স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ মে ২০২৫, ১২:২০ পিএম
আপডেট : ১৩ মে ২০২৫, ১২:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

ব্রাজিল কোচ হিসেবে যেসব সুবিধা পাবেন আনচেলত্তি

কার্লো আনচেলত্তি। ছবি: সংগৃহীত
কার্লো আনচেলত্তি। ছবি: সংগৃহীত

ইউরোপীয় ফুটবলের কিংবদন্তি কোচ কার্লো আনচেলত্তি এবার দক্ষিণ আমেরিকার সোনালি ফুটবল ইতিহাসে নতুন অধ্যায় রচনার জন্য প্রস্তুত। ৬৫ বছর বয়সী এই ইতালিয়ান কোচকে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত জাতীয় দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। তবে এই নিয়োগের আড়ালে লুকিয়ে আছে বেশ কিছু আলোচিত শর্ত ও অভাবনীয় আর্থিক সুবিধা।

রিয়াল মাদ্রিদের সঙ্গে চলতি মৌসুমের শেষ পর্যন্ত চুক্তি থাকলেও এরপরই তিনি সেলেসাওদের দায়িত্ব নিতে যাচ্ছেন। উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত তার সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করবে ব্রাজিল। স্প্যানিশ গণমাধ্যম ও ব্রাজিলের গ্লোবোর মতে এই চুক্তির আওতায় আনচেলত্তি প্রতি মাসে বেতন পাচ্ছেন প্রায় ৭ লাখ ৭০ হাজার ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ কোটি টাকা (৮৫৩,০০০ মার্কিন ডলার প্রায়)।

চুক্তির সবচেয়ে চমকপ্রদ অংশ হলো—আনচেলত্তি যদি ব্রাজিলকে ষষ্ঠবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন করতে পারেন, তাহলে তিনি পাবেন ৫ মিলিয়ন ইউরো অতিরিক্ত বোনাস, যা প্রায় ৫৭ কোটি টাকারও বেশি। শুধু তাই নয়, তার সুবিধার জন্য বরাদ্দ থাকবে একটি প্রাইভেট জেট, যাতে করে তিনি ইউরোপ ও দক্ষিণ আমেরিকার মধ্যে সহজেই যাতায়াত করতে পারেন।

ব্রাজিল ফুটবল কনফেডারেশনের সভাপতি এদনালদো রদ্রিগেস বলেছেন, ‘আনচেলত্তিকে আনার সিদ্ধান্ত কেবলমাত্র একটি কৌশলগত নিয়োগ নয়, এটি বিশ্বকে জানিয়ে দেওয়া—আমরা আবার বিশ্বের সেরা হতে চাই। তিনি ইতিহাসের সেরা কোচ, আর ব্রাজিল হল বিশ্বের সেরা দল। আমরা একসঙ্গে গৌরবময় অধ্যায় লিখতে যাচ্ছি।’

আর্জেন্টিনার বিপক্ষে মনুমেন্টাল স্টেডিয়ামে বিশাল ব্যবধানে হারের পর বরখাস্ত হন দরিভাল জুনিয়র। তার জায়গাতেই আনচেলত্তিকে আনছে ব্রাজিল। আনচেলত্তি প্রথমবারের মতো ব্রাজিলের হয়ে ডাগআউটে দেখা দিবেন জুন মাসে দক্ষিণ আমেরিকা বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে—প্রথম ম্যাচ ইকুয়েডরের বিপক্ষে (বাইরে) এবং দ্বিতীয়টি প্যারাগুয়ের বিপক্ষে (নিজ মাঠে)।

রিয়াল মাদ্রিদে আনচেলত্তির সহকারী হিসেবে কাজ করছেন তার ছেলে দাভিদ আনচেলত্তি। তবে ব্রাজিল দলে তার জায়গা হবে কিনা, তা এখনও নিশ্চিত নয়। ধারণা করা হচ্ছে আনচেলত্তি তার সঙ্গে আরও ৩ থেকে ৪ জন ইউরোপীয় কোচিং স্টাফকে ব্রাজিলে নিয়ে আসবেন।

আনচেলত্তি হতে যাচ্ছেন মাত্র চতুর্থ বিদেশি কোচ যিনি ব্রাজিল জাতীয় দলের দায়িত্বে আসছেন। এর আগে উরুগুয়ের রামোন প্লাতেরো (১৯২৫), পর্তুগালের জোরেকা (১৯৪৪), এবং আর্জেন্টিনার ফিলপো নুনিয়েজ (১৯৬৫) এই মর্যাদায় ছিলেন।

ব্রাজিল জাতীয় দলে আনচেলত্তির আগমন বিশ্ব ফুটবলে একটি বড় বার্তা। কোচ হিসেবে যিনি পাঁচবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন, তিনি এখন পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দলের স্বপ্ন ফেরত আনার দায়িত্বে। এখন দেখার বিষয়—‘কার্লেত্তো’ কতটা সফল হন নতুন এই চ্যালেঞ্জে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় গাইবেন আতিফ আসলাম, আয় যাবে জুলাই শহীদদের পরিবারে

ঢাকা-৭ আসনে ৩১ দফার প্রচারণা মীর নেওয়াজের

গভীর রাতে সাংবাদিক সোহেলকে তুলে নিয়ে গেছে ডিবি

বাংলাদেশের কাছে হারের পর যা বললেন ভারতের কোচ

ভারতের বিপক্ষে জয় ক্যারিয়ারের সেরা মুহূর্তের একটি : হামজা চৌধুরী

হাসিনাকে ফেরাতে দিল্লিকে চিঠি দিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়

রাজধানীতে রাতে গাড়িতে আগুন

পিপি কার্যালয়ের সামনে পটকা ফুটিয়ে ভীতির চেষ্টা

গভীর রাতে রাজধানীতে মার্কেটে আগুন

বাংলাদেশ দলকে জামায়াত আমিরের অভিনন্দন

১০

টানা ২ দফায় স্বর্ণের দাম কত কমলো দাম?

১১

বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে বন্ধ হচ্ছে ৫ সেবা

১২

পারিবারিক নির্যাতনের শিকার ঝালকাঠির শিশু রাইসার পাশে তারেক রহমান

১৩

ভারতকে হারিয়ে হামজাদের জন্য ২ কোটি টাকার তাৎক্ষণিক বোনাস

১৪

২২ বছর পর বাংলাদেশের ভারত বধে তারেক রহমানের অভিনন্দন

১৫

কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে আ.লীগ নেতার মৃত্যু

১৬

তারেকের দল নিয়ে যে তথ্য দিল ইসি

১৭

জনগণের ভালোবাসাই আমার শক্তি : ফারুক

১৮

কালবেলা-এসএমসি ডায়াপার গোলটেবিল বৈঠক / সম্মিলিত প্রচেষ্টায় সম্ভব শিশুর নিউমোনিয়া প্রতিরোধ

১৯

তিউনিসিয়ার বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

২০
X