অভিষেক ছিল স্বপ্নের মতো—রিয়াল মাদ্রিদের জার্সিতে প্রবল প্রতিপক্ষ বার্সেলোনার বিপক্ষে জয়, যা ২০১২ সালের সুপার কাপ শিরোপা নিশ্চিত করেছিল। শেষটা ছিল হতাশার। মাঝে ১২ বছর ১০ মাস ১২ দিন লুকা মদরিচকে এমন উচ্চতায় নিয়ে গেছে, যা সব ফুটবলারই স্বপ্নে দেখেন! তবে ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে পিএসজির বিপক্ষে রিয়াল মাদ্রিদের জার্সিতে শেষ ম্যাচ খেলে ফেললেন ক্রোয়েশিয়ান কিংবদন্তি!
টটেনহাম হটস্পার থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর ২০১২ সালের ২৯ আগস্ট অভিষেক ম্যাচে মেসুত ওজিলের বদলি হিসেবে মাঠে এসেছিলেন লুকা মদরিচ। বুধবার রাতে পিএসজির কাছে ৪-০ গোলে হারের ম্যাচে মাদ্রিদের জায়ান্টদের জার্সিতে শেষবারের মতো মাঠে এসেছেন ৬৪ মিনিটে, জুড বেলিংহামের বদলি হিসেবে।
মাদ্রিদে প্রায় ১৩ বছরের ট্রফি ভরা অধ্যায়ের সমাপ্তির পর ইতালিয়ান জায়ান্ট এসি মিলানে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন কিংবদন্তি মিডফিল্ডার। মাদ্রিদে ৫৯৭ ম্যাচ খেলেছেন, জিতেছেন ২৮ ট্রফি! যা ক্লাবটির গৌরবময় ইতিহাসে অন্য যে কোনো খেলোয়াড়ের চেয়ে বেশি; কিন্তু বিদায়টা সুখকর ছিল না। এ কারণে আক্ষেপ ছিল রিয়াল সংশ্লিষ্টদের মধ্যে।
‘এটি একটি তিক্ত সমাপ্তি’—ম্যাচের পর রিয়াল মাদ্রিদ কোচ জাবি আলোনসো আক্ষেপ করে বলছিলেন। সাবেক এ মিডফিল্ডার যোগ করেন, ‘তার পরও লুকা মদরিচ ক্লাবের একজন কিংবদন্তি। আমি তার সতীর্থ ছিলাম, এখন কোচ। লুকা (মদরিচ) একজন চমৎকার মানুষ। মাদ্রিদে তাকে চিরকাল স্মরণ করা হবে।’
লুকা মদরিচ রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর থেকে করিম বেনজেমাই (৫১৫) একমাত্র খেলোয়াড়, যিনি ক্লাবের হয়ে পাঁচ শতাধিক ম্যাচ খেলেছেন। টনি ক্রুস (৯৩) এবং করিম বেনজেমার (১১৮) পর মদরিচ (৮৮) একই সময়ে রিয়াল মাদ্রিদের হয়ে সবচেয়ে বেশি অ্যাসিস্ট করেছেন। সব মিলিয়ে ক্রোয়েশিয়ান বর্ষীয়ান এ মিডফিল্ডার রিয়াল মাদ্রিদের ৮৪২ গোলের সঙ্গে যুক্ত ছিলেন, যা ক্রুসের (৯৭৪) পর দ্বিতীয় সর্বোচ্চ। লুকা মদরিচের মতো রিয়াল মাদ্রিদ আবেগঘন বিদায় দিয়েছে লুকাস ভাসকেজকেও। লুকাস ভাসকেজ ক্লাবের যুব উন্নয়ন কার্যক্রম দিয়ে উঠে এসেছিলেন। মাঝে এস্পানিওলে কাটানোর পর ২০১৫-২০১৬ মৌসুমে ফিরে আসেন। ৪০২ ম্যাচ খেলা এ ফুটবলার ২৩ ট্রফি জিতেছেন ক্লাবটির হয়ে। ৩৮ গোল এবং ৭৩ অ্যাসিস্ট করা ভাসকেজ উইঙ্গার, ফুলব্যাক বা উইং-ব্যাক হিসেবে খেলার দক্ষতাসম্পন্ন। বিদায় বলা দুই খেলোয়াড়ই ম্যাচের শেষ মুহূর্তে মাঠে নেমেছিলেন, যখন পিএসজি ৩-০ গোলে এগিয়ে ছিল।
মদরিচ ২০১৮ সালে ক্রোয়েশিয়ার অসাধারণ বিশ্বকাপ অভিযানের পর ব্যালন ডি’অর জিতেছেন। ছয় চ্যাম্পিয়ন্স লিগ, চার স্প্যানিশ লিগ এবং চার ইউরোপিয়ান সুপার কাপের অংশ ছিলেন তিনি।
মন্তব্য করুন