স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ জুন ২০২৩, ০৯:৫৯ এএম
আপডেট : ১৫ জুন ২০২৩, ১০:০৪ এএম
অনলাইন সংস্করণ

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা সন্ধ্যায় মাঠে নামছে অস্ট্রেলিয়ার বিপক্ষে

ম্যাচের আগে সতীর্থদের সঙ্গে অনুশীলনে মেসি। ছবি: সংগৃহীত
ম্যাচের আগে সতীর্থদের সঙ্গে অনুশীলনে মেসি। ছবি: সংগৃহীত

কাতার বিশ্বকাপ জয়ের পর ফিফা উইন্ডোতে তৃতীয় প্রীতি ম্যাচ খেলতে আর্জেন্টিনা দল এখন এশিয়া সফরে। পানামা, কুরাকাওয়ের পর এবার বিশ্বচ্যাম্পিয়নদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় চীনের রাজধানী বেইজিংয়ের ওয়ার্কার্স স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

কিন্তু বাংলাদেশি সমর্থকদের জন্য দুঃসংবাদ রয়েছে। সন্ধ্যা ৬টায় শুরু হওয়া ম্যাচটি বাংলাদেশি সমর্থকদের সরাসরি টিভিতে দেখার উপায় নেই। তবে অনলাইন প্ল্যাটফর্ম Fanatiz Live-এ টাকা দিয়ে খেলা দেখা যাবে। এ ছাড়া paramount+ ও 10 live অনলাইন প্ল্যাটফর্মেও অর্থের বিনিময়ে দেখা যাবে আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচ।

কাতার বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের লড়াই পুনরায় মঞ্চায়িত হবে ৬৮ হাজার ধারণক্ষমতার ওয়ার্কার্স স্টেডিয়ামে। কাতার বিশ্বকাপে শিরোপা জয়ের পথে শেষ ষোলোর লড়াইয়ে সকারুদের বিপক্ষে ২-১ ব্যবধানে জয় পেয়েছিল আলবিসেলেস্তারা। ফলে ম্যাচটি মেসি-ডি মারিয়াদের জন্য নিছক প্রীতি ম্যাচ হলেও অস্ট্রেলিয়ার জন্য প্রতিশোধের সুযোগ।

অন্যদিকে এই ম্যাচের আগে চীনের গণমাধ্যমের সঙ্গে এক সাক্ষাৎকারে লিওনেল মেসি জানান, বিশ্বকাপের মঞ্চে আর দেখা যাবে না তাকে। কিন্তু আগামী বিশ্বকাপে মেসিকে স্কোয়াডে চেয়েছিলেন আর্জেন্টিনা বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি। বিশ্বকাপের পর একাধিকবার এ কথা জানিয়েছেন তিনি।

তবে মেসির সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে স্কালোনি বলেন, ‘সে এমনি এমনি কথা বলে না, মিথ্যাও বলে না। লিও একজন বিচক্ষণ মানুষ। সে আসলে পরিস্থিতি দেখতে চাচ্ছে। নিজেকে কোন পরিস্থিতিতে সে দেখতে পারবে, তার ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেবে; যা যৌক্তিক। আর এত আগে এ নিয়ে কথা বলাটাও ঠিক নয়। সময়ের সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাব যে সে খেলার ব্যাপারে ভালো বোধ করছে, যা খুবই গুরুত্বপূর্ণ।’

ইউরোপের দীর্ঘ ক্যারিয়ার শেষে যুক্তরাষ্ট্রে ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন মেসি। আর্জেন্টাইন সুপারস্টারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে স্কালোনি বলেন, ‘সে এমন একটি ক্লাবে গেল, যে ক্লাবটি তাকে মর্যাদা দেবে। আমি খুব খুশি এ জন্য। যেখানেই খেলুক, সে ভালো অনুভব করবে—এটা আসল।’

এ সময় অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের একাদশ নিয়েও কথা বলেন তিনি। বলেন, ‘বিশ্বকাপের স্কোয়াডের সবাই এখানে আছে। ঘুরেফিরে সবাই ম্যাচ খেলছে। তবে আমি হুলিয়ান আলভারেজকে একটু পরখ করতে চাই। কারণ সে এই সুযোগ প্রাপ্য। এ ছাড়া তেমন কোনো পরিবর্তন আসার সম্ভাবনা নেই।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদুরোর বিষয়ে সিদ্ধান্ত জানাল যুক্তরাষ্ট্র

হান্নান মাসউদের মনোনয়ন বৈধ ঘোষণা

প্রথমবার জুটি বাঁধছেন অক্ষয়-রানি, আসছে ‘ওএমজি ৩’-এর তৃতীয় কিস্তি

সাইবার বুলিংয়ের বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি তৌসিফের

মাদুরোকে আটকের খবর জানেন না ভাইস প্রেসিডেন্ট, প্রমাণ দাবি

ভেনেজুয়েলার সব সশস্ত্র বাহিনী মোতায়েনের নির্দেশ

বাদ পড়া মুস্তাফিজ কী পাবেন নিলামের পুরো টাকা, যা আছে নিয়মে

ভিক্টর ক্লাসিক বাসে নারীকে ধর্ষণের হুমকি, আটক ২

খালেদা জিয়ার আসনে ধানের শীষের প্রার্থী মোরশেদ মিল্টন

ঢাকা-৪ আসনে বিএনপির প্রার্থী রবিনের মনোনয়ন বৈধ

১০

এই মার্চে ভোগান্তিতে ফেলবে কিউলেক্স মশা

১১

আমেরিকায় চাকরি নিলেন জায়েদ খান

১২

বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যানের মনোনয়নপত্র বাতিল

১৩

৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু

১৪

মাদুরো ও তার স্ত্রীকে আটকের দাবি যুক্তরাষ্ট্রের

১৫

আনিসুল ইসলাম মাহমুদের মনোনয়নপত্র বাতিল

১৬

মনোনয়নপত্র বাছাইয়ে বাদ পড়াদের বেশিরভাগ স্বতন্ত্র প্রার্থী, কারণ কী?

১৭

ভেনেজুয়েলার রাজধানীসহ ৪ অঞ্চলে মার্কিন হামলা

১৮

রক্তক্ষয়ী সংঘর্ষ থামাতে সৌদির দ্বারস্ত ইয়েমেন, জানাল প্রতিক্রিয়া

১৯

মোস্তফা জামাল হায়দারকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

২০
X