স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ মার্চ ২০২৫, ০৫:০১ পিএম
অনলাইন সংস্করণ

আলভারেজের বিতর্কিত পেনাল্টি বাতিলের বিষয়ে মুখ খুললেন রেফারি

বিতর্কিত সেই পেনাল্টি না দেওয়ার মুহূর্তটি নিয়ে কথা বলেছেন রেফারি মার্সিনিয়াক। ছবি : সংগৃহীত
বিতর্কিত সেই পেনাল্টি না দেওয়ার মুহূর্তটি নিয়ে কথা বলেছেন রেফারি মার্সিনিয়াক। ছবি : সংগৃহীত

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অব ১৬-এ অ্যাথলেটিকো মাদ্রিদ ও রিয়াল মাদ্রিদের মধ্যকার হাইভোল্টেজ ম্যাচে ঘটে যাওয়া অন্যতম বিতর্কিত মুহূর্ত ছিল জুলিয়ান আলভারেজের পেনাল্টি বাতিল। পোলিশ রেফারি সিজমন মার্সিনিয়াক অবশেষে এই সিদ্ধান্তের ব্যাখ্যা দিলেন, যা ফুটবলবিশ্বে ব্যাপক আলোড়ন তুলেছে।

অ্যাথলেটিকোর হয়ে দ্বিতীয় শট নিতে গিয়ে আলভারেজ পিচ্ছিল মাঠে পা ফসকে পড়ে যান। সেই মুহূর্তে, অভিযোগ ওঠে যে বলটি তার বাঁ পায়ে লেগে ডান পায়ের শটে জালে জড়িয়েছে—যা ফুটবলের নিয়ম অনুযায়ী ডাবল টাচ হিসেবে গণ্য হয়। রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা সঙ্গে সঙ্গেই আপত্তি জানালে রেফারি ভিএআর-এর সিদ্ধান্তের জন্য অপেক্ষা করেন। অবশেষে ভিএআর জানায় যে গোলটি বৈধ নয়, ফলে রিয়াল মাদ্রিদ ২-১ ব্যবধানে এগিয়ে যায়, যা শেষ পর্যন্ত অ্যাথলেটিকোর বিদায়ের পথ সুগম করে।

এই ঘটনাকে ঘিরে সমালোচনার ঝড় উঠলে অবশেষে মুখ খুললেন ম্যাচ রেফারি সিজমন মার্সিনিয়াক। ‘রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা আমাকে কিছু বলেনি, আমি নিজেই প্রথমে মনে করেছিলাম যে আলভারেজ বলটি বাঁ পায়ে লেগে তারপর শট নিয়েছে। আমি ভিএআরকে বলেছিলাম, ৯৯% নিশ্চিত এটি ডাবল টাচ,’—পোলিশ রেফারি তার সাক্ষাৎকারে বলেন।

যদিও তিনি স্বীকার করেছেন যে এমন পরিস্থিতির মুখোমুখি তিনি কখনও হননি। ‘সত্যি বলতে, আমার দীর্ঘ রেফারিং ক্যারিয়ারে এমন ঘটনা আগে কখনও দেখিনি। তবে খেলোয়াড়রা নিয়ম জানে এবং আমাদের দায়িত্ব সেটি প্রয়োগ করা,’—বলেন তিনি, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালও পরিচালনা করেছিলেন।

এদিকে বিতর্ক থামাতে ইউরোপিয়ান ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফাও একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করে। সংস্থাটি জানায়, ‘যদিও ডাবল টাচটি ছিল খুব সামান্য, আলভারেজ বলের সাথে তার সাপোর্টিং ফুটের মাধ্যমে যোগাযোগ করেছিলেন, যা বর্তমান নিয়ম অনুযায়ী গোল বাতিল করার যথেষ্ট কারণ।’

তবে একইসঙ্গে উয়েফা স্বীকার করেছে যে এটি ছিল ‘অপ্রত্যাশিত ও অনিচ্ছাকৃত’ ঘটনা, যা নিয়ম পরিবর্তনের বিষয়ে আলোচনা উসকে দিতে পারে। সংস্থাটি জানিয়েছে, ‘উয়েফা এই নিয়ম পুনর্বিবেচনার জন্য ফিফা ও আইএফএবি-র (ফুটবলের আইনপ্রণয়নকারী সংস্থা) সঙ্গে আলোচনায় বসবে, যাতে অনিচ্ছাকৃত ডাবল টাচের ক্ষেত্রে আরও স্বচ্ছতা আনা যায়।’

যদিও এই সিদ্ধান্ত অ্যাথলেটিকো মাদ্রিদের জন্য দুঃস্বপ্নের মতো ছিল, তবে আলভারেজের ঘটনাটি ফুটবলের আইন পরিবর্তনের দিকে এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারে। বিশেষ করে, অনিচ্ছাকৃত ডাবল টাচের ক্ষেত্রে ভবিষ্যতে নিয়ম শিথিল করার বিষয়ে উয়েফা, ফিফা ও আইএফএবি নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে ভাবতে পারে।

তবে এখনকার জন্য, ফুটবল ইতিহাসের অন্যতম বিতর্কিত পেনাল্টি সিদ্ধান্ত হিসেবে থেকে যাবে আলভারেজের সেই শট, যা অ্যাথলেটিকোর চ্যাম্পিয়ন্স লিগ স্বপ্নকে এক নিমেষে শেষ করে দেয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হঠাৎ হৃদ্‌যন্ত্রের জটিলতা, তিন ঘণ্টার লড়াইয়ের পর বাঁচলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি

চট্টগ্রামে হঠাৎ ৩ থানার ওসি রদবদল 

আবারও কমলো স্বর্ণের দাম

বিশ্বকাপে শাহীন আফ্রিদিকে পাওয়া নিয়ে শঙ্কায় পাকিস্তান

মারা গেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, জানাজা কখন

থেমে গেল রোনালদোর টানা ১৪ বছরের ‘হ্যাটট্রিক’ সাম্রাজ্য

রেকর্ড, অবিশ্বাস আর বিস্ময়ের বছর—২০২৫ ক্রিকেটে পরিসংখ্যানের ঝড়

সবার সহযোগিতায় বাঁচাতে চান মুয়াজ্জিন মাহাবুব

ধূমপায়ীদের জন্য দুঃসংবাদ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান মারা গেছেন

১০

কান্নায় ভেঙে পড়লেন মার্কিন অভিনেত্রী

১১

ইয়েমেনের বন্দরে বোমা হামলার ব্যাখ্যা দিল সৌদি আরব

১২

কবরে খেজুর গাছের ডাল বা অন্য গাছের ডাল গেড়ে দেওয়া কি শরিয়তসম্মত?

১৩

তুরস্কজুড়ে ব্যাপক অভিযানে গ্রেপ্তার ১২৫

১৪

১৭০ টাকার জন্য ভাতিজিকে পিটিয়ে হত্যা

১৫

ভারতে বিপুল বিস্ফোরকবোঝাই গাড়ি জব্দ

১৬

ডিএনসির বিশেষ অভিযানে অবৈধ মদসহ গ্রেপ্তার ১

১৭

খালেদা জিয়ার বাসভবনে পাকিস্তানের স্পিকার ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীর অঘোষিত বৈঠক

১৮

দিপু দাসের মরদেহ গাছে ঝোলানো সেই যুবক গ্রেপ্তার

১৯

দেশে এমন জানাজা আগে কেউ দেখেনি 

২০
X