লড়াইয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। তবে তারা যদি এই মামলা জিততেও পারে, তবুও এটি দীর্ঘসূত্রতায় গড়াতে পারে। এর মধ্যে ওলমো নতুন কোনো দলে যাওয়ার সিদ্ধান্ত নিলে সেটিও বড় আলোচনার বিষয় হতে পারে।

বার্সার জন্য আরও এক দুঃস্বপ্ন!

অর্থনৈতিক সংকটে থাকা বার্সার জন্য এটি আরও একটি বিশাল ধাক্কা। তারা গত গ্রীষ্মেই ৫০ মিলিয়ন পাউন্ড খরচ করে ওলমোকে দলে ভিড়িয়েছিল। এখন যদি তিনি পুরো মৌসুম না খেলতে পারেন, তবে সেটা ক্লাবের কৌশলগত পরিকল্পনায় বিশাল প্রভাব ফেলবে।

শেষ পর্যন্ত কী হবে?

সম্ভবত এটি দীর্ঘ আইনি লড়াইয়ের দিকে গড়াবে। তবে এই মুহূর্তে বার্সার ভক্তদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে— তাদের অন্যতম সেরা মিডফিল্ডার কি আদৌ এই মৌসুমে মাঠে নামতে পারবেন? নাকি ওলমো ও বার্সেলোনার সম্পর্ক শেষ হওয়ার পথে? সময়ই দেবে উত্তর!

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিনয়ে হৃদয় খান

দুই কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের সারি

ভেনেজুয়েলায় অভিযানটি ছিল দেখার মতো, যেন টিভি শো : ট্রাম্প

চমক রেখে শক্তিশালী দল ঘোষণা ভারতের

ধরা পড়ল ৪ মণ ওজনের দুই পাখি মাছ

জয়া বচ্চনের মন্তব্যে সরব পাপারাজ্জি মহল

মাদুরোকে তুলে নেওয়ার পর বিশ্ববাজারে তেলের দামের অবস্থা

গণতন্ত্রের সঙ্গে খালেদা জিয়ার নাম ওতপ্রোতভাবে জড়িত : কবীর ভূঁইয়া

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের অভিযান নিয়ে জাতিসংঘের মহাসচিবের উদ্বেগ

হানিয়ার বিয়ে নিয়ে যা বললেন জ্যোতিষী

১০

দোয়ার মাধ্যমে শেষ হলো ৩ দিনব্যাপী খুরুজের জোড়

১১

এলোপাতাড়ি গুলিতে যুবক নিহত

১২

মাদুরোকে ‘অপরাধীর মতো হাঁটিয়ে নেওয়ার’ ভিডিও প্রকাশ

১৩

ফার্মগেটে সড়ক অবরোধ

১৪

ফেনী-১ আসনে খালেদা জিয়ার মনোনয়ন স্থগিত

১৫

ভেনেজুয়েলায় মার্কিন হামলায় নিহত অন্তত ৪০

১৬

জেনে নিন আজকের স্বর্ণের বাজারদর

১৭

আজ আইসিসিকে চিঠি দেবে বিসিবি, থাকবে যেসব বিষয়

১৮

রোজ এক গ্লাস কমলার রস খাওয়ার যত উপকারিতা

১৯

জামিন পেলেন বৈষম্যবিরোধীর সেই নেতা

২০
X