স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৩, ০৮:২০ পিএম
আপডেট : ১৯ আগস্ট ২০২৩, ০৯:১৫ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

বাংলাদেশ ফুটবল দলের কোচ হাভিয়ের কাবরেরা। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ফুটবল দলের কোচ হাভিয়ের কাবরেরা। ছবি : সংগৃহীত

আগামী সেপ্টেম্বর মাসে দুটি আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ খেলতে বাংলাদেশে আসবে আফগানিস্তান ফুটবল দল। আফগানদের বিপক্ষে ম্যাচ দুটিকে সামনে রেখে জাতীয় দলের ক্যাম্পের জন্য ৩২ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন কোচ হাভিয়ের কাবরেরা।

শনিবার (১৯ জুলাই) বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্পের জন্য দল ঘোষণা করেছেন বাংলাদেশের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা। সাফ চ্যাম্পিয়নশিপের দল থেকে ফর্টিস এফসির মিডফিল্ডার রফিকুল ইসলাম বাদ পড়লেও নতুন করে ১০ জন প্রাথমিক স্কোয়াডে যুক্ত হয়েছেন।

জাতীয় দলের প্রাথমকি স্কোয়াডে প্রথমবারের মতো ডাক পেয়েছেন শেখ রাসেলের ফরোয়ার্ড দীপক রায় এবং আজমপুর উত্তরা এফসির সারোয়ার জাহান নিপু। ২০১৫ সালে সিলেটে সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপ জয়ী বাংলাদেশ দলের অন্যতম ফরোয়ার্ড ছিলেন নিপু। অবশেষে জাতীয় দলের ক্যাম্পে সুযোগ পেলেন এই ফুটবলার। তবে সাফের প্রাথমিক দলে থাকলেও এলিটা কিংসলিকে জাতীয় দলের ক্যাম্পে ডাকেননি কাবরেরা।

আগামীকাল জাতীয় দলের ক্যাম্পের ফুটবলারদের রিপোর্টিং হবে ঢাকার একটি হোটেলে। ২১ আগস্ট থেকে বসুন্ধরা কিংসের হোম ভেন্যু কিংস অ্যারেনায় অনুশীলন শুরু করবে জামাল বাহিনী। আগামী ৪ ও ৭ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ দুটি এই মাঠেই অনুষ্ঠিত হবে। বাফুফের জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

বসুন্ধরা কিংসের স্টেডিয়ামে চেয়ার বসানোসহ আনুষঙ্গিক কাজ চলছে। দ্রুতই আন্তর্জাতিক স্বীকৃতি পাবে কিংস অ্যারেনা। আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের ছাড়পত্র কয়েক দিনের মধ্যে পাবে বলে আশাবাদী বাফুফে।

কাবরেরা সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা সামনে তাকাচ্ছি। সাফের পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে চাই। আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ। প্রথমত, আফগানিস্তান, এরপর এশিয়ান গেমস। মূল চ্যালেঞ্জটা হলো অক্টোবরে মালদ্বীপের সঙ্গে বিশ্বকাপ বাছাই ম্যাচ। আগামীকাল আমরা প্রস্তুতি শুরু করব। এশিয়ান গেমসের কয়েকজনকেও সিনিয়র দলে নেওয়া হয়েছে।’

৩২ সদস্যের প্রাথমিক স্কোয়াড

গোলকিপার : আনিসুর রহমান জিকো, শহিদুল আলম, মিতুল মারমা, পাপ্পু হোসেন

ডিফেন্ডার : বিশ্বনাথ ঘোষ, তপু বর্মণ, তারিক কাজী, রিমন হোসেন, সাদ উদ্দিন, রহমত মিয়া, আলমগীর মোল্লা, মুরাদ হাসান, মেহেদী হাসান, ইশা ফয়সাল, আতিকুজ্জামান।

মিডফিল্ডার : সোহেল রানা (বসুন্ধরা কিংস), শেখ মোরছালিন, মোহাম্মদ হৃদয়, সোহেল রানা (ঢাকা আবাহনী), আবু সাঈদ, মজিবুর রহমান জনি, রবিউল হাসান, জামাল ভূঁইয়া।

স্ট্রাইকার : রাকিব হোসেন, মতিন মিয়া, সুমন রেজা, ফয়সাল আহমেদ ফাহিম, দীপক রায়, আমিনুর রহমান সজীব, সারোয়ার জামান নিপু, জাফর ইকবাল, মোহাম্মদ ইব্রাহিম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরাজিত শক্তির বাধা পেরিয়ে নির্বাচনের দিকে যেতে চাই : উপদেষ্টা রিজওয়ানা

সাতক্ষীরা-৩ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থীসহ তিনজনের মনোনয়ন বাতিল

সাউথ এশিয়া ট্রাভেল অ্যান্ড হজ সার্ভিসের যাত্রা শুরু

শীত এলেই ত্বকের সমস্যা? এই উপাদানগুলো বাদ দিন এখনই

ওসিকে হুমকি, বৈষম্যবিরোধী সেই নেতাকে শোকজ

যে কারণে শান্তিতে নোবেল পেয়েছিলেন ভেনেজুয়েলার বিরোধী নেত্রী

এনসিপি নেত্রী নীলিমা দোলার পদত্যাগ

যেসব লক্ষণে বুঝবেন কেউ গোপনে আপনাকে ভালোবাসে

ভেনেজুয়েলায় মার্কিন হামলা আন্তর্জাতিক চুক্তির কফিনে শেষ পেরেক

তারা আমাদের দমাতে পারবে না : ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী

১০

কে এই নিকোলাস মাদুরো?

১১

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের পরবর্তী পরিকল্পনা জানালেন সিনেটর

১২

বিশ্বকাপজয়ী পেসার শাহীন আলমের দুঃসময়ে পাশে দাঁড়ালেন তারেক রহমান

১৩

ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়ে ‘রহস্যময়’ তথ্য জানালেন জুমা

১৪

মাদুরোর বিষয়ে সিদ্ধান্ত জানাল যুক্তরাষ্ট্র

১৫

হান্নান মাসউদের মনোনয়ন বৈধ ঘোষণা

১৬

প্রথমবার জুটি বাঁধছেন অক্ষয়-রানি, আসছে ‘ওএমজি ৩’-এর তৃতীয় কিস্তি

১৭

সাইবার বুলিংয়ের বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি তৌসিফের

১৮

মাদুরোকে আটকের খবর জানেন না ভাইস প্রেসিডেন্ট, প্রমাণ দাবি

১৯

ভেনেজুয়েলার সব সশস্ত্র বাহিনী মোতায়েনের নির্দেশ

২০
X