স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ মে ২০২৫, ০৫:১০ পিএম
অনলাইন সংস্করণ

আল নাসর ছাড়তে চান রোনালদো!

ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি : সংগৃহীত
ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি : সংগৃহীত

আবারও শিরোপা হাতছাড়া। আর তাতেই ক্রিশ্চিয়ানো রোনালদোর ধৈর্যের বাঁধ ভাঙতে শুরু করেছে বলে খবর! সৌদি ক্লাব আল-নাসরের সঙ্গে তার ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে ঘোর অনিশ্চয়তা। চুক্তি নবায়নের আলোচনা আপাতত থমকে গেছে। ফুটবল দুনিয়ায় এখন বড় প্রশ্ন—রোনালদো কি তাহলে আল-নাসর ছাড়ছেন?

স্প্যানিশ সংবাদমাধ্যম Marca-এর দাবি অনুযায়ী, চলতি সপ্তাহে আল-ইত্তিহাদের কাছে ৩-২ গোলে হারের পরই আল-নাসরের সঙ্গে রোনালদোর চুক্তি নবায়নের আলোচনা বন্ধ হয়ে গেছে। এর আগেই এএফসি চ্যাম্পিয়নস লিগ থেকে কাওয়াসাকি ফ্রন্টেলর বিপক্ষে সেমিফাইনালে ছিটকে পড়ে সৌদি জায়ান্টরা। এই পরপর ব্যর্থতায় হতাশ হয়ে পড়েছেন পর্তুগিজ তারকা।

রোনালদো নাকি দুই বছরের নতুন চুক্তিতে সই করতে চেয়েছিলেন। তবে সাম্প্রতিক ব্যর্থতা তাকে নতুন করে ভাবতে বাধ্য করছে—এমনটাই দাবি রিপোর্টের।

২০২৩ সালের শুরুতে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে সৌদি আরবের আল-নাসরে যোগ দিয়েছিলেন রোনালদো। সৌদি প্রো লিগের পোস্টার বয় হয়ে ওঠেন তিনি। কিন্তু দুই বছরে একটাও ট্রফি জেতা হয়নি তার ক্লাবের। ঘরোয়া লিগ হোক কিংবা এশিয়ান মঞ্চ—সবখানেই ব্যর্থতা।

এই ব্যর্থতায় রোনালদোর হতাশা এখন চরমে। Marca জানাচ্ছে, শুধু ক্লাব নয়, রোনালদোর নিজের পক্ষ থেকেও এখন চিন্তা চলছে—চুক্তি বাড়ানো উচিত হবে কিনা। এমনকি আল-নাসরও নাকি ভাবছে, তাকে ধরে রাখার মতো আর যৌক্তিক কিছু আছে কি না!

তবে একেবারে বিদায় ভাবছেন না রোনালদো। বরং তার লক্ষ্য অনেক বড়। ৪০ বছর বয়সেও তিনি খেলতে চান যতদিন না প্রতিযোগিতামূলক ফুটবলে ১,০০০ গোল ছুঁতে পারেন। বর্তমানে তার গোলসংখ্যা ৯৩৪।

এই লক্ষ্যের কথা আগেও বহুবার বলেছেন তিনি। এখন প্রশ্ন হচ্ছে, সেই লক্ষ্যে পৌঁছাতে তিনি কি আল-নাসরের হয়ে খেলতে থাকবেন, নাকি নতুন কোনো ক্লাবে গিয়ে শুরু করবেন নতুন অধ্যায়?

আল-নাসর এখন লিগ টেবিলে চতুর্থ স্থানে। এমন অবস্থানে তারা আগামী মৌসুমের এএফসি চ্যাম্পিয়নস লিগেও সরাসরি জায়গা পাচ্ছে না। সোমবার তাদের সামনে রয়েছে আল-আখদুদের বিপক্ষে ম্যাচ—যেখানে জয় খুবই গুরুত্বপূর্ণ।

রোনালদো মাঠে নামবেন ঠিকই। তবে তার মনের ভেতর যে বড় সিদ্ধান্তের দ্বিধা চলছে, তা আর গোপন নয়। বিশ্ব ফুটবল ভক্তরা তাই এখন অপেক্ষায়—রোনালদোর পরবর্তী পদক্ষেপ কী হতে যাচ্ছে?

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক মজনুর জানাজায় কবীর ভূঁইয়া

উচ্চ রক্তচাপ কোনো রোগ নয়, এটি একটি সতর্ক সংকেত

আলোচিত রুবেল হত্যা মামলা / ১৯ বছর পর রায়, ৪ আসামির মৃত্যুদণ্ড

আমিরাতে পালিয়েছেন এসটিসি নেতা আল-জুবাইদি

খালেদা জিয়া কর্মের জন্য অমর হয়ে থাকবেন : দুলু

পাসপোর্ট এনডোর্সমেন্ট ফি নিয়ে নতুন নির্দেশনা

জীবন বদলে দিতে পারে এমন ৫ অভ্যাস

সাতসকালে বোমা বিস্ফোরণ, প্রাণ গেল একজনের

কেমন থাকবে আজ ঢাকার আবহাওয়া

রাজশাহীর ৬ আসনে হলফনামা / ‘ধার ও দানের’ টাকায় নির্বাচন করবেন ৮ প্রার্থী

১০

মানসিক সক্ষমতা ধরে রাখার ৪ কার্যকর অভ্যাস

১১

রাজধানীতে আজ কোথায় কী

১২

আবারও বিশ্বসেরা আফগানিস্তানের জাফরান

১৩

আজ থেকে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা

১৪

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধা নিহত

১৫

শৈত্যপ্রবাহে কাঁপছে তেঁতুলিয়া

১৬

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১৭

আকিজ গ্রুপে বড় নিয়োগ

১৮

বাংলাদেশ ব্যাংকে চাকরির সুযোগ

১৯

৮ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

২০
X