মালদ্বীপের ক্লাব ঈগলসকে ২-১ গোলে হারিয়ে এএফসি কাপের প্লে-অফে উঠেছে ঢাকা আবাহনী লিমিটেড। নিজেদের পরের ম্যাচে মোহনবাগানকে হারাতে পারলেই এফসি কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে বাংলাদেশের ক্লাবটি। প্লে-অফের উদ্দেশ্যে ২১ আগস্ট বিমানের দুই ফ্লাইটে কলকাতা যাবে আবাহনীর ফুটবলাররা।
আগামী ২২ আগস্ট কলকাতায় পশ্চিমবঙ্গের মোহনবাগানের বিপক্ষে এএফসি কাপের প্লে-অফ ম্যাচ খেলতে নামবে আবাহনী লিমিটেড। রোববার (২০ আগস্ট) কলকাতার উদ্দেশে রওনা হওয়ার পরিকল্পনা থাকলেও বিকেলে ভারতীয় ভিসা পাওয়ায় রওনা দিতে পারেনি আবাহনীর ফুটবলাররা।
আবাহনী ম্যানেজার সত্যজিত দাশ রুপু বলেন, ‘আমরা আজ বিকেলে পুরো দলের ভিসা-পাসপোর্ট হাতে পেয়েছি। তবে সন্ধ্যার ফ্লাইট ধরতে না পারায় আগামীকাল সকাল সাড়ে সাতটায় যাব। এ ছাড়া পরের ফ্লাইটে কলকাতা যাবে দলের বাকি সবাই।’
গতবার ভারতে এএফসি কাপ খেলতে গিয়ে ভিসা না পাওয়ায় বিদেশি ফুটবলারদের রেখে যেতে হয়েছিল আবাহনীর। তবে এবার সব বিদেশি ফুটবলারদের ভিসা পেয়েছে দেশসেরা ক্লাবটি। ফলে পূর্ণ শক্তির স্কোয়াড নিয়েই মোহনবাগানের বিপক্ষে লড়বে আবাহনী। তবে আগামীকাল কলকাতায় এক সেশন অনুশীলন করবে ক্লাবটি।
মোহনবাগানকে হারাতে পারলে এএফসি কাপের মূল পর্বে খেলতে পারবে ঢাকা আবাহনী। এএফসি চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফের ম্যাচে শারজাহ এফসির কাছে হেরে বাদ পড়া বসুন্ধরা কিংস এএফসি কাপের মূল পর্বে সরাসরি খেলবে।
মন্তব্য করুন