স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৫, ০৪:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

আবার কি বার্সার জার্সি গায়ে জড়াতে যাচ্ছেন মেসি?

লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

লিওনেল মেসি, যিনি বার্সেলোনার ইতিহাসে একটি অধ্যায় নয়, পুরো যুগ গড়েছেন, হয়তো আবার ফিরতে পারেন সেই ক্লাবে। তার বর্তমান ক্লাব ইন্টার মায়ামির চুক্তির বিশেষ শর্ত এবং বিশ্বকাপের আগে ফিটনেস ধরে রাখার তাগিদ মিলে তৈরি করছে একটি আবেগঘন পুনর্মিলনের সম্ভাবনা। সময় কি আবারও পুরনো স্মৃতি জাগিয়ে নতুন গল্পের সূচনা করবে?

আর্জেন্টিনার কিংবদন্তি এবং আটবারের ব্যালন ডি’অর জয়ী লিওনেল মেসি ২০২৫ সালে বার্সেলোনায় ফিরে আসার এক অবিশ্বাস্য সুযোগ পেতে পারেন। ধারণা করা হচ্ছে, ইন্টার মায়ামির চুক্তির বিশেষ শর্তাবলী তার পুরনো ক্লাবের সঙ্গে পুনর্মিলনের পথ সুগম করতে পারে, যা ফুটবল ভক্তদের জন্য একটি আবেগঘন মুহূর্ত সৃষ্টি করবে।

মেসি বর্তমানে ইন্টার মায়ামির সঙ্গে চুক্তির শেষ বছরে আছেন। তবে, এই চুক্তিতে ২০২৬ সাল পর্যন্ত ১২ মাসের জন্য চুক্তি বাড়ানোর একটি অপশন রয়েছে। আশা করা হচ্ছে, এমএলএস ক্লাব ইন্টার মায়ামি এই শর্ত সক্রিয় করবে এবং মেসি তাদের হয়ে পুরো দুই মরশুম খেলবেন। তবে, চুক্তিতে একটি শর্ত অন্তর্ভুক্ত রয়েছে যা তাকে অফ-সিজনে ধারে অন্য ক্লাবে যোগদানের অনুমতি দেয়।

২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে মেসি তার ফিটনেসের শীর্ষে থাকতে চান। যুক্তরাষ্ট্রে থেকে যাওয়া তাকে বিশ্বকাপের আয়োজক দেশগুলোর সঙ্গে পরিচিত রাখবে, আর বার্সেলোনায় ধারে যোগ দিলে তিনি প্রতিযোগিতামূলক ফুটবলে শারীরিক এবং মানসিক প্রস্তুতি আরও ভালোভাবে নিতে পারবেন।

অন্যদিকে, বার্সেলোনা মেসিকে ফিরিয়ে আনার ব্যাপারে সবসময় আগ্রহ প্রকাশ করেছে। ২০২১ সালে আবেগঘন বিদায়ের পর মেসির আবারও খেলার সুযোগ অসম্ভব বলে মনে হচ্ছিল। তবে, বর্তমান পরিস্থিতি তাকে পুনরায় কাতালান জায়ান্টদের হয়ে মাঠে নামার সম্ভাবনা জাগাচ্ছে। ক্লাবটি তার প্রতি তাদের ভালোবাসা কখনো গোপন রাখেনি, যেখানে তিনি ৬৭২ গোল করে ক্লাব ইতিহাসে নিজের নাম অমর করে রেখেছেন।

মেসির সম্ভাব্য এই ধারের চুক্তি এমএলএস-এর তারকা খেলোয়াড়দের পূর্বের নজির অনুসরণ করবে। থিয়েরি অঁরি এবং রবি কিয়ানের মতো খেলোয়াড়রাও তাদের এমএলএস ক্যারিয়ারের সময় প্রিমিয়ার লিগে ধারে খেলেছেন। মেসি যদি বার্সেলোনায় ফিরে যান, তবে এটি একই ধরনের একটি সিদ্ধান্ত হবে।

মেসি যদি ২০২৫ সালে বার্সেলোনায় যোগ দেন, তবে এটি ফুটবল ইতিহাসের অন্যতম স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। তার প্রত্যাবর্তন বার্সেলোনার জন্য যেমন প্রতিযোগিতায় শক্তি বাড়াবে, তেমনি ভক্তদের আবারও তাদের প্রিয় নং ১০-কে ব্লাউগ্রানা জার্সিতে দেখার সুযোগ দেবে।

বিশ্ব ফুটবল এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে, এই অসাধারণ সম্ভাবনা বাস্তবে রূপ নেয় কি না তা দেখার জন্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এ নির্বাচন করা আমার জন্য নয়, তোমাদের সবার জন্য’

কনকনে শীতের রাতে রাস্তায় ভাইয়ের উষ্ণতা হয়ে উঠল বড় বোন

আমি কোনো অন্যায় করতে পারবো না, জুনায়েদ সাকিকে রিটার্নিং কর্মকর্তা

১০ ভরি স্বর্ণসহ যত সম্পদ জামায়াত আমিরের

রাতে এভারকেয়ারে গেলেন তারেক রহমানসহ পরিবারের সদস্যরা

তুলির আসনে বিএনপি’র বিদ্রোহী প্রার্থীর মনোনয়নপত্র জমা

১৪ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু

অধিনায়ক পাল্টালেও হার এড়াতে পারল না নোয়াখালী

জকসু নির্বাচন / নিজ কেন্দ্র ছাড়া অন্য কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না প্রার্থীরা : নির্বাচন কমিশন

শাহবাগে পিস্তলসহ আটক যুবক যমুনা এলাকায় মেজর পরিচয় দিয়েও আটক হয়েছিলেন

১০

পথচারীদের শীত নিবারণে গাছের গুড়ি জ্বালালেন স্থানীয়রা

১১

কুয়াশা-তাপমাত্রা নিয়ে ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস

১২

পলাতক আ.লীগ নেতার পক্ষে মনোনয়নপত্র জমা দিতে গিয়ে ধরা

১৩

থার্টি ফার্স্টে ‘নির্বিঘ্ন নগর’ রাখতে কড়া নিয়ন্ত্রণে সিএমপি

১৪

চট্টগ্রাম-১০ আসনে মনোনয়নপত্র জমা দিলেন জামায়াত প্রার্থী শামসুজ্জামান হেলালী

১৫

ধর্ম অবমাননার অজুহাত তুলে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা জঘন্যতম কাজ : ধর্ম উপদেষ্টা

১৬

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ‘স্টুডেন্ট রিসার্চ ডে’ অনুষ্ঠিত

১৭

চট্টগ্রামের ১৬ আসনে মনোনয়ন জমা দিলেন ১৪৩ জন, জমা দেননি ৮৮ জন

১৮

আমি জনসেবার জন্য এসেছি : সাঈদ আল নোমান

১৯

মাত্র ১ মিনিট দেরির কারণে মনোনয়ন জমা দিতে পারেননি প্রার্থী!

২০
X