স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৫, ০৮:১৯ পিএম
আপডেট : ০৪ জানুয়ারি ২০২৫, ০৮:২৫ পিএম
অনলাইন সংস্করণ

শেষ পর্যন্ত বাতিল ওলমোর রেজিস্ট্রেশন, বড় ধাক্কার মুখে বার্সা!

দানি ওলমো। ছবি : সংগৃহীত
দানি ওলমো। ছবি : সংগৃহীত

স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার জন্য ধাক্কা খাওয়ার খবরই দিল লা লিগা ও স্প্যানিশ ফুটবল ফেডারেশন। আনুষ্ঠানিকভাবে বার্সার ফুটবলার দানি ওলমো ও পাউ ভিক্টোরের রেজিস্ট্রেশন বাতিল করেছে কর্তৃপক্ষ, যা তাদের পুরো মৌসুম অনিশ্চিত করে তুলেছে। এই সিদ্ধান্তের ফলে, ৬০ মিলিয়ন ইউরো মূল্যের তারকা ওলমো আর কাতালানদের হয়ে খেলতে পারবেন না, যদি না বার্সা আইনি লড়াইয়ে জয়ী হয়।

বেশ কয়েক সপ্তাহ ধরেই ওলমো ও ভিক্টোরের রেজিস্ট্রেশন সম্পন্ন করার চেষ্টা করছিল বার্সেলোনা। কিন্তু অবশেষে লা লিগা ও স্প্যানিশ ফেডারেশন এই আবেদন প্রত্যাখ্যান করেছে। বিখ্যাত সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর রিপোর্ট অনুযায়ী, বার্সা এখন আইনি পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে, তবে এই জটিলতার মধ্যে খেলোয়াড়রা বিকল্প ক্লাব খোঁজার দিকেও নজর দিতে পারেন।

ওলমোর ক্যারিয়ার এখন কী হবে?

ওলমোর এজেন্ট এই পরিস্থিতিকে ‘মানসিকভাবে অত্যন্ত চাপের’ বলে মন্তব্য করেছেন, তবে নিশ্চিত করেছেন যে তার ক্লায়েন্ট আপাতত বার্সা ছাড়ার কথা ভাবছেন না। চলতি মৌসুমে ১১ ম্যাচে ৫ গোল করা এই তারকা এখন পুরো মৌসুমই মাঠের বাইরে থাকতে পারেন, যা তার ক্যারিয়ারে বড় ধাক্কা হয়ে আসতে পারে। ইতিমধ্যে ম্যানচেস্টার সিটি ও লিভারপুল তার দিকে নজর রাখছে।

স্প্যাানিশ ফেডারেশনের ব্যাখ্যা

স্প্যানিশ ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানায়, ‘বার্সেলোনার পক্ষ থেকে দানি ওলমো ও পাও ভিক্টরের রেজিস্ট্রেশনের আবেদন জানানো হয়। ৩ জানুয়ারি ২০২৫ তারিখে ক্লাবের বাজেট সংক্রান্ত শর্তগুলো পূরণ করা হয়। তবে, ফেডারেশনের সাধারণ নিয়মাবলির ১৩০.২ ও ১৪১.৫ ধারা অনুযায়ী, একই মৌসুমে একটি ক্লাবের জন্য বাতিলকৃত লাইসেন্স পুনরায় অনুমোদিত করা সম্ভব নয়। ফলে আবেদনটি প্রত্যাখ্যান করা হয়েছে।’

বার্সার সামনে কী পথ খোলা?

বার্সেলোনা এখন আইনি লড়াইয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। তবে তারা যদি এই মামলা জিততেও পারে, তবুও এটি দীর্ঘসূত্রতায় গড়াতে পারে। এর মধ্যে ওলমো নতুন কোনো দলে যাওয়ার সিদ্ধান্ত নিলে সেটিও বড় আলোচনার বিষয় হতে পারে।

বার্সার জন্য আরও এক দুঃস্বপ্ন!

অর্থনৈতিক সংকটে থাকা বার্সার জন্য এটি আরও একটি বিশাল ধাক্কা। তারা গত গ্রীষ্মেই ৫০ মিলিয়ন পাউন্ড খরচ করে ওলমোকে দলে ভিড়িয়েছিল। এখন যদি তিনি পুরো মৌসুম না খেলতে পারেন, তবে সেটা ক্লাবের কৌশলগত পরিকল্পনায় বিশাল প্রভাব ফেলবে।

শেষ পর্যন্ত কী হবে?

সম্ভবত এটি দীর্ঘ আইনি লড়াইয়ের দিকে গড়াবে। তবে এই মুহূর্তে বার্সার ভক্তদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে— তাদের অন্যতম সেরা মিডফিল্ডার কি আদৌ এই মৌসুমে মাঠে নামতে পারবেন? নাকি ওলমো ও বার্সেলোনার সম্পর্ক শেষ হওয়ার পথে? সময়ই দেবে উত্তর!

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপারেশন সিঁদুরে নেতৃত্ব দেওয়া সেই পরাগ হলেন ‘র’ প্রধান

ছায়া সংসদে বিতর্কে চ্যাম্পিয়ান ইডেন মহিলা কলেজ

বিএনপি নেতার বিরুদ্ধে মামলা নেওয়ায় থানা ঘেরাওয়ের অভিযোগ

নানা সমস্যায় জর্জরিত বাঙলা কলেজের আবুল কাসেম ছাত্রাবাস

পরিচ্ছন্নতা কর্মীদের সুরক্ষার দায়িত্ব রাষ্ট্রেরই : মেঘনাগুহ

ছেড়ে দেওয়া হলো সেই দুই সাংবাদিককে

সংসদে ‘পিআর’ পদ্ধতিতে আসনবণ্টন নিয়ে জুনায়েদের ব্যাখ্যা

প্রেস সচিব অবরুদ্ধ ছিলেন না, তিনি খুলনার অতিথি : আন্দোলনকারী

জুলাই আন্দোলনের গ্রাফিতি ঢেকে রাখা পোস্টার সরাচ্ছে ছাত্রদল

অসুস্থ সাংবাদিক মাসুদ কামালকে তারেক রহমানের ফোন

১০

বজ্রপাতের সংখ্যা বেড়েছে ১০ শতাংশ, বছরে মৃত্যু ৩৫০

১১

নেতানিয়াহুকে আর বিশ্বাস করেন না বহু ইসরায়েলি

১২

ইনশাআল্লাহ, এনসিপি সরকার গঠন করবে : নাসীরুদ্দীন

১৩

ক্লাব বিশ্বকাপকে ফুটবলের সবচেয়ে বাজে আইডিয়া বললেন ক্লপ!

১৪

নীলফামারীতে আটক কুমিল্লার ২ সাংবাদিক

১৫

মার্কিন প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত দিলেন ট্রাম্পের ছেলে

১৬

হাসপাতালে ব্যালন ডি’অর জয়ী বোনমাতি!

১৭

পিআর পদ্ধতিতে নির্বাচন কেন চান না, জানালেন সালাহউদ্দিন

১৮

ফ্যাসিস্ট আ.লীগের এ দেশের রাজনীতিতে ফেরার সম্ভাবনা নেই : ফরিদুজ্জামান

১৯

শেফালির মৃত্যুতে শোকাহত নিরব

২০
X