স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৫, ০১:০১ পিএম
আপডেট : ৩০ এপ্রিল ২০২৫, ০১:২৩ পিএম
অনলাইন সংস্করণ

হলুদ ছেড়ে লাল জার্সির খবরে প্রশ্নের মুখে ব্রাজিল!

চিরচেনা হলুদের জায়গায় লাল জার্সিতে দেখা যেতে পারে সেলেসাওদের। ছবি : সংগৃহীত
চিরচেনা হলুদের জায়গায় লাল জার্সিতে দেখা যেতে পারে সেলেসাওদের। ছবি : সংগৃহীত

ফুটবল মানেই ব্রাজিল, আর ব্রাজিল মানেই সেই চোখ ধাঁধানো হলুদ জার্সি। পেলে, জিকো, রোনালদো, রোনালদিনহো, নেইমার—যত কিংবদন্তি, তত স্মৃতি সেই হলুদ-সবুজ ছোঁয়ায়। অথচ ২০২৬ বিশ্বকাপের আগে, সেই পরিচিত রঙই যেন এক অচেনা মোড় নিল। একটি বিকল্প জার্সির ডিজাইন ফাঁস হতেই গোটা ব্রাজিলে শুরু হয়েছে বিতর্কের ঝড়। কারণ? ঐতিহ্য ভেঙে নতুন সেই জার্সির রঙ যে লাল এবং কালো!

প্রথমে খবরটি ছড়ায় জনপ্রিয় কিটবিষয়ক ওয়েবসাইট Footy Headlines-এর মাধ্যমে। তারা দাবি করে, এবারের বিশ্বকাপে ব্রাজিল দলের সেকেন্ড কিট হবে লাল-কালো রঙে, যা ১৯১৭ থেকে ১৯১৯ সালের পুরোনো জার্সির অনুপ্রেরণায় তৈরি। এই ডিজাইনকে ঘিরেই শুরু হয়েছে সমালোচনার তীব্র স্রোত।

প্রস্তাবিত সেই লাল-কালো জার্সি।

ধাপে ধাপে উত্তপ্ত হতে থাকে সামাজিক যোগাযোগমাধ্যম। শুধু ক্রীড়াঙ্গন নয়, এই বিতর্ক গড়িয়েছে রাজনীতির মাঠেও। লুলা সরকারের সমালোচকরা সরাসরি এই রঙ পরিবর্তনকে রাজনৈতিক বার্তা হিসেবে ব্যাখ্যা করছেন। সাবেক প্রেসিডেন্ট বলসোনারোর সমর্থকরা তো স্পষ্ট বলেই দিয়েছেন, ‘আমাদের পতাকা কখনোই লাল হবে না!’

সংসদেও ছড়িয়ে পড়ে বিতর্ক। ডানপন্থী সংসদ সদস্য জে ত্রোভাও এমনকি একটি বিল উত্থাপন করেছেন, যাতে দেশের যেকোনো প্রতিনিধিত্বমূলক প্রতিষ্ঠানের জন্য শুধুমাত্র পতাকার চারটি রঙ—সবুজ, হলুদ, নীল ও সাদা—ব্যবহার বাধ্যতামূলক করার দাবি তোলেন। তার কথায়, ‘লাল নয়, ব্রাজিল সবুজ-হলুদের দেশ।’

এতসব বিতর্কের মাঝে মুখ খুলতে বাধ্য হয় ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)। তারা জানিয়েছে, ফাঁস হওয়া ডিজাইনটি চূড়ান্ত নয়, শুধুমাত্র একটি স্কেচ মাত্র। তারা আরও জানিয়েছে, জার্সি প্রস্তুতকারী প্রতিষ্ঠান নাইকির সঙ্গে যৌথভাবে আলোচনা করেই চূড়ান্ত ডিজাইন প্রকাশ করা হবে আগামী মার্চে, বিশ্বকাপ শুরুর ঠিক আগে।

তবে বিতর্ক থামছে না। অনেকেই বলছেন, ২০২৩ সালে গিনিয়ার বিপক্ষে এক প্রীতি ম্যাচে ব্রাজিল যখন কৃষ্ণাঙ্গদের প্রতি সংহতি জানাতে কালো জার্সি পরেছিল, সেটা ছিল প্রতীকী পদক্ষেপ। কিন্তু এবারের রঙ বদল যেন স্থায়ী কোন বার্তা দিতে চাইছে—যা দেশের ঐতিহ্য ও সমর্থকদের আবেগে আঘাত দিচ্ছে।

বিশ্বকাপ মানেই ব্রাজিলের চোখধাঁধানো ফুটবল ও হলুদের ঝলক। এখন প্রশ্ন একটাই—এই ঐতিহ্য কি বদলে যাবে? না কি সমালোচনার চাপে আবার ফিরবে সেই চেনা রঙে পরিচিত ব্রাজিল? উত্তরের অপেক্ষায় গোটা ফুটবল দুনিয়া।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

তারেক রহমানকে কটূক্তির প্রতিবাদে ফার্মগেটে বিক্ষোভ

সকালে খালি পেটে গরম নাকি ঠান্ডা পানি পান করবেন

দুম্বার সংকর প্রজাতি উদ্ভাবন করলেন মেহেরপুরের খামারি

জুলাই শহীদ দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি আবু সাঈদের বাবা

ভারতে গেল প্রধান উপদেষ্টার উপহারের আম

এবার আমাদের লক্ষ্য সংসদ ভবন : নাহিদ

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর

বানরের উৎপাতে অতিষ্ঠ শিক্ষার্থীদের বিক্ষোভ

‘সংস্কার কমিশনকে বলেছি, ৫ আগস্টের আগে জুলাই সনদ করতে হবে’

১০

কোনো দলের সম্পদ নয়, গোপালগঞ্জ বাংলাদেশের : সারজিস

১১

ফিফার নিষেধাজ্ঞার তালিকায় আরও এক ক্লাব

১২

বিসিএস স্বাস্থ্য ক্যাডার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

১৩

ওসি পদায়নে ২২ দফা নীতিমালা

১৪

সত্যজিৎ রায়ের পৈতৃক সম্পত্তি মেরামতে সহযোগিতা দেবে ভার‍ত

১৫

যশোরে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারকে সেনাবাহিনীর সহায়তা

১৬

নতুন রাজনৈতিক দলের ঘোষণা ইমরান খানের সাবেক স্ত্রীর

১৭

তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে উত্তরায় বিএনপির বিক্ষোভ মিছিল 

১৮

কিছু ষড়যন্ত্রকারী দেশের স্থিতিশীলতা ব্যাহত করতে চায় : এনডিপি

১৯

চীন সফর শেষে দেশে ফিরেছেন জামায়াতের আমির

২০
X