আর্জেন্টিনার তৃতীয় বিভাগের ক্লাব সোল ডি মায়োতে যোগ দিয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। আগামী রবিবার (২৭ আগস্ট) আর্জেন্টাইন ক্লাবটির হয়ে অভিষেক হবে বাংলাদেশ অধিনায়কের।
শুক্রবার (২৫ আগস্ট) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে সোল ডি মায়োর হয়ে অভিষেকের বিষয়টি নিশ্চিত করেছেন জামাল।
সোল ডি মায়ো আর্জেন্টিনার তৃতীয় বিভাগে ষষ্ঠ স্থানে রয়েছেন। ‘ফেডারেল জোনা এ’ নামের টুর্নামেন্টে আগামী রোববার ক্লাব অ্যাটলেটিকো জার্মিনালের বিপক্ষে মাঠে নামবে জামালের সোল ডি মায়ো। বাংলাদেশ সময় রাত ৮টায় ম্যাচটি শুরু হবে বলে জানিয়েছে জামাল।
বাংলাদেশ অধিনায়ক ফেসবুক পোস্টে জানান, বাংলাদেশের দর্শকদের জন্য ম্যাচটি ফ্রিতে দেখার ব্যবস্থা করবে সোল ডি মায়ো। রোববার ম্যাচ শুরুর আগে খেলার লিংক দিবেন জামাল ভূইয়া।
২৩ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে জামালের ক্লাব সোল ডি মায়ো ষষ্ঠ অবস্থানে রয়েছে। অন্যদিকে সমান সংখ্যক ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে জার্মিনাল।
মন্তব্য করুন