ইন্টার মায়ামিতে যোগ দিয়েই লিগস কাপের শিরোপা জিতেছেন লিওনেল মেসি। এই জয়ের মাধ্যমে ক্লাবটির ইতিহাসের প্রথম শিরোপা এনে দিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। তবে এই শিরোপা জয়ে মেসির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ে গেছেন সতীর্থ বেঞ্জামিন ক্রেমাশচি। যার রয়েছে আর্জেন্টিনা ও যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিকত্ব।
ফ্লোরিডার মায়ামিতে জন্মগ্রহণ করেন ১৮ বছর বয়সী বেঞ্জামিন ক্রেমাশচি। তবে তরুণ এই মিডফিল্ডার ভবিষ্যতে মেসির দেশের হয়ে খেলবেন না কি যুক্তরাষ্ট্রের হয়ে মাঠ মাতাবেন সেই সিদ্ধান্ত ক্রেমাশচিকেই নিতে হবে।
পাবলো ও জেমিনা ক্রেমাশচির সন্তান বেঞ্জামিন ক্রেমাশচি। তার বাবা-মা দুজনেরই রয়েছে আর্জেন্টিনা ও যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিকত্ব। বেঞ্জামিন ক্রেমাশচিরা তিন ভাই প্রত্যেকে ফুটবল খেলেন। তবে বেঞ্জামিনের বাবা পাবলো ক্রেমাশচি আর্জেন্টিনা হকি দলের খেলোয়াড় ছিলেন। আর মা ও বোন দেশটির হয়ে ফিল্ড হকিতে মাঠ মাতিয়েছেন।
দ্বৈত নাগরিকত্ব থাকা বেঞ্জামিন যুক্তরাষ্ট্র অনূর্ধ্ব-১৯ ফুটবল দলের হয়ে তিনটি ম্যাচে মাঠে নামেন। ২০২২ সালে মার্কিনদের অনূর্ধ্ব-২০ দলের অনুশীলন ক্যাম্পেও ডাক পেয়েছিলেন মায়ামি মিডফিল্ডার। তবে আলবিসেলেস্তে অনূর্ধ্ব-২০ দলের অনুশীলন ক্যাম্পেও ডাক পেয়েছিলেন বেঞ্জামিন ক্রেমাশচি।
ভবিষ্যতে আর্জেন্টিনা না যুক্তরাষ্ট্রের হয়ে খেলতে চান এমন প্রশ্নের উত্তরে ক্রেমাশচি বলেন, ‘আসলে বিষয়টা সহজ না। দুই দেশের ফুটবল ফেডারেশনের সঙ্গেই আমার যোগাযোগ রয়েছে। আমি এটাও জানি সিদ্ধান্ত আমাকেই নিতে হবে। আমি এ বিষয় নিয়ে মেসির সঙ্গে কথা বলেছি। তিনিও আমাকে জিজ্ঞেস করলে বলেছি আমি আর্জেন্টিনাকে ভালোবাসি।’
মন্তব্য করুন