স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ মার্চ ২০২৫, ০৫:০১ পিএম
অনলাইন সংস্করণ

আলভারেজের বিতর্কিত পেনাল্টি বাতিলের বিষয়ে মুখ খুললেন রেফারি

বিতর্কিত সেই পেনাল্টি না দেওয়ার মুহূর্তটি নিয়ে কথা বলেছেন রেফারি মার্সিনিয়াক। ছবি : সংগৃহীত
বিতর্কিত সেই পেনাল্টি না দেওয়ার মুহূর্তটি নিয়ে কথা বলেছেন রেফারি মার্সিনিয়াক। ছবি : সংগৃহীত

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অব ১৬-এ অ্যাথলেটিকো মাদ্রিদ ও রিয়াল মাদ্রিদের মধ্যকার হাইভোল্টেজ ম্যাচে ঘটে যাওয়া অন্যতম বিতর্কিত মুহূর্ত ছিল জুলিয়ান আলভারেজের পেনাল্টি বাতিল। পোলিশ রেফারি সিজমন মার্সিনিয়াক অবশেষে এই সিদ্ধান্তের ব্যাখ্যা দিলেন, যা ফুটবলবিশ্বে ব্যাপক আলোড়ন তুলেছে।

অ্যাথলেটিকোর হয়ে দ্বিতীয় শট নিতে গিয়ে আলভারেজ পিচ্ছিল মাঠে পা ফসকে পড়ে যান। সেই মুহূর্তে, অভিযোগ ওঠে যে বলটি তার বাঁ পায়ে লেগে ডান পায়ের শটে জালে জড়িয়েছে—যা ফুটবলের নিয়ম অনুযায়ী ডাবল টাচ হিসেবে গণ্য হয়। রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা সঙ্গে সঙ্গেই আপত্তি জানালে রেফারি ভিএআর-এর সিদ্ধান্তের জন্য অপেক্ষা করেন। অবশেষে ভিএআর জানায় যে গোলটি বৈধ নয়, ফলে রিয়াল মাদ্রিদ ২-১ ব্যবধানে এগিয়ে যায়, যা শেষ পর্যন্ত অ্যাথলেটিকোর বিদায়ের পথ সুগম করে।

এই ঘটনাকে ঘিরে সমালোচনার ঝড় উঠলে অবশেষে মুখ খুললেন ম্যাচ রেফারি সিজমন মার্সিনিয়াক। ‘রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা আমাকে কিছু বলেনি, আমি নিজেই প্রথমে মনে করেছিলাম যে আলভারেজ বলটি বাঁ পায়ে লেগে তারপর শট নিয়েছে। আমি ভিএআরকে বলেছিলাম, ৯৯% নিশ্চিত এটি ডাবল টাচ,’—পোলিশ রেফারি তার সাক্ষাৎকারে বলেন।

যদিও তিনি স্বীকার করেছেন যে এমন পরিস্থিতির মুখোমুখি তিনি কখনও হননি। ‘সত্যি বলতে, আমার দীর্ঘ রেফারিং ক্যারিয়ারে এমন ঘটনা আগে কখনও দেখিনি। তবে খেলোয়াড়রা নিয়ম জানে এবং আমাদের দায়িত্ব সেটি প্রয়োগ করা,’—বলেন তিনি, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালও পরিচালনা করেছিলেন।

এদিকে বিতর্ক থামাতে ইউরোপিয়ান ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফাও একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করে। সংস্থাটি জানায়, ‘যদিও ডাবল টাচটি ছিল খুব সামান্য, আলভারেজ বলের সাথে তার সাপোর্টিং ফুটের মাধ্যমে যোগাযোগ করেছিলেন, যা বর্তমান নিয়ম অনুযায়ী গোল বাতিল করার যথেষ্ট কারণ।’

তবে একইসঙ্গে উয়েফা স্বীকার করেছে যে এটি ছিল ‘অপ্রত্যাশিত ও অনিচ্ছাকৃত’ ঘটনা, যা নিয়ম পরিবর্তনের বিষয়ে আলোচনা উসকে দিতে পারে। সংস্থাটি জানিয়েছে, ‘উয়েফা এই নিয়ম পুনর্বিবেচনার জন্য ফিফা ও আইএফএবি-র (ফুটবলের আইনপ্রণয়নকারী সংস্থা) সঙ্গে আলোচনায় বসবে, যাতে অনিচ্ছাকৃত ডাবল টাচের ক্ষেত্রে আরও স্বচ্ছতা আনা যায়।’

যদিও এই সিদ্ধান্ত অ্যাথলেটিকো মাদ্রিদের জন্য দুঃস্বপ্নের মতো ছিল, তবে আলভারেজের ঘটনাটি ফুটবলের আইন পরিবর্তনের দিকে এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারে। বিশেষ করে, অনিচ্ছাকৃত ডাবল টাচের ক্ষেত্রে ভবিষ্যতে নিয়ম শিথিল করার বিষয়ে উয়েফা, ফিফা ও আইএফএবি নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে ভাবতে পারে।

তবে এখনকার জন্য, ফুটবল ইতিহাসের অন্যতম বিতর্কিত পেনাল্টি সিদ্ধান্ত হিসেবে থেকে যাবে আলভারেজের সেই শট, যা অ্যাথলেটিকোর চ্যাম্পিয়ন্স লিগ স্বপ্নকে এক নিমেষে শেষ করে দেয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হঠাৎ আকাশে উঠল পদ্মার পানি, ভিডিও ভাইরাল

বিএসইসির ২২ কর্মকর্তা সাময়িক বরখাস্ত  

আদানি গ্রুপের কর ফাঁকির অভিযোগের অনুসন্ধানে নেমেছে দুদক 

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে বিজেআইএমের সিম্পোজিয়াম

যৌন নিপীড়নের অভিযোগে কুবির দুই শিক্ষককে পদাবনতি

হিন্দু-মুসলিম আমরা এক বৃন্তে দুটি ফুল : মির্জা ফখরুল

বিবাহিতদের এএসপি পদে নিয়োগ না করার প্রস্তাব

এনবিআর চেয়ারম্যানের কক্ষ ঘেরাও কাস্টমস-ট্যাক্সের কয়েকশ কর্মকর্তার

উত্তরায় অপহরণের ঘটনায় প্রাইভেটকারসহ গ্রেপ্তার ২

ছেলেকে হত্যা করে থানায় বাবার আত্মসমর্পণ

১০

পাকিস্তানের পারমাণু অস্ত্র কোথায় মজুত আছে?

১১

অভিনেতা সিদ্দিকের ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ

১২

টেস্টে ফেল করেও পরীক্ষার টেবিলে বসবে সেই ৫০ শিক্ষার্থী!

১৩

১৭ বছর পর বাংলাদেশের ম্যাচ দিয়ে ফয়সালাবাদে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট

১৪

কুমিল্লায় দুই মামলায় আসামিপক্ষে আইনজীবীদের না দাঁড়ানোর নির্দেশ

১৫

বিদ্যুৎ সংকটের অবসান, পুরোদমে চলছে ডিইপিজেডে উৎপাদন

১৬

মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছ ধরা বন্ধ

১৭

বন‍্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে গৃহ হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা 

১৮

২০২৪ সালের বন্যা স্বাভাবিক ছিল না : প্রধান উপদেষ্টা 

১৯

তদন্ত সংস্থার সমন্বয়ক হলেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আনসার উদ্দিন 

২০
X