স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৫, ০১:০১ পিএম
আপডেট : ৩০ এপ্রিল ২০২৫, ০১:২৩ পিএম
অনলাইন সংস্করণ

হলুদ ছেড়ে লাল জার্সির খবরে প্রশ্নের মুখে ব্রাজিল!

চিরচেনা হলুদের জায়গায় লাল জার্সিতে দেখা যেতে পারে সেলেসাওদের। ছবি : সংগৃহীত
চিরচেনা হলুদের জায়গায় লাল জার্সিতে দেখা যেতে পারে সেলেসাওদের। ছবি : সংগৃহীত

ফুটবল মানেই ব্রাজিল, আর ব্রাজিল মানেই সেই চোখ ধাঁধানো হলুদ জার্সি। পেলে, জিকো, রোনালদো, রোনালদিনহো, নেইমার—যত কিংবদন্তি, তত স্মৃতি সেই হলুদ-সবুজ ছোঁয়ায়। অথচ ২০২৬ বিশ্বকাপের আগে, সেই পরিচিত রঙই যেন এক অচেনা মোড় নিল। একটি বিকল্প জার্সির ডিজাইন ফাঁস হতেই গোটা ব্রাজিলে শুরু হয়েছে বিতর্কের ঝড়। কারণ? ঐতিহ্য ভেঙে নতুন সেই জার্সির রঙ যে লাল এবং কালো!

প্রথমে খবরটি ছড়ায় জনপ্রিয় কিটবিষয়ক ওয়েবসাইট Footy Headlines-এর মাধ্যমে। তারা দাবি করে, এবারের বিশ্বকাপে ব্রাজিল দলের সেকেন্ড কিট হবে লাল-কালো রঙে, যা ১৯১৭ থেকে ১৯১৯ সালের পুরোনো জার্সির অনুপ্রেরণায় তৈরি। এই ডিজাইনকে ঘিরেই শুরু হয়েছে সমালোচনার তীব্র স্রোত।

প্রস্তাবিত সেই লাল-কালো জার্সি।

ধাপে ধাপে উত্তপ্ত হতে থাকে সামাজিক যোগাযোগমাধ্যম। শুধু ক্রীড়াঙ্গন নয়, এই বিতর্ক গড়িয়েছে রাজনীতির মাঠেও। লুলা সরকারের সমালোচকরা সরাসরি এই রঙ পরিবর্তনকে রাজনৈতিক বার্তা হিসেবে ব্যাখ্যা করছেন। সাবেক প্রেসিডেন্ট বলসোনারোর সমর্থকরা তো স্পষ্ট বলেই দিয়েছেন, ‘আমাদের পতাকা কখনোই লাল হবে না!’

সংসদেও ছড়িয়ে পড়ে বিতর্ক। ডানপন্থী সংসদ সদস্য জে ত্রোভাও এমনকি একটি বিল উত্থাপন করেছেন, যাতে দেশের যেকোনো প্রতিনিধিত্বমূলক প্রতিষ্ঠানের জন্য শুধুমাত্র পতাকার চারটি রঙ—সবুজ, হলুদ, নীল ও সাদা—ব্যবহার বাধ্যতামূলক করার দাবি তোলেন। তার কথায়, ‘লাল নয়, ব্রাজিল সবুজ-হলুদের দেশ।’

এতসব বিতর্কের মাঝে মুখ খুলতে বাধ্য হয় ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)। তারা জানিয়েছে, ফাঁস হওয়া ডিজাইনটি চূড়ান্ত নয়, শুধুমাত্র একটি স্কেচ মাত্র। তারা আরও জানিয়েছে, জার্সি প্রস্তুতকারী প্রতিষ্ঠান নাইকির সঙ্গে যৌথভাবে আলোচনা করেই চূড়ান্ত ডিজাইন প্রকাশ করা হবে আগামী মার্চে, বিশ্বকাপ শুরুর ঠিক আগে।

তবে বিতর্ক থামছে না। অনেকেই বলছেন, ২০২৩ সালে গিনিয়ার বিপক্ষে এক প্রীতি ম্যাচে ব্রাজিল যখন কৃষ্ণাঙ্গদের প্রতি সংহতি জানাতে কালো জার্সি পরেছিল, সেটা ছিল প্রতীকী পদক্ষেপ। কিন্তু এবারের রঙ বদল যেন স্থায়ী কোন বার্তা দিতে চাইছে—যা দেশের ঐতিহ্য ও সমর্থকদের আবেগে আঘাত দিচ্ছে।

বিশ্বকাপ মানেই ব্রাজিলের চোখধাঁধানো ফুটবল ও হলুদের ঝলক। এখন প্রশ্ন একটাই—এই ঐতিহ্য কি বদলে যাবে? না কি সমালোচনার চাপে আবার ফিরবে সেই চেনা রঙে পরিচিত ব্রাজিল? উত্তরের অপেক্ষায় গোটা ফুটবল দুনিয়া।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যপ্রাচ্য ধ্বংস নিয়ে জর্ডানের রাজার বিস্ফোরক মন্তব্য

২১ মাস অনুপস্থিত থেকেও নিয়মিত বেতন উত্তোলন

ভাত খাওয়ার সঠিক সময় জানালেন বিশেষজ্ঞ

কাতার চ্যারিটির বাংলাদেশ অফিসে চাকরির সুযোগ

বাংলাদেশের সামনে আজ যে সমীকরণ

সাবেক জেলা পরিষদ সদস্য কালামের দেশত্যাগে নিষেধাজ্ঞা, সম্পদ জব্দ

যুবলীগ নেতা সুমন গ্রেপ্তার, অটোচালকদের মিষ্টি বিতরণ

৬ মাস জলাবদ্ধ, যাতায়াতের ভরসা বাঁশের সাঁকো

শীতে রক্তচাপ নিয়ে সতর্ক থাকা কেন জরুরি জানালেন চিকিৎসক

সরকার ভোজ্যতেলের দাম বাড়ায়নি : বাণিজ্য উপদেষ্টা

১০

ফরিদপুর বিভাগে শরীয়তপুরকে অন্তর্ভুক্ত না করার দাবিতে পদ্মা সেতু অবরোধ

১১

হজযাত্রীদের জন্য যে চার টিকা বাধ্যতামূলক করল সৌদি

১২

নিষেধাজ্ঞার মধ্যেও পদ্মার চরে জমজমাট ইলিশের বাজার

১৩

রাজশাহী ও বগুড়ায় বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে সিরিজ

১৪

যেসব সাধারণ কারণে পুরুষদের পেলভিক ব্যথা হয়

১৫

হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির পদক্ষেপ নেওয়া হয়েছে : দুদক চেয়ারম্যান

১৬

জামায়াত কর্মী মহিবুর হত্যা মামলায় ১৫ জনের যাবজ্জীবন

১৭

অভিযুক্ত সেনা কর্মকর্তাদের সেনা আইনে বিচার দাবি

১৮

চুরির অভিযোগে আটকদের আনতে গিয়ে পুলিশের গাড়ির চাবি চুরি

১৯

১৮ অক্টোবরের মধ্যে এনসিপি প্রতীক বাছাই না করলে সিদ্ধান্ত নেবে ইসি

২০
X