শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ২৬ আশ্বিন ১৪৩২
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ০৯:৫৪ পিএম
আপডেট : ১০ জুলাই ২০২৫, ০৯:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

কিংবদন্তি মদরিচ ও ভাসকেজের বিদায়

লুকা মদরিচ ও লুকাস ভাসকেজ। ছবি : সংগৃহীত
লুকা মদরিচ ও লুকাস ভাসকেজ। ছবি : সংগৃহীত

অভিষেক ছিল স্বপ্নের মতো—রিয়াল মাদ্রিদের জার্সিতে প্রবল প্রতিপক্ষ বার্সেলোনার বিপক্ষে জয়, যা ২০১২ সালের সুপার কাপ শিরোপা নিশ্চিত করেছিল। শেষটা ছিল হতাশার। মাঝে ১২ বছর ১০ মাস ১২ দিন লুকা মদরিচকে এমন উচ্চতায় নিয়ে গেছে, যা সব ফুটবলারই স্বপ্নে দেখেন! তবে ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে পিএসজির বিপক্ষে রিয়াল মাদ্রিদের জার্সিতে শেষ ম্যাচ খেলে ফেললেন ক্রোয়েশিয়ান কিংবদন্তি!

টটেনহাম হটস্পার থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর ২০১২ সালের ২৯ আগস্ট অভিষেক ম্যাচে মেসুত ওজিলের বদলি হিসেবে মাঠে এসেছিলেন লুকা মদরিচ। বুধবার রাতে পিএসজির কাছে ৪-০ গোলে হারের ম্যাচে মাদ্রিদের জায়ান্টদের জার্সিতে শেষবারের মতো মাঠে এসেছেন ৬৪ মিনিটে, জুড বেলিংহামের বদলি হিসেবে।

মাদ্রিদে প্রায় ১৩ বছরের ট্রফি ভরা অধ্যায়ের সমাপ্তির পর ইতালিয়ান জায়ান্ট এসি মিলানে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন কিংবদন্তি মিডফিল্ডার। মাদ্রিদে ৫৯৭ ম্যাচ খেলেছেন, জিতেছেন ২৮ ট্রফি! যা ক্লাবটির গৌরবময় ইতিহাসে অন্য যে কোনো খেলোয়াড়ের চেয়ে বেশি; কিন্তু বিদায়টা সুখকর ছিল না। এ কারণে আক্ষেপ ছিল রিয়াল সংশ্লিষ্টদের মধ্যে।

‘এটি একটি তিক্ত সমাপ্তি’—ম্যাচের পর রিয়াল মাদ্রিদ কোচ জাবি আলোনসো আক্ষেপ করে বলছিলেন। সাবেক এ মিডফিল্ডার যোগ করেন, ‘তার পরও লুকা মদরিচ ক্লাবের একজন কিংবদন্তি। আমি তার সতীর্থ ছিলাম, এখন কোচ। লুকা (মদরিচ) একজন চমৎকার মানুষ। মাদ্রিদে তাকে চিরকাল স্মরণ করা হবে।’

লুকা মদরিচ রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর থেকে করিম বেনজেমাই (৫১৫) একমাত্র খেলোয়াড়, যিনি ক্লাবের হয়ে পাঁচ শতাধিক ম্যাচ খেলেছেন। টনি ক্রুস (৯৩) এবং করিম বেনজেমার (১১৮) পর মদরিচ (৮৮) একই সময়ে রিয়াল মাদ্রিদের হয়ে সবচেয়ে বেশি অ্যাসিস্ট করেছেন। সব মিলিয়ে ক্রোয়েশিয়ান বর্ষীয়ান এ মিডফিল্ডার রিয়াল মাদ্রিদের ৮৪২ গোলের সঙ্গে যুক্ত ছিলেন, যা ক্রুসের (৯৭৪) পর দ্বিতীয় সর্বোচ্চ। লুকা মদরিচের মতো রিয়াল মাদ্রিদ আবেগঘন বিদায় দিয়েছে লুকাস ভাসকেজকেও। লুকাস ভাসকেজ ক্লাবের যুব উন্নয়ন কার্যক্রম দিয়ে উঠে এসেছিলেন। মাঝে এস্পানিওলে কাটানোর পর ২০১৫-২০১৬ মৌসুমে ফিরে আসেন। ৪০২ ম্যাচ খেলা এ ফুটবলার ২৩ ট্রফি জিতেছেন ক্লাবটির হয়ে। ৩৮ গোল এবং ৭৩ অ্যাসিস্ট করা ভাসকেজ উইঙ্গার, ফুলব্যাক বা উইং-ব্যাক হিসেবে খেলার দক্ষতাসম্পন্ন। বিদায় বলা দুই খেলোয়াড়ই ম্যাচের শেষ মুহূর্তে মাঠে নেমেছিলেন, যখন পিএসজি ৩-০ গোলে এগিয়ে ছিল।

মদরিচ ২০১৮ সালে ক্রোয়েশিয়ার অসাধারণ বিশ্বকাপ অভিযানের পর ব্যালন ডি’অর জিতেছেন। ছয় চ্যাম্পিয়ন্স লিগ, চার স্প্যানিশ লিগ এবং চার ইউরোপিয়ান সুপার কাপের অংশ ছিলেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব, যা বললেন ছেলে জয়

শান্তিতে নোবেলজয়ী মারিয়াকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

দলে দলে ঘরে ফিরছে হাজারো গাজাবাসী

সাত কলেজের শিক্ষার্থীদের নতুন কর্মসূচি ঘোষণা

রাজধানী থেকে বগুড়া শহর আ. লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

হেফাজতে ইসলাম সবার জন্য পরামর্শকের দায়িত্ব পালন করছে :  এ্যানি

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবি প্রশাসনের বিরুদ্ধে শিক্ষার্থীদের ব্যক্তিগত তথ্য ফাঁসের অভিযোগ

ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার উৎসর্গ করলেন মারিয়া

দেশের ৪০ শতাংশ নারী থাইরয়েডে আক্রান্ত!

১০

‘এই পচা চালের ভাত কীভাবে খাব’

১১

‘পুলিশ এখন বানরের মতো’ বললেন ওসি হাবিবুল্লাহ

১২

ভেনেজুয়েলার বিপক্ষে যে একাদশ নিয়ে নামতে পারে আর্জেন্টিনা

১৩

গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরতে একমাত্র পথ সুষ্ঠু নির্বাচন : নীরব

১৪

যশোরের ৪ মহাসড়কে মহাদুর্ভোগ

১৫

সুদের টাকা না পেয়ে ঘরের টিন কাঠ খুঁটি খুলে নিলেন ইমাম

১৬

সৈয়দ মঞ্জুরুল ইসলামের মৃত্যুতে ঢাবি সাদা দলের শোক

১৭

কিউইদের কাছে বিশ্বকাপে বাংলাদেশের শোচনীয় পরাজয়

১৮

বিএনপি আইনের শাসনে বিশ্বাসী : ব্যারিস্টার অসীম

১৯

প্রত্যেক উপদেষ্টা বিদেশি নাগরিক : রুমিন ফারহানা

২০
X