স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ মে ২০২৫, ০১:০০ পিএম
অনলাইন সংস্করণ

ব্রাজিলের তারকাদের নিয়ে তীব্র সমালোচনায় রোমারিও!

রাফিনিয়া-ভিনিদের মধ্যে জয় পাওয়ার ক্ষুধা দেখেন না রোমারিও। ছবি : সংগৃহীত
রাফিনিয়া-ভিনিদের মধ্যে জয় পাওয়ার ক্ষুধা দেখেন না রোমারিও। ছবি : সংগৃহীত

একটা সময় যিনি ছিলেন ব্রাজিলের গোলমেশিন, ১৯৯৪ বিশ্বকাপজয়ী নায়ক। সেই রোমারিও এবার নিজের উত্তরসূরিদের নিয়ে মুখ খুললেন। এবং বললেন এমন সব কথা, যা বর্তমান ব্রাজিল দলে আগুন লাগিয়ে দিতে পারে।

ফুটবলে ব্রাজিল মানেই আবেগ, প্রতিভা, আর বিশ্বসেরা হওয়ার তাড়না। কিন্তু সাম্প্রতিক সময়ে নেই সেই ধার, নেই সেই দাপট। ২০২২ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়, এরপর ২০২৪ কোপা আমেরিকায় হতাশাজনক পারফরম্যান্স এবং ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বেও ধুঁকছে সেলেসাওরা। এর মাঝে, আগুনে মন্তব্য করে নড়েচড়ে বসালেন রোমারিও।

ব্রাজিলিয়ান গণমাধ্যম ‘গ্লোবো’-কে দেওয়া এক সাক্ষাৎকারে রোমারিও বলেন, ‘আমি দেখি খেলোয়াড়রা তাদের ক্লাবের জন্য অনেক বেশি খেলে, জাতীয় দলের জন্য ততটা নয়।’ তিনি আরও যোগ করেন, ‘আমি নিশ্চিত না তারা ইচ্ছাকৃতভাবে খারাপ খেলছে কিনা, কিন্তু তাদের কমিটমেন্টের স্তর স্পষ্টভাবে আলাদা।’

ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো গোয়েস ও রাফিনিয়ার মতো তারকারা রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনায় নিয়মিত ঝলক দেখালেও ব্রাজিলের জার্সিতে তারা যেন অন্য কেউ। এটাই ভাবিয়ে তুলেছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে।

রোমারিও স্পষ্ট ভাষায় বলেন, ‘আমার প্রজন্মে আমরা জাতীয় দলের জন্য সবকিছু উজাড় করে দিতাম। আমাদের মধ্যে ছিল জয় পাওয়ার ক্ষুধা। ওরা যদি সেটা বোঝে, তাহলে হয়তো জিতবে।’

তিনি আরও বলেন, ‘জাতীয় দল মানে ভিন্ন কিছু। আমি গর্বিত আমি সেখানে যা অর্জন করেছি, এবং সেটাই আমার ক্যারিয়ারকে সংজ্ঞায়িত করেছে।’

ব্রাজিল দলের সবচেয়ে বড় সমালোচনা আসে আর্জেন্টিনার বিপক্ষে ৪–১ গোলের লজ্জাজনক পরাজয়ের পর। ওই ম্যাচের আগে রাফিনিয়া বলেছিলেন, ‘আমরা আর্জেন্টিনাকে পিষে দেব... আমি অবশ্যই গোল করব।’

কিন্তু বাস্তবে ছিল উল্টো। রাফিনিয়া ছিলেন নিষ্প্রভ। আর এখন রোমারিও তার সেই মন্তব্য নিয়ে বলেন, ‘ওই ম্যাচের ফলাফল ভয়াবহ ছিল, এবং রাফিনিয়া প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেনি।’

এই ব্যর্থতার মাঝে নতুন আলোচনায় উঠে এসেছে এক সম্ভাবনা—রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি নাকি ব্রাজিলের ডাগআউটে বসতে যাচ্ছেন! ঠিক কবে তিনি দায়িত্ব নেবেন, সেটা এখনও নিশ্চিত নয়, কিন্তু তার আগমন যদি সত্যি হয়, তবে এই ব্রাজিল দলে চেহারার পরিবর্তন আশা করাই যায়।

রোমারিওর মন্তব্য অনেকের চোখে কঠিন, অনেকের চোখে দরকারি। কিন্তু প্রশ্ন রয়ে যায়—এই প্রজন্ম কি নিজেদের প্রমাণ করতে পারবে? নাকি হারিয়ে যাবে ফুটবলের অতলে?

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় পর্যায়ে সাংবাদিকদের নিয়ে বার্ষিক ক্রীড়া আসর আয়োজনের ভাবনা আমিনুল হকের

ফেসবুক পেজ জনপ্রিয় করার ৮ কৌশল

গুপ্তচরবৃত্তি ঠেকাতে নজিরবিহীন আইন করল রাশিয়া

চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানিকে দিলে গলার কাঁটা হয়ে দাঁড়াবে : ১২ দলীয় জোট

যুবদল নেতা কিবরিয়াকে কারা হত্যা করেছে, জানাল র‌্যাব

আদালতে পিবিআইর চার্জশিট, আত্মহত্যা করেছিলেন দুদকের পিপি নওরোজ

ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল আরও ৬ জনের

ফোবানা বৃত্তি পেলেন নূর নবীসহ জবির পাঁচ শিক্ষার্থী

পৌরসভার সার্ভেয়ারের ঘুষিতে প্রাণ গেল ট্রাকচালকের

পুত্রসন্তানকে প্রকাশ্যে আনলেন পরিণীতি-রাঘব

১০

পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা

১১

নাসিরুদ্দিনের প্রতি ফারহানের ক্ষোভ প্রকাশ

১২

বরিশালে আ.লীগ নেতা গ্রেপ্তার

১৩

শতক থেকে ১ রান দূরে মুশফিক, বাংলাদেশের সংগ্রহ ২৯২/৪

১৪

তারেক রহমানকে কটূক্তির অভিযোগে কনটেন্ট ক্রিয়েটরের নামে মামলা

১৫

যে কথা বলতে গিয়ে আল্লাহ ৭ বার শপথ করেছেন!

১৬

জাতিসংঘ প্রতিবেদনকে ঐতিহাসিক ঘোষণা দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১৭

গারো পাহাড়ের জঙ্গলে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ

১৮

জুলাই যোদ্ধা ও শহীদদের কাছে আমি আজীবন কৃতজ্ঞ : নুরুদ্দিন আহাম্মেদ অপু

১৯

বিশ্বমঞ্চে জামদানিতে মিথিলার চমক

২০
X