স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ মে ২০২৫, ১২:৫৭ পিএম
আপডেট : ১৩ মে ২০২৫, ০২:২৫ পিএম
অনলাইন সংস্করণ

ম্যারাডোনা না মেসি—কাকে বেছে নিলেন স্কালোনি?

মেসি-ম্যারাডোনা প্রশ্নে শিষ্যকেই পছন্দ স্কালোনির। ছবি : সংগৃহীত
মেসি-ম্যারাডোনা প্রশ্নে শিষ্যকেই পছন্দ স্কালোনির। ছবি : সংগৃহীত

আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি দীর্ঘদিন ধরেই লিওনেল মেসির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছেন। বিশ্বজয়ী এই কোচ এবার মুখ খুলেছেন ফুটবল ইতিহাসের সবচেয়ে চর্চিত প্রশ্নের উত্তরে—মেসি নাকি ম্যারাডোনা, কে সেরা? স্পেনের সাংবাদিক সিরো লোপেজের সঙ্গে এক আলাপচারিতায় স্কালোনি জানিয়ে দিয়েছেন, ‘আমি লিওর পক্ষেই থাকছি।’

স্কালোনি ব্যাখ্যা করে বলেন, ‘আমি লিওকে দেখেছি, তাকে জানি। তবে তুলনা করাটা এখন আর কাজে আসবে না, কারণ দু’জনকেই উপভোগ করা উচিত। আমি নিশ্চিত, ওরা যে কোনো যুগে—৭০, ৮০, ৯০ দশক বা বর্তমান—সব সময়ই খেলতে পারত। কারণ, ভালো খেলোয়াড় মানেই ভালো খেলোয়াড়।’

আর্জেন্টিনার দুই কিংবদন্তির মধ্যে পার্থক্য নিয়ে স্কালোনির ভাষ্য, ‘দুজনেরই আলাদা ব্যক্তিত্ব, তবে দু’জনেই নেতা। লিও একটু অন্যভাবে সেটা প্রকাশ করে। যেমন ২০২১ সালের কোপা আমেরিকায় কলম্বিয়ার বিপক্ষে মেসির মাংসপেশিতে চোট ছিল। কিন্তু ড্রেসিংরুমে ফিজিও থেরাপি নিয়ে সে এমনভাবে মাঠে নামে, যেন কিছুই হয়নি!’

মেসির মতো তারকাকে কোচিং করানো কতটা চ্যালেঞ্জিং, এমন প্রশ্নে স্কালোনি জানান, ‘জয়ী খেলোয়াড়দের পরিচালনা করা সহজ। লিও এমন একজন যে পাঁচ বছর বয়স থেকেই শুধু জেতার মানসিকতায় বেড়ে উঠেছে। এমনকি অনুশীলনেও হারতে চায় না। তার ডিএনএতেই জেতা লেখা আছে।’

তিনি আরও বলেন, ‘তাকে যখন নির্দেশনা দিই, সে তা দ্রুত বুঝে নেয়। যদিও আমরা তাকে অন্যদের মতোই দেখি, কিন্তু জানি, সে তো শুধু আর দশজন নয়—সে আমাদের তুরুপের তাস!’

আলাপের একপর্যায়ে স্কালোনি ফিরে যান ১৯৯৩ সালে, যখন দিয়েগো ম্যারাডোনা নিউওয়েলস ওল্ড বয়েজে যোগ দেন। তখন স্কালোনি যুব দলে। স্মৃতিকাতর স্কালোনি বলেন, ‘তাকে স্বাগত জানাতে আমরা পতাকা উড়িয়েছিলাম। একটা ছবিও আছে, আমি দিয়েগোর পাশেই দাঁড়িয়ে। তার অনুশীলন দেখতে তখন পুরো বেলা ভিস্তা মাঠ থেমে যেত। সবাই গেটের ধারে ভিড় করত। তিনি শুধু নিউওয়েলস নয়, পুরো দেশের জন্যই এক স্থায়ী স্মৃতি হয়ে আছেন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাঙল শতরানের জুটি, শততম টেস্টে হাসল মুশফিকের ব্যাট

যে কারণে বাংলাদেশের পরবর্তী ম্যাচ খেলতে পারবেন না রাকিব-তপু

আজ বিশ্ব পুরুষ দিবস

দীনেশ চন্দ্র পালের আত্মার চিরশান্তি কামনায় প্রার্থনা সভা

একটানে জালে উঠল ২০০ মণ ইলিশ

এত বড় তারকা হয়েও হামজার মধ্যে বিন্দুমাত্র অহংকার নেই : পাপ্পু

ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন যেভাবে

বিএনপিসহ ৬টি রাজনৈতিক দলের সঙ্গে ইসির বৈঠক চলছে

নিউইয়র্কে ফ্ল্যাট, হীরাখচিত মুকুট ও ব্যক্তিগত বিমান, মিথিলা কি পাবেন সেই স্বপ্নের চাবি?

বিজয় দিবস উদযাপনে কোনো ধরনের নাশকতার শঙ্কা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

১০

গাজীপুরে কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

১১

ডিআরইউ ক্রিকেটে কালবেলার বিশাল জয়, ম্যান অব দ্যা ম্যাচ শেখ হারুন

১২

মেজর জলিল ছিলেন স্বাধীন বাংলাদেশের প্রথম রাজবন্দি : রাশেদ প্রধান

১৩

মডেল-অভিনেত্রী জিনা লিমার রহস্যময় মৃত্যু

১৪

খাসোগি হত্যার বিষয়ে কিছুই জানতেন না সৌদি যুবরাজ : ট্রাম্প

১৫

তারেক রহমানকে নিয়ে ‘সংকট সংগ্রামে সাফল্য’ শীর্ষক তথ্যচিত্র মুক্তি পাচ্ছে বৃহস্পতিবার

১৬

তারেক রহমানের জন্মদিনে ছাত্রদলের দোয়া ও শিক্ষা উপকরণ বিতরণের নির্দেশ

১৭

নির্বাচন উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন : প্রধান উপদেষ্টা

১৮

‘আশুলিয়ায় ছয়টি মরদেহ পেট্রোল ঢেলে পুড়িয়ে দেন ওসি সায়েদ ও এএসআই বিশ্বজিৎ’

১৯

স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট আনতে গ্রামীণফোন ও বিএসসিএলের চুক্তি

২০
X