স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৫, ১২:৫৭ পিএম
আপডেট : ০৩ এপ্রিল ২০২৫, ১২:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

আবারও বিতর্কে মরিনহো, এবার হারের পর টেনে ধরলেন প্রতিপক্ষ কোচের নাক

হোসে মরিনহো। ছবি : সংগৃহীত
হোসে মরিনহো। ছবি : সংগৃহীত

সাবেক রিয়াল মাদ্রিদ, চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেড কোচ হোসে মরিনহো আবারও বিতর্কের কেন্দ্রে! তুরস্কের ক্লাব ফেনারবাচের এই কোচ তুর্কি কাপে গালাতাসারায়ের কাছে হারের পর অদ্ভুত আচরণে সমালোচনার মুখে পড়েছেন। প্রতিপক্ষ কোচ ওকান বুরুকের নাক টেনে ধরে মাঠজুড়ে উত্তেজনা ছড়ান মরিনহো। ফুটবল বিশ্বে রীতিমতো ঝড় তুলে দিয়েছে এই ঘটনা!

তুর্কি কাপে গালাতাসারায়ের কাছে হারের পরও মাঠ ছেড়ে বিতর্কের কেন্দ্রে হোসে মরিনহো। ফেনারবাচের কোচ মরিনহো হারের হতাশা মেটাতে প্রতিপক্ষ কোচ ওকান বুরুকের নাক টেনে ধরেন! ঘটনাটি ঘটে ম্যাচের শেষ পর্যায়ে, যখন দুই দলের খেলোয়াড়দের মধ্যে বিশাল সংঘর্ষ বাঁধে এবং পুলিশ পর্যন্ত মাঠে প্রবেশ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ম্যাচে গালাতাসারায়ের হয়ে দুই গোল করেন ভিক্টর ওসিমেন, যার একটি আসে পেনাল্টি থেকে। ফেনারবাচের পক্ষে সেবাস্টিয়ান সিজমানস্কি বিরতির ঠিক আগ মুহূর্তে একটি গোল শোধ করেন। তবে ম্যাচের উত্তেজনা বাড়তে থাকায় শেষমেশ তিনজন খেলোয়াড়কে লাল কার্ড দেখতে হয় — ফেনারবাচের মের্ট হাকান ইয়ানদাস এবং গালাতাসারায়ের বারিস আলপার ইয়িলমাজ ও কেরেম দেমিরবাই।

এই বিশৃঙ্খলার মাঝেই মরিনহোকে দেখা যায় হঠাৎ করে বুরুকের নাক টেনে ধরতে। আহত ভঙ্গিতে মাটিতে লুটিয়ে পড়েন বুরুক। পরে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘পেছন থেকে এসে আমার নাক টেনে ধরেন মরিনহো। হালকা আঁচড় লেগেছে, তবে এটি খুব সৌজন্যমূলক কাজ নয়।’

এদিকে, গালাতাসারায়ের সহ-সভাপতি মেতিন ওজতুর্ক মরিনহোর আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এটি শুধু আমাদের কোচের ওপর আক্রমণ নয়, তুর্কি ফুটবলের মর্যাদার ওপরও আঘাত। মরিনহো কোথা থেকে এই সাহস পান? তুরস্ককে তিনি কী ভাবছেন?’

গালাতাসারায় তাদের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করে লিখেছে, ‘আক্রমণ নয়, হজম করুন!’ — ছবিতে বুরুককে হাসতে দেখা যায় মরিনহোর দিকে তাকিয়ে। আরেকটি পোস্টে কার্টুন আকারে মরিনহোর প্রতিকৃতি দিয়ে লেখা হয়েছে, ‘গালাতাসারায় আপনাকে পাগল করে দিচ্ছে!’

এটি মরিনহোর মৌসুমের আরও একটি বিতর্কিত ঘটনা। এর আগে ফেব্রুয়ারিতে গালাতাসারায়ের বিরুদ্ধে রেফারি নিয়ে মন্তব্য করায় চার ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছিলেন তিনি। এছাড়াও, একই দলের বিরুদ্ধে বর্ণবাদমূলক মন্তব্যের অভিযোগও উঠেছিল মরিনহোর বিরুদ্ধে, যা নিয়ে আদালতে মামলাও চলছে।

মরিনহোর এমন অপ্রত্যাশিত আচরণে ফুটবলবিশ্বে চলছে সমালোচনার ঝড়। তার পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। এবার কি আবারও বড় শাস্তির মুখে পড়তে যাচ্ছেন ‘স্পেশাল ওয়ান’? ফুটবল ভক্তরা এখন সেই প্রশ্নের উত্তর খুঁজছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন সহায়তা বন্ধে মৃত্যুর ঝুঁকিতে ১ কোটি ৪০ লাখেরও বেশি মানুষ

গুমের শিকার পারভেজের মেয়ের আকুতিতে কাঁদলেন তারেক রহমান

মুরাদনগরের সেই নারীর পরিবারের পাশে দাঁড়াল বিএনপি

‘ত্যাগের বিনিময়ে আমরা বৈষম্যহীন নতুন বাংলাদেশ পেয়েছি’

ইনসাফভিত্তিক মানবিক দেশ প্রতিষ্ঠার এখনই সময় : তারেক রহমান

‘আবু সাঈদের নামে দিবস দিতে সমস্যা কোথায়?’ 

শহীদের চেতনায় দেশকে উপলব্ধি করার আহ্বান তারেক রহমানের

‘রাতের ভোটের’ দায় স্বীকার করে জবানবন্দি দিলেন নুরুল হুদা

সাতক্ষীরার বৈষম্যবিরোধী নেতা সুহাইলের পদত্যাগ 

নকল সরবরাহ করতে গিয়ে ছাত্রদল নেতা আটক

১০

এইচএসসির তৃতীয় দিনে অনুপস্থিত ২৪৮৯১ জন 

১১

ক্ষমতাকেন্দ্রিক নয়, সংস্কারের পক্ষে জোট চায় এবি পার্টি

১২

ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ১০ বছর ধরে যে রণকৌশলে এগোচ্ছে ইরান

১৩

বাসযাত্রীর ব্যাগে মিলল বিপুল ইয়াবা, অতঃপর...

১৪

কুয়েট ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসির জন্য ৬৮ অধ্যাপকের আবেদন

১৫

ইতিহাস গড়ল চট্টগ্রাম বন্দর, কনটেইনার পরিবহনে রেকর্ড

১৬

৭০০ টাকার ব্রডব্যান্ড ৫০০ টাকায় দেওয়ার নির্দেশনা আইএসপিএবির

১৭

কেএমপি কমিশনারের পদত্যাগ দাবিতে রূপসা সেতুর টোল প্লাজা অবরোধ 

১৮

অসচ্ছল নারী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দিচ্ছে ঢাবি

১৯

ক্ষোভের মুখে সরানো হলো বিএনপির অনুষ্ঠানের উপস্থাপক এহসানকে

২০
X