ইংল্যান্ডের তারকা স্ট্রাইকার হ্যারি কেইনের বায়ার্ন মিউনিখে অভিষেকটা সুখকর ছিল না। জার্মান সুপার কাপের ফাইনালে আরবি লাইপজিগের বিপক্ষে হেরে বায়ার্ন অধ্যায় শুরু করেছিলেন ইংল্যান্ড ফুটবল দলের হয়ে সবচেয়ে বেশি গোল করা কেইন। তবে জার্মান ক্লাবটিতে নিজের দ্বিতীয় ও লিগের প্রথম ম্যাচে নেমেই নিজের মূল্য বোঝালেন কেইন।
বুন্দেসলিগায় ভেরডার ব্রেমেনের বিপক্ষে নিজে গোল করার পাশাপাশি অ্যাসিস্ট করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেন এই মৌসুমেই টটেনহাম থেকে ১০০ মিলিয়ন ইউরোয় বাভারিয়ায় আসা এই স্ট্রাইকার।
শুক্রবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১২টায় বুন্দেসলিগায় নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয় বায়ার্ন মিউনিখ ও ভেরডার ব্রেমেন। ম্যাচটিতে ৪-০ গোলের জয়ে টানা ১২তম লিগ শিরোপা জয়ের মিশন শুরু করেছে টমাস টুখেলের দল। দলটির হয়ে জোড়া গোল করেছেন জার্মান উইঙ্গার লিরয় সানে। একটি করে গোল করেছেন হ্যারি কেইন ও ম্যাথিস টেল।
ম্যাচ শুরুর মাত্র ৪ মিনিটের মাথায় লিরয় সানেকে দিয়ে গোল করিয়ে বুন্দেসলিগায় নিজের ক্যারিয়ারের সূচনা করেন হ্যারি কেইন। কিন্তু বায়ার্ন ভক্তরা হ্যারি কেইনের কাছ থেকে গোল দেখার অপেক্ষায় ছিল। প্রথমার্ধে ভক্তদের সেই অপেক্ষায় বসিয়ে রেখে বিরতিতে যায় কিমিচ-কেইনরা।
দ্বিতীয়ার্ধে সেই কাঙ্খিত গোলের দেখা পায় বায়ার্ন মিউনিখ ভক্তরা। খেলার ৭৪ মিনিটে বায়ার্নের কানাডিয়ান লেফট ব্যাক আলফোনসো ডেভিসের থেকে বল পেয়ে ডান পায়ের জোরালো শটে লক্ষ্যভেদ করেন ইংলিশ স্ট্রাইকার। তাতে লিগের অভিষিক্ত ম্যাচেই অ্যাসিস্টের পাশাপাশি গোলেরও দেখা পেয়ে যান হ্যারি কেইন।
৯০ মিনিটে নিজের দ্বিতীয় গোলে ব্যবধান ৩-০ করেন সানে। গোলটিতে সহায়তা করেছেন টমাস মুলার। এরপরে অতিরিক্ত সময়ে আরও একটি গোল পায় বায়ার্ন। এবার কেইনের বদলি হিসেবে নামা ম্যাথিস টেল গোল করে ব্যবধান ৪-০ করেন। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় এই ব্যবধান নিয়েই মাঠ ছাড়ে দুদল।
মন্তব্য করুন