স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ মার্চ ২০২৫, ০৫:৫১ এএম
আপডেট : ১৩ মার্চ ২০২৫, ০৯:১৩ এএম
অনলাইন সংস্করণ

টাইব্রেকারে আলভারেজের পেনাল্টি কেন বাতিল করা হলো?

আলভারেজের সেই পেনাল্টিটি। ছবি : সংগৃহীত
আলভারেজের সেই পেনাল্টিটি। ছবি : সংগৃহীত

রিয়াল মাদ্রিদ বনাম অ্যাথলেটিকো মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচ শেষ হয়েছে এক নাটকীয় ও বিতর্কিত টাইব্রেকারের মধ্য দিয়ে। ম্যাচ শেষে স্কোর ছিল ২-২ (অ্যাগ্রিগেট), কিন্তু পেনাল্টি শুটআউটে ৪-২ ব্যবধানে জয় তুলে নিয়েছে কার্লো আনচেলত্তির দল। তবে ম্যাচের সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে জুলিয়ান আলভারেজের পেনাল্টিটি, যা শেষ পর্যন্ত বাতিল করা হয় এবং অ্যাথলেটিকো মাদ্রিদের বিদায়ের কারণ হয়ে দাঁড়ায়।

আলভারেজের ‘দ্বৈত স্পর্শ’ পেনাল্টি: বিতর্কের জন্ম

পেনাল্টি শুটআউটে অ্যাথলেটিকোর হয়ে দ্বিতীয় শট নিতে আসেন জুলিয়ান আলভারেজ। কিন্তু তার শট নেওয়ার সময় তিনি পিচে পিছলে যান এবং বলটিকে দুই পায়ে স্পর্শ করেন—প্রথমে বাঁ পা এবং পরে ডান পা দিয়ে শট নেন। যদিও বল জালে জড়ায়।

রেফারি সিজমন মারচিনিয়াক প্রথমে গোলের সিদ্ধান্ত দেন, তবে ভিএআর থেকে সংকেত আসার পর তিনি গোল বাতিল করেন। এতে রিয়াল ২-১ ব্যবধানে এগিয়ে যায়, আর অ্যাথলেটিকোর খেলোয়াড়রা দ্বিধায় পড়ে যায়, কারণ মাঠে উপস্থিত কেউই তৎক্ষণাত পুরো ব্যাপারটি বুঝতে পারেননি।

এই বিতর্কের পরও অ্যাথলেটিকোর সামনে ফেরার সুযোগ ছিল। লুকাস ভাসকেজের শট ঠেকিয়ে দেন জান ওবলাক, কিন্তু সেই সুবিধা কাজে লাগাতে ব্যর্থ হন মার্কোস লোরেন্তে—তার শট বারে লেগে ফিরে আসে! এরপরই রিয়ালের হয়ে অ্যান্টোনিও রুডিগার শট জালে পাঠিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের টিকিট নিশ্চিত করেন।

আইনের দৃষ্টিতে আলভারেজের পেনাল্টি বাতিল কেন?

আইএফএবি’র ১০.৩ নম্বর আইন অনুযায়ী, যদি শ্যুটার রেফারির সংকেতের পর কোনো ভুল করেন, তাহলে সেটি ‘মিস’ হিসেবে গণ্য করা হবে এবং শ্যুটারকে হলুদ কার্ড দেওয়া হতে পারে। পাশাপাশি, ১৪.২ নম্বর আইন স্পষ্টভাবে উল্লেখ করে যে, ‘যদি শ্যুটার তার শট নেওয়ার পর আবার বল স্পর্শ করেন, তাহলে সেটি অনিয়ম হিসেবে গণ্য হবে এবং ফ্রি-কিক দেওয়া হবে।’

যেহেতু এটি টাইব্রেকার, তাই ফ্রি-কিকের পরিবর্তে শুধু আলভারেজের গোলটি বাতিল করা হয়।

আলভারেজ নিজে এই সিদ্ধান্তের বিরুদ্ধে তেমন কোনো প্রতিবাদ করেননি, যা হয়তো প্রমাণ করে যে তিনিও বুঝতে পেরেছিলেন, এটি অনিচ্ছাকৃত হলেও আইনবিরুদ্ধ। তবে ফুটবল আইনের এ ধরনের সূক্ষ্ম বিষয়গুলো আরও স্বচ্ছ করা দরকার, যাতে খেলোয়াড়, কোচ, ও দর্শকেরা ভবিষ্যতে এমন বিভ্রান্তির শিকার না হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালয়েশিয়ায় দুই বাংলাদেশির বিরুদ্ধে সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগ

হরিণের মাংসসহ আটক ৮

যে বিলাসবহুল নেশায় বছরে ৬০ কোটি টাকারও বেশি খরচ করেন হলান্ড

পাটুরিয়ায় ফেরিঘাটে ভাঙন, ৪ নম্বর ঘাটও ঝুঁকিতে

দুই কারণে বাড়ল জ্বালানি তেলের দাম

ত্বকের যত্নে ম্যাজিকের মতো কাজ করে যে ৫ ফল

আপনি কি জানেন, কেন তালার নীচে ছোট্ট ছিদ্র থাকে?

বিয়ের প্রস্তাব দেওয়ার পর জর্জিনাকে কত টাকার উপহার দিয়েছেন রোনালদো?

ফ্রিজে রাখা কাটা পেঁয়াজ কি খাওয়া উচিত, যা বলছেন বিশেষজ্ঞ

লুট হওয়া পাথর বালু ও মাটি দিয়ে আড়ালের চেষ্টা

১০

যেসব দেশে থাকার জন্য টাকা পাওয়া যায়

১১

বিশ্ববাজারে স্বর্ণের দাম এখন কত

১২

ডিএমপিতে অনলাইন জিডি করবেন যেভাবে

১৩

৪ জনের মরদেহ উদ্ধার / ‘আমরা বেঁচে থাকার চেয়ে মরে গেলাম সেই ভালো’ লেখা চিরকুটে আরও যা ছিল

১৪

ঝিনাইদহ সাংবাদিক ফোরাম ঢাকার পূর্ণাঙ্গ কমিটি গঠন 

১৫

পানিবন্দি মানুষের বাড়ি বাড়ি গিয়ে খিচুড়ি পৌঁছে দিলেন ইউএনও

১৬

১০৭ বছর বয়সেও চশমা ছাড়া কোরআন পড়েন নুর জাহান

১৭

প্রেম, স্মৃতি আর বিদায়ের গল্পে লিসা-কেনতারো

১৮

গোপালগঞ্জে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালিত

১৯

আমিরের সঙ্গে দিব্যর স্বপ্নময় মুহূর্ত

২০
X