জার্মান ফুটবলে ইতিহাস গড়া শেষ করেই স্প্যানিশ মাটিতে পা রাখতে চলেছেন জাবি আলোনসো। তিন মৌসুমে বায়ার লেভারকুজেনকে প্রথমবারের মতো বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বানানো এই কোচ নিশ্চিত করেছেন—এই মৌসুম শেষে ক্লাব ছাড়ছেন তিনি।
‘প্রায় তিন বছরের সফল পথচলার পর এই মৌসুমেই জাবি আলোনসো লেভারকুজেন ছেড়ে দিচ্ছেন,’—ক্লাবের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে।
শুক্রবার অনুশীলনের আগে খেলোয়াড়দের সামনে বিদায় বলেন আলোনসো। যদিও পরবর্তী গন্তব্য নিয়ে কিছুই আনুষ্ঠানিকভাবে বলেননি, স্পেনের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমগুলো দাবি করছে—আলোনসোর পরবর্তী ঠিকানা হতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ!
রিয়ালের সঙ্গে আলোনসোর নাম জড়িয়ে আছে ইতিহাসের পাতায়ও। ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত ক্লাবটির মিডফিল্ডে রাজত্ব করেছেন তিনি। এবার সেই ক্লাবেই ফিরতে পারেন কোচ হয়ে—কার্লো আনচেলত্তির স্থলাভিষিক্ত হয়ে।
রিয়ালের বর্তমান কোচ আনচেলত্তি ২৫ মে লা লিগার শেষ ম্যাচের পর বিদায় নেবেন বলে নিশ্চিত করেছে স্প্যানিশ দৈনিক Marca। তবে আলোনসো দায়িত্ব নেবেন ক্লাব বিশ্বকাপের পর। সেই সময়টুকু ক্লাব সামলাবেন অন্তর্বর্তী কোচ সান্তিয়াগো সোলারিও।
আলোনসোর নামই কেন আলোচনায় শীর্ষে?
এই অর্জনগুলোই রিয়াল মাদ্রিদের নজর কেড়েছে। সঙ্গে যোগ হয়েছে ‘হোমগ্রোন’ ফ্যাক্টর—সাবেক খেলোয়াড় হিসেবে ক্লাবের ঐতিহ্যও ধারণ করেন তিনি।
রিয়াল মাদ্রিদে জাবি আলোনসোর পরিসংখ্যান (২০০৯-২০১৪):
সম্ভাবনার দরজা খুলে গেছে। এবার অপেক্ষা শুধু আনুষ্ঠানিক ঘোষণার। জাবি আলোনসো কি সত্যিই ফিরছেন বার্নাব্যুতে, এইবার কোচ হয়ে?
মন্তব্য করুন