স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ মে ২০২৫, ১০:১৪ পিএম
অনলাইন সংস্করণ

রিয়ালের দুইয়ে দুইয়ে চার মিলে গেছে

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বায়ার লেভারকুজেন ছাড়ছেন জাবি আলোনসো, রিয়াল মাদ্রিদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছেন কার্লো আনচেলত্তি। দুইয়ে দুইয়ে চার মিলে যাচ্ছে—রিয়াল মাদ্রিদে আসছেন ক্লাবটির সাবেক মিডফিল্ডার জাবি আলোনসো; আর ব্রাজিলের দায়িত্ব নিতে যাচ্ছেন কার্লো আনচেলত্তি।

এ সংক্রান্ত গুঞ্জন আগেই ছিল। দুইয়ে দুইয়ে চার অঙ্কটা কষে ফেলেছে স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা। মার্কার এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ‘মে মাসের ২৫ তারিখ রিয়াল মাদ্রিদ তার ইতিহাসের অন্যতম গৌরবময় অধ্যায়ের সমাপ্তি টানবে।’ ইঙ্গিতটা কার্লো আনচেলত্তির দিকে। এ কোচের অধ্যায়কে ‘গৌরবময় ইতিহাস’ বলার কারণও আছে। বর্ষীয়ান ইতালিয়ান কোচ যা অর্জন করেছেন, তা কেবল মাদ্রিদের ইতিহাসেই নয়; বরং বিশ্ব ফুটবলের সোনালি অক্ষরে লেখা থাকবে। রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে আনচেলত্তির অর্জনের তালিকায় আছে তিন চ্যাম্পিয়ন্স লিগ, তিন ক্লাব বিশ্বকাপ, তিন ইউরোপিয়ান সুপার কাপ, দুই লা লিগা, দুই কোপা দেল রে এবং দুই স্প্যানিশ সুপার কাপ।

অলৌকিক কিছু ঘটলে তালিকায় যোগ হতে পারে বর্তমান লা লিগা শিরোপাও। যদিও ইতালিয়ান বিখ্যাত ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানান, শনিবারের এল ক্ল্যাসিকোর দু-তিন দিন পরই রিয়াল মাদ্রিদ আনচেলত্তির বিদায় আর আলোনসোর আগমনের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবে।

১৫ শিরোপা নিয়ে কার্লো আনচেলত্তি কিংবদন্তি মিগুয়েল মুনোজকে ছাড়িয়ে গেছেন। ২৫ মে এ কোচের বিদায়ের পর রিয়াল মাদ্রিদ জাবি আলোনসোর অধীনে নতুন অভিযানের সূচনা ঘটবে বলে পরিষ্কার ঘোষণাই দিয়ে দিল মার্কা। আনচেলত্তি এবং রিয়াল মাদ্রিদ চলতি মৌসুমের লা লিগা শিরোপা জয়ের আশায় তাদের ভবিষ্যতের বিষয়গুলো স্থগিত রাখার বিষয়ে একমত হয়েছেন। অন্যথায় এ সংক্রান্ত ঘোষণা এরই মধ্যে চলে আসত। মার্কা জানিয়েছে, দুপক্ষ ইতিবাচক আলোচনা করেছে। বন্ধুত্বপূর্ণ পরিবেশে এ ইতালিয়ান কোচকে বিদায় দেওয়া হবে। হতে পারে একটি আনুষ্ঠানিক বিদায় অনুষ্ঠানও।

মার্কা জানিয়েছে, আর্সেনালের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচের পর এ সংক্রান্ত চুক্তি সম্পন্ন হয়েছিল। ওই সময় কোচ এবং ক্লাবের পরিচালকরা কথা বলেন। তারা সিদ্ধান্তে উপনীত হন যে, উভয়ের জন্য আলাদা হওয়াটাই গ্রহণযোগ্য সমাধান। ওই সময় পর্যন্ত রিয়াল মাদ্রিদ পরিচালকরা বাজার যাচাই করছিলেন। যেখানে জাবি আলোনসো ছিলেন আগ্রহের প্রধান কেন্দ্রে। আনচেলত্তি জানতেন ব্রাজিল জাতীয় দলের দুয়ার তার জন্য উন্মুক্ত। পরে জাবি আলোনসো বায়ার লেভারকুজেন ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাতে সব অঙ্ক পরিষ্কার হয়ে যায়। রিয়াল মাদ্রিদে জাবি আলোনসো তিন বছরের চুক্তি স্বাক্ষর করবেন। এ কোচের সঙ্গী হয়ে আলবার্তো এনসিনাসকে আসবেন। এ ফিটনেস কোচ আলোনসোর সবচেয়ে বিশ্বস্ত সহযোগীদের একজন। ২০১১-২০১২ মৌসুমে বার্সেলোনায় কাজ করার অভিজ্ঞতা থাকা এনসিনাস যুক্তরাষ্ট্র, ডেনমার্কসহ বিভিন্ন দেশে কাজ করেছেন।

এদিকে আলোনসো আসার আগেই শুরু হয়েছে ক্লাবটির দলবদল সংক্রান্ত আলোচনা। এটা স্পষ্ট যে, দলে বড় পরিবর্তনের প্রয়োজন নেই। আলেক্সান্ডার আর্নল্ড আসছেন। প্রয়োজন একজন লেফট ব্যাক, সেন্টার ব্যাক এবং মিডফিল্ডারের। এটা পরিষ্কার যে, রিয়াল মাদ্রিদ নতুন রূপ পাওয়া ক্লাব বিশ্বকাপকে হালকাভাবে নিচ্ছে না। এ কারণেই আপৎকালীন কোচ দিয়ে আসর খেলার পরিবর্তে পছন্দের কোচকে আনার ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন সহায়তা বন্ধে মৃত্যুর ঝুঁকিতে ১ কোটি ৪০ লাখেরও বেশি মানুষ

গুমের শিকার পারভেজের মেয়ের আকুতিতে কাঁদলেন তারেক রহমান

মুরাদনগরের সেই নারীর পরিবারের পাশে দাঁড়াল বিএনপি

‘ত্যাগের বিনিময়ে আমরা বৈষম্যহীন নতুন বাংলাদেশ পেয়েছি’

ইনসাফভিত্তিক মানবিক দেশ প্রতিষ্ঠার এখনই সময় : তারেক রহমান

‘আবু সাঈদের নামে দিবস দিতে সমস্যা কোথায়?’ 

শহীদের চেতনায় দেশকে উপলব্ধি করার আহ্বান তারেক রহমানের

‘রাতের ভোটের’ দায় স্বীকার করে জবানবন্দি দিলেন নুরুল হুদা

সাতক্ষীরার বৈষম্যবিরোধী নেতা সুহাইলের পদত্যাগ 

নকল সরবরাহ করতে গিয়ে ছাত্রদল নেতা আটক

১০

এইচএসসির তৃতীয় দিনে অনুপস্থিত ২৪৮৯১ জন 

১১

ক্ষমতাকেন্দ্রিক নয়, সংস্কারের পক্ষে জোট চায় এবি পার্টি

১২

ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ১০ বছর ধরে যে রণকৌশলে এগোচ্ছে ইরান

১৩

বাসযাত্রীর ব্যাগে মিলল বিপুল ইয়াবা, অতঃপর...

১৪

কুয়েট ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসির জন্য ৬৮ অধ্যাপকের আবেদন

১৫

ইতিহাস গড়ল চট্টগ্রাম বন্দর, কনটেইনার পরিবহনে রেকর্ড

১৬

৭০০ টাকার ব্রডব্যান্ড ৫০০ টাকায় দেওয়ার নির্দেশনা আইএসপিএবির

১৭

কেএমপি কমিশনারের পদত্যাগ দাবিতে রূপসা সেতুর টোল প্লাজা অবরোধ 

১৮

অসচ্ছল নারী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দিচ্ছে ঢাবি

১৯

ক্ষোভের মুখে সরানো হলো বিএনপির অনুষ্ঠানের উপস্থাপক এহসানকে

২০
X