স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ মে ২০২৫, ১২:৫৭ পিএম
আপডেট : ১৩ মে ২০২৫, ০২:২৫ পিএম
অনলাইন সংস্করণ

ম্যারাডোনা না মেসি—কাকে বেছে নিলেন স্কালোনি?

মেসি-ম্যারাডোনা প্রশ্নে শিষ্যকেই পছন্দ স্কালোনির। ছবি : সংগৃহীত
মেসি-ম্যারাডোনা প্রশ্নে শিষ্যকেই পছন্দ স্কালোনির। ছবি : সংগৃহীত

আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি দীর্ঘদিন ধরেই লিওনেল মেসির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছেন। বিশ্বজয়ী এই কোচ এবার মুখ খুলেছেন ফুটবল ইতিহাসের সবচেয়ে চর্চিত প্রশ্নের উত্তরে—মেসি নাকি ম্যারাডোনা, কে সেরা? স্পেনের সাংবাদিক সিরো লোপেজের সঙ্গে এক আলাপচারিতায় স্কালোনি জানিয়ে দিয়েছেন, ‘আমি লিওর পক্ষেই থাকছি।’

স্কালোনি ব্যাখ্যা করে বলেন, ‘আমি লিওকে দেখেছি, তাকে জানি। তবে তুলনা করাটা এখন আর কাজে আসবে না, কারণ দু’জনকেই উপভোগ করা উচিত। আমি নিশ্চিত, ওরা যে কোনো যুগে—৭০, ৮০, ৯০ দশক বা বর্তমান—সব সময়ই খেলতে পারত। কারণ, ভালো খেলোয়াড় মানেই ভালো খেলোয়াড়।’

আর্জেন্টিনার দুই কিংবদন্তির মধ্যে পার্থক্য নিয়ে স্কালোনির ভাষ্য, ‘দুজনেরই আলাদা ব্যক্তিত্ব, তবে দু’জনেই নেতা। লিও একটু অন্যভাবে সেটা প্রকাশ করে। যেমন ২০২১ সালের কোপা আমেরিকায় কলম্বিয়ার বিপক্ষে মেসির মাংসপেশিতে চোট ছিল। কিন্তু ড্রেসিংরুমে ফিজিও থেরাপি নিয়ে সে এমনভাবে মাঠে নামে, যেন কিছুই হয়নি!’

মেসির মতো তারকাকে কোচিং করানো কতটা চ্যালেঞ্জিং, এমন প্রশ্নে স্কালোনি জানান, ‘জয়ী খেলোয়াড়দের পরিচালনা করা সহজ। লিও এমন একজন যে পাঁচ বছর বয়স থেকেই শুধু জেতার মানসিকতায় বেড়ে উঠেছে। এমনকি অনুশীলনেও হারতে চায় না। তার ডিএনএতেই জেতা লেখা আছে।’

তিনি আরও বলেন, ‘তাকে যখন নির্দেশনা দিই, সে তা দ্রুত বুঝে নেয়। যদিও আমরা তাকে অন্যদের মতোই দেখি, কিন্তু জানি, সে তো শুধু আর দশজন নয়—সে আমাদের তুরুপের তাস!’

আলাপের একপর্যায়ে স্কালোনি ফিরে যান ১৯৯৩ সালে, যখন দিয়েগো ম্যারাডোনা নিউওয়েলস ওল্ড বয়েজে যোগ দেন। তখন স্কালোনি যুব দলে। স্মৃতিকাতর স্কালোনি বলেন, ‘তাকে স্বাগত জানাতে আমরা পতাকা উড়িয়েছিলাম। একটা ছবিও আছে, আমি দিয়েগোর পাশেই দাঁড়িয়ে। তার অনুশীলন দেখতে তখন পুরো বেলা ভিস্তা মাঠ থেমে যেত। সবাই গেটের ধারে ভিড় করত। তিনি শুধু নিউওয়েলস নয়, পুরো দেশের জন্যই এক স্থায়ী স্মৃতি হয়ে আছেন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাসিরুদ্দিনের প্রতি ফারহানের ক্ষোভ প্রকাশ

বরিশালে আ.লীগ নেতা গ্রেপ্তার

শতক থেকে ১ রান দূরে মুশফিক, বাংলাদেশের সংগ্রহ ২৯২/৪

তারেক রহমানকে কটূক্তির অভিযোগে কনটেন্ট ক্রিয়েটরের নামে মামলা

যে কথা বলতে গিয়ে আল্লাহ ৭ বার শপথ করেছেন!

জাতিসংঘ প্রতিবেদনকে ঐতিহাসিক ঘোষণা দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ

গারো পাহাড়ের জঙ্গলে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ

জুলাই যোদ্ধা ও শহীদদের কাছে আমি আজীবন কৃতজ্ঞ : নুরুদ্দিন আহাম্মেদ অপু

বিশ্বমঞ্চে জামদানিতে মিথিলার চমক

গণতন্ত্র চাইলে ‘মব ভায়োলেন্স’ থেকে সরে আসতে হবে : ফখরুল

১০

মঞ্চে মোদিকে পা ছুঁয়ে প্রণাম করলেন ঐশ্বরিয়া

১১

হেফাজতে থাকা আসামির বক্তব্য প্রচারের ব্যাখ্যা দিলেন আরএমপি কমিশনার

১২

ফের বাড়ল স্বর্ণের দাম, বিক্রিও চড়া

১৩

মুশফিককে প্রশংসায় ভাসিয়ে যা বললেন দুবারের বিশ্বকাপজয়ী পন্টিং

১৪

জকসু নির্বাচন / শহীদ সাজিদের কবর জিয়ারত করল ছাত্রদল সমর্থিত প্যানেল

১৫

জকসু উপলক্ষে ৯ ডিসেম্বর থেকে বন্ধ থাকবে উন্মুক্ত লাইব্রেরি

১৬

ভাঙল শতরানের জুটি, শততম টেস্টে হাসল মুশফিকের ব্যাট

১৭

যে কারণে বাংলাদেশের পরবর্তী ম্যাচ খেলতে পারবেন না রাকিব-তপু

১৮

আজ বিশ্ব পুরুষ দিবস

১৯

দীনেশ চন্দ্র পালের আত্মার চিরশান্তি কামনায় প্রার্থনা সভা

২০
X