স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৫, ০১:০১ পিএম
আপডেট : ৩০ এপ্রিল ২০২৫, ০১:২৩ পিএম
অনলাইন সংস্করণ

হলুদ ছেড়ে লাল জার্সির খবরে প্রশ্নের মুখে ব্রাজিল!

চিরচেনা হলুদের জায়গায় লাল জার্সিতে দেখা যেতে পারে সেলেসাওদের। ছবি : সংগৃহীত
চিরচেনা হলুদের জায়গায় লাল জার্সিতে দেখা যেতে পারে সেলেসাওদের। ছবি : সংগৃহীত

ফুটবল মানেই ব্রাজিল, আর ব্রাজিল মানেই সেই চোখ ধাঁধানো হলুদ জার্সি। পেলে, জিকো, রোনালদো, রোনালদিনহো, নেইমার—যত কিংবদন্তি, তত স্মৃতি সেই হলুদ-সবুজ ছোঁয়ায়। অথচ ২০২৬ বিশ্বকাপের আগে, সেই পরিচিত রঙই যেন এক অচেনা মোড় নিল। একটি বিকল্প জার্সির ডিজাইন ফাঁস হতেই গোটা ব্রাজিলে শুরু হয়েছে বিতর্কের ঝড়। কারণ? ঐতিহ্য ভেঙে নতুন সেই জার্সির রঙ যে লাল এবং কালো!

প্রথমে খবরটি ছড়ায় জনপ্রিয় কিটবিষয়ক ওয়েবসাইট Footy Headlines-এর মাধ্যমে। তারা দাবি করে, এবারের বিশ্বকাপে ব্রাজিল দলের সেকেন্ড কিট হবে লাল-কালো রঙে, যা ১৯১৭ থেকে ১৯১৯ সালের পুরোনো জার্সির অনুপ্রেরণায় তৈরি। এই ডিজাইনকে ঘিরেই শুরু হয়েছে সমালোচনার তীব্র স্রোত।

প্রস্তাবিত সেই লাল-কালো জার্সি।

ধাপে ধাপে উত্তপ্ত হতে থাকে সামাজিক যোগাযোগমাধ্যম। শুধু ক্রীড়াঙ্গন নয়, এই বিতর্ক গড়িয়েছে রাজনীতির মাঠেও। লুলা সরকারের সমালোচকরা সরাসরি এই রঙ পরিবর্তনকে রাজনৈতিক বার্তা হিসেবে ব্যাখ্যা করছেন। সাবেক প্রেসিডেন্ট বলসোনারোর সমর্থকরা তো স্পষ্ট বলেই দিয়েছেন, ‘আমাদের পতাকা কখনোই লাল হবে না!’

সংসদেও ছড়িয়ে পড়ে বিতর্ক। ডানপন্থী সংসদ সদস্য জে ত্রোভাও এমনকি একটি বিল উত্থাপন করেছেন, যাতে দেশের যেকোনো প্রতিনিধিত্বমূলক প্রতিষ্ঠানের জন্য শুধুমাত্র পতাকার চারটি রঙ—সবুজ, হলুদ, নীল ও সাদা—ব্যবহার বাধ্যতামূলক করার দাবি তোলেন। তার কথায়, ‘লাল নয়, ব্রাজিল সবুজ-হলুদের দেশ।’

এতসব বিতর্কের মাঝে মুখ খুলতে বাধ্য হয় ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)। তারা জানিয়েছে, ফাঁস হওয়া ডিজাইনটি চূড়ান্ত নয়, শুধুমাত্র একটি স্কেচ মাত্র। তারা আরও জানিয়েছে, জার্সি প্রস্তুতকারী প্রতিষ্ঠান নাইকির সঙ্গে যৌথভাবে আলোচনা করেই চূড়ান্ত ডিজাইন প্রকাশ করা হবে আগামী মার্চে, বিশ্বকাপ শুরুর ঠিক আগে।

তবে বিতর্ক থামছে না। অনেকেই বলছেন, ২০২৩ সালে গিনিয়ার বিপক্ষে এক প্রীতি ম্যাচে ব্রাজিল যখন কৃষ্ণাঙ্গদের প্রতি সংহতি জানাতে কালো জার্সি পরেছিল, সেটা ছিল প্রতীকী পদক্ষেপ। কিন্তু এবারের রঙ বদল যেন স্থায়ী কোন বার্তা দিতে চাইছে—যা দেশের ঐতিহ্য ও সমর্থকদের আবেগে আঘাত দিচ্ছে।

বিশ্বকাপ মানেই ব্রাজিলের চোখধাঁধানো ফুটবল ও হলুদের ঝলক। এখন প্রশ্ন একটাই—এই ঐতিহ্য কি বদলে যাবে? না কি সমালোচনার চাপে আবার ফিরবে সেই চেনা রঙে পরিচিত ব্রাজিল? উত্তরের অপেক্ষায় গোটা ফুটবল দুনিয়া।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ বছর ধরে ভাত না খাওয়া সেই নিজাম উদ্দিনের পাশে তারেক রহমান

বগুড়ায় হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

অপ্রয়োজনীয় ব্যয় কমাতে কাজ করছে সরকার : বাণিজ্য উপদেষ্টা

কুয়েটে প্রকৌশলী অধিকার আন্দোলনের তিন দফা বাস্তবায়নের দাবি

শেখ হাসিনা পরিবারের বাড়ি-জমি জব্দ

সমাবেশের ঘোষণা শ্রমিক দলের

সহস্রাধিক প্রকৌশলী বেকার হওয়ার আশঙ্কা এআইওবির

ভিন্নমতের মুখ বন্ধে ভারতের তথ্য যুদ্ধ

‘ভারত-পাকিস্তান যুদ্ধ পরিস্থিতিতে আমাদের প্রস্তুত থাকতে হবে’

মুক্তবাণিজ্য এলাকা স্থাপনে জাতীয় কমিটি গঠন

১০

পাকিস্তানে সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১০

১১

বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

১২

প্রিপেইড গ্যাস মিটার নিয়ে তিতাসের সতর্কবার্তা

১৩

৮ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা

১৪

জনগণের ম্যান্ডেট নিয়েই সংবিধান পরিবর্তন করতে হবে : নাহিদ 

১৫

দ্য ইকোনমিস্টের প্রতিবেদন / ভারতকে অবশ্যই প্রমাণ করতে হবে কাশ্মীর হামলায় পাকিস্তান জড়িত

১৬

অন্তর্বর্তী সরকারকে ইসলামী আন্দোলনের আমিরের হুঁশিয়ারি

১৭

ভারতে কোচিং সেন্টারে বোমা হামলা

১৮

জবি শিক্ষার্থীর আত্মহত্যা প্ররোচনা মামলায় আটক ১

১৯

১৪ পুলিশ সুপারের বদলি

২০
X