ফরাসি ক্লাব রেঁনে থেকে পাঁচ বছরের চুক্তিতে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছেন বেলজিয়ান উইঙ্গার জেরমি ডোকু।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) এক বিবৃতির মাধ্যমে ডোকুর ম্যানসিটিতে আসার বিষয়টি নিশ্চিত করেছে গতবারের ট্রেবল জয়ী দলটি। ২১ বছর বয়সী এই খেলোয়াড়কে দলে ভেড়াতে ৫ কোটি ৫৪ লাখ পাউন্ড বা বাংলাদেশি প্রায় ৭৬৬ কোটি টাকা খরচ করেছে সিটি।
ম্যানসিটিতে যোগ দেওয়া ডোকু আলজেলিয়ান তারকা রিয়াদ মাহরেজের জায়গায় খেলবেন। সিটিতে ১১ নম্বর জার্সি পড়ে খেলবেন বেলজিয়ান উইঙ্গার। এছাড়া ম্যানসিটির অধিনায়ক কেভিন ডি ব্রুইনা ইনজুরিতে ছিটকে যাওয়ায় খেলোয়াড় সংকটে পড়ে পেপ গার্দিওলার দলটি।
২০২০ সালের ফরাসি লিগ ওয়ানের ক্লাব রেঁনেতে যোগ দিয়েছিলেন ডোকু। দলটির হয়ে সব ৯২টি ম্যাচ খেলে ১২ গোল করেন এই ২১ বছর বয়সী বেলজিয়ান তারকা। এ ছাড়া বেলজিয়াম জাতীয় দলের হয়ে ১৪ ম্যাচ খেলে ২টি গোল করেছেন ডোকু।
ট্রেবল জয়ী ম্যানসিটিতে যোগ দিয়ে উচ্ছ্বসিত ডোকু। তিনি অনুভূতি প্রকাশ করে বলেন, ‘আমার জন্য দারুণ একটি দিন, ব্যক্তিগত ও পেশাদার উভয় দিক থেকেই। ম্যানসিটি বিশ্বের সেরা দল, সেকারনে তাদের সঙ্গে যোগ দেওয়াটা স্পেশাল।’
রিয়াদ মাহরেজ সিটি ছাড়ার পর শূন্যতা পূরণ করার জন্য ওয়েস্ট হাম, টটেনহাম ও চেলসিকে পেছনে ফেলে ডোকুকে দলে টানেন পেপ গার্দিওলা। এবারের মৌসুমে সিটির তৃতীয় সাইনিং এই বেলজিয়ান উইঙ্গার। এর আগে চেলসি থেকে ক্রোয়েশিয়ান মিডফিল্ডার মাতেও কোভাচিচ এবং লাইপজিগ থেকে ডিফেন্ডার জেস্কো গাভারদিওলকে দয়ে নেয় ম্যানসিটি।
মন্তব্য করুন