স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ মার্চ ২০২৫, ০৫:০১ পিএম
অনলাইন সংস্করণ

আলভারেজের বিতর্কিত পেনাল্টি বাতিলের বিষয়ে মুখ খুললেন রেফারি

বিতর্কিত সেই পেনাল্টি না দেওয়ার মুহূর্তটি নিয়ে কথা বলেছেন রেফারি মার্সিনিয়াক। ছবি : সংগৃহীত
বিতর্কিত সেই পেনাল্টি না দেওয়ার মুহূর্তটি নিয়ে কথা বলেছেন রেফারি মার্সিনিয়াক। ছবি : সংগৃহীত

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অব ১৬-এ অ্যাথলেটিকো মাদ্রিদ ও রিয়াল মাদ্রিদের মধ্যকার হাইভোল্টেজ ম্যাচে ঘটে যাওয়া অন্যতম বিতর্কিত মুহূর্ত ছিল জুলিয়ান আলভারেজের পেনাল্টি বাতিল। পোলিশ রেফারি সিজমন মার্সিনিয়াক অবশেষে এই সিদ্ধান্তের ব্যাখ্যা দিলেন, যা ফুটবলবিশ্বে ব্যাপক আলোড়ন তুলেছে।

অ্যাথলেটিকোর হয়ে দ্বিতীয় শট নিতে গিয়ে আলভারেজ পিচ্ছিল মাঠে পা ফসকে পড়ে যান। সেই মুহূর্তে, অভিযোগ ওঠে যে বলটি তার বাঁ পায়ে লেগে ডান পায়ের শটে জালে জড়িয়েছে—যা ফুটবলের নিয়ম অনুযায়ী ডাবল টাচ হিসেবে গণ্য হয়। রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা সঙ্গে সঙ্গেই আপত্তি জানালে রেফারি ভিএআর-এর সিদ্ধান্তের জন্য অপেক্ষা করেন। অবশেষে ভিএআর জানায় যে গোলটি বৈধ নয়, ফলে রিয়াল মাদ্রিদ ২-১ ব্যবধানে এগিয়ে যায়, যা শেষ পর্যন্ত অ্যাথলেটিকোর বিদায়ের পথ সুগম করে।

এই ঘটনাকে ঘিরে সমালোচনার ঝড় উঠলে অবশেষে মুখ খুললেন ম্যাচ রেফারি সিজমন মার্সিনিয়াক। ‘রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা আমাকে কিছু বলেনি, আমি নিজেই প্রথমে মনে করেছিলাম যে আলভারেজ বলটি বাঁ পায়ে লেগে তারপর শট নিয়েছে। আমি ভিএআরকে বলেছিলাম, ৯৯% নিশ্চিত এটি ডাবল টাচ,’—পোলিশ রেফারি তার সাক্ষাৎকারে বলেন।

যদিও তিনি স্বীকার করেছেন যে এমন পরিস্থিতির মুখোমুখি তিনি কখনও হননি। ‘সত্যি বলতে, আমার দীর্ঘ রেফারিং ক্যারিয়ারে এমন ঘটনা আগে কখনও দেখিনি। তবে খেলোয়াড়রা নিয়ম জানে এবং আমাদের দায়িত্ব সেটি প্রয়োগ করা,’—বলেন তিনি, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালও পরিচালনা করেছিলেন।

এদিকে বিতর্ক থামাতে ইউরোপিয়ান ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফাও একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করে। সংস্থাটি জানায়, ‘যদিও ডাবল টাচটি ছিল খুব সামান্য, আলভারেজ বলের সাথে তার সাপোর্টিং ফুটের মাধ্যমে যোগাযোগ করেছিলেন, যা বর্তমান নিয়ম অনুযায়ী গোল বাতিল করার যথেষ্ট কারণ।’

তবে একইসঙ্গে উয়েফা স্বীকার করেছে যে এটি ছিল ‘অপ্রত্যাশিত ও অনিচ্ছাকৃত’ ঘটনা, যা নিয়ম পরিবর্তনের বিষয়ে আলোচনা উসকে দিতে পারে। সংস্থাটি জানিয়েছে, ‘উয়েফা এই নিয়ম পুনর্বিবেচনার জন্য ফিফা ও আইএফএবি-র (ফুটবলের আইনপ্রণয়নকারী সংস্থা) সঙ্গে আলোচনায় বসবে, যাতে অনিচ্ছাকৃত ডাবল টাচের ক্ষেত্রে আরও স্বচ্ছতা আনা যায়।’

যদিও এই সিদ্ধান্ত অ্যাথলেটিকো মাদ্রিদের জন্য দুঃস্বপ্নের মতো ছিল, তবে আলভারেজের ঘটনাটি ফুটবলের আইন পরিবর্তনের দিকে এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারে। বিশেষ করে, অনিচ্ছাকৃত ডাবল টাচের ক্ষেত্রে ভবিষ্যতে নিয়ম শিথিল করার বিষয়ে উয়েফা, ফিফা ও আইএফএবি নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে ভাবতে পারে।

তবে এখনকার জন্য, ফুটবল ইতিহাসের অন্যতম বিতর্কিত পেনাল্টি সিদ্ধান্ত হিসেবে থেকে যাবে আলভারেজের সেই শট, যা অ্যাথলেটিকোর চ্যাম্পিয়ন্স লিগ স্বপ্নকে এক নিমেষে শেষ করে দেয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্প ও নেতানিয়াহুকে হত্যার ফতোয়া জারি করল ইরান

গাজা যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল

টিভিতে আজকের খেলা

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে অশালীন মন্তব্য, ছাত্রলীগ কর্মীর চুল কর্তন

০২ জুলাই : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

ঢাকায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

বুধবার ঢাকার যেসব এলাকায় মার্কেট বন্ধ

০২ জুলাই : আজকের নামাজের সময়সূচি

টিকাটুলিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

বিয়ের প্রলোভনে ‘ধর্ষণ’, পুলিশ সদস্য গ্রেপ্তার

১০

পরীক্ষায় নকল সরবরাহ করতে যান ছাত্রদল নেতা, অতঃপর...

১১

ছাত্রীদের হলে পুরুষ স্টাফ দিয়ে তল্লাশি

১২

দাম কমলো ইন্টারনেটের

১৩

ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা

১৪

পিআর পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা কতটা উপযোগী, ভাবার অনুরোধ তারেক রহমানের

১৫

বৈষম্যবিরোধী নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

১৬

জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ

১৭

শাহজালালে বোয়িং বিমানে লাগেজ ট্রলির আঘাত

১৮

আখতারকে রংপুর-৪ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা

১৯

মধ্যরাতে বরখাস্ত চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার

২০
X