স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ মার্চ ২০২৫, ০৫:৫১ এএম
আপডেট : ১৩ মার্চ ২০২৫, ০৯:১৩ এএম
অনলাইন সংস্করণ

টাইব্রেকারে আলভারেজের পেনাল্টি কেন বাতিল করা হলো?

আলভারেজের সেই পেনাল্টিটি। ছবি : সংগৃহীত
আলভারেজের সেই পেনাল্টিটি। ছবি : সংগৃহীত

রিয়াল মাদ্রিদ বনাম অ্যাথলেটিকো মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচ শেষ হয়েছে এক নাটকীয় ও বিতর্কিত টাইব্রেকারের মধ্য দিয়ে। ম্যাচ শেষে স্কোর ছিল ২-২ (অ্যাগ্রিগেট), কিন্তু পেনাল্টি শুটআউটে ৪-২ ব্যবধানে জয় তুলে নিয়েছে কার্লো আনচেলত্তির দল। তবে ম্যাচের সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে জুলিয়ান আলভারেজের পেনাল্টিটি, যা শেষ পর্যন্ত বাতিল করা হয় এবং অ্যাথলেটিকো মাদ্রিদের বিদায়ের কারণ হয়ে দাঁড়ায়।

আলভারেজের ‘দ্বৈত স্পর্শ’ পেনাল্টি: বিতর্কের জন্ম

পেনাল্টি শুটআউটে অ্যাথলেটিকোর হয়ে দ্বিতীয় শট নিতে আসেন জুলিয়ান আলভারেজ। কিন্তু তার শট নেওয়ার সময় তিনি পিচে পিছলে যান এবং বলটিকে দুই পায়ে স্পর্শ করেন—প্রথমে বাঁ পা এবং পরে ডান পা দিয়ে শট নেন। যদিও বল জালে জড়ায়।

রেফারি সিজমন মারচিনিয়াক প্রথমে গোলের সিদ্ধান্ত দেন, তবে ভিএআর থেকে সংকেত আসার পর তিনি গোল বাতিল করেন। এতে রিয়াল ২-১ ব্যবধানে এগিয়ে যায়, আর অ্যাথলেটিকোর খেলোয়াড়রা দ্বিধায় পড়ে যায়, কারণ মাঠে উপস্থিত কেউই তৎক্ষণাত পুরো ব্যাপারটি বুঝতে পারেননি।

এই বিতর্কের পরও অ্যাথলেটিকোর সামনে ফেরার সুযোগ ছিল। লুকাস ভাসকেজের শট ঠেকিয়ে দেন জান ওবলাক, কিন্তু সেই সুবিধা কাজে লাগাতে ব্যর্থ হন মার্কোস লোরেন্তে—তার শট বারে লেগে ফিরে আসে! এরপরই রিয়ালের হয়ে অ্যান্টোনিও রুডিগার শট জালে পাঠিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের টিকিট নিশ্চিত করেন।

আইনের দৃষ্টিতে আলভারেজের পেনাল্টি বাতিল কেন?

আইএফএবি’র ১০.৩ নম্বর আইন অনুযায়ী, যদি শ্যুটার রেফারির সংকেতের পর কোনো ভুল করেন, তাহলে সেটি ‘মিস’ হিসেবে গণ্য করা হবে এবং শ্যুটারকে হলুদ কার্ড দেওয়া হতে পারে। পাশাপাশি, ১৪.২ নম্বর আইন স্পষ্টভাবে উল্লেখ করে যে, ‘যদি শ্যুটার তার শট নেওয়ার পর আবার বল স্পর্শ করেন, তাহলে সেটি অনিয়ম হিসেবে গণ্য হবে এবং ফ্রি-কিক দেওয়া হবে।’

যেহেতু এটি টাইব্রেকার, তাই ফ্রি-কিকের পরিবর্তে শুধু আলভারেজের গোলটি বাতিল করা হয়।

আলভারেজ নিজে এই সিদ্ধান্তের বিরুদ্ধে তেমন কোনো প্রতিবাদ করেননি, যা হয়তো প্রমাণ করে যে তিনিও বুঝতে পেরেছিলেন, এটি অনিচ্ছাকৃত হলেও আইনবিরুদ্ধ। তবে ফুটবল আইনের এ ধরনের সূক্ষ্ম বিষয়গুলো আরও স্বচ্ছ করা দরকার, যাতে খেলোয়াড়, কোচ, ও দর্শকেরা ভবিষ্যতে এমন বিভ্রান্তির শিকার না হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোটে ‌‘হ্যাঁ’ দিলে কী পাবেন, ‌‘না’ দিলে কী পাবেন না

শরিফ ওসমান হাদির নামে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের হল

সিন্ডিকেটের থাবায় এলপি গ্যাসের দামে আগুন

জাপার মনোনয়নপত্র বাতিলের আলটিমেটাম, ইসি ঘেরাওয়ের ঘোষাণা

যেভাবে নিবন্ধিত মোবাইল ফোনের ডি-রেজিস্ট্রেশন করবেন

ইরানে বিক্ষোভকারীরা নিহত হলে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করবে : ট্রাম্প

আগামীর বাংলাদেশে পরিচয়ের ভিত্তিতে বিভাজন থাকবে না : আমীর খসরু

বরগুনায় জমি নিয়ে দ্বন্দ্ব, প্রতিবন্ধী যুবককে কুপিয়ে জখম

টাঙ্গাইলে স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে দেড় বছর পর মামলা

খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় ঢাকেশ্বরী মন্দিরে বিশেষ প্রার্থনা 

১০

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমানের মনোনয়ন বাতিল

১১

ফ্রেন্ড জোন থেকে বের হওয়ার ৪ উপায়

১২

‘ব্যবসায়ী’ আমির হামজার সম্পদ দেড় কোটি টাকার, গাড়ির দাম ২৫ লাখ

১৩

যশোরে বিএনপির প্রার্থীসহ পাঁচজনের মনোনয়ন বাতিল

১৪

শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৫

মার্চ ফর ইনসাফ কর্মসূচি ঘোষণা

১৬

সাধারণ শব্দেও যখন অসহ্য লাগে

১৭

হাদি হত্যার বিচার চেয়ে ঢাবি শিক্ষক মোনামীর কড়া বার্তা

১৮

দেশে মুক্তিযুদ্ধবিরোধী ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা চলছে : ইশরাক

১৯

সরকারের অনুমতিক্রমে সংক্ষিপ্ত পরিসরে খুরুজের জোড় শুরু

২০
X