ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১৩ মে ২০২৫, ০৮:১৩ পিএম
অনলাইন সংস্করণ

প্রিমিয়ারে ফিরছে পিডব্লিউডি

প্রিমিয়ার লিগে ফেরার পর পিডব্লিউডি স্পোর্টস ক্লাবের খেলোয়াড়দের উল্লাস। ছবি : সংগৃহীত
প্রিমিয়ার লিগে ফেরার পর পিডব্লিউডি স্পোর্টস ক্লাবের খেলোয়াড়দের উল্লাস। ছবি : সংগৃহীত

ঘরোয়া শীর্ষ লিগে ফিরে আসার আনন্দের আবহ ছিল ওয়ান্ডারার্স ক্লাব ও ইয়াংমেন্স ফকিরেরপুল ক্লাবে। সে বাতাস এখন বইছে পিডব্লিউডি স্পোর্টস ক্লাবের ওপর দিয়েও। পেশাদার ফুটবল কাঠামোর দ্বিতীয় স্তর, চ্যাম্পিয়নশিপ লিগে অন্তত রানার্সআপ হওয়াটা নিশ্চিত হয়েছে ক্লাবটির, যার অর্থ আগামী মৌসুমে প্রিমিয়ারে খেলার ছাড়পত্র পেয়েছে পিডব্লিউডি। কিন্তু প্রশ্ন হচ্ছে প্রিমিয়ারে ফিরলেও ওয়ান্ডারার্স ও ইয়াংমেন্স ক্লাব যেভাবে খুঁড়িয়ে পথ চলছে, পিডব্লিউডির বেলায় একই চিত্র দেখা যাবে না তো!

মঙ্গলবার (১৩ মে) চ্যাম্পিয়নশিপ লিগের ম্যাচে লিটল ফ্রেন্ডস সোসাইটিকে ৩-০ গোলে হারিয়ে উত্তরণ নিশ্চিত করেছে পিডব্লিউডি। লিগের তিন ম্যাচ এখনো বাকি। প্রিমিয়ারের ছাড়পত্র পাওয়ায় একটা লক্ষ্য পূরণ হয়েছে, এখনো আসল লক্ষ্য কিন্তু বাকি। সেটা চ্যাম্পিয়নশিপের শিরোপা নিশ্চিত করা।

আজ লিটল ফ্রেন্ডস সোসাইটিকে হারানোর পর পিডব্লিউডি স্পোর্টস ক্লাবের ম্যানেজার ইফতেখার সাদ স্থানীয় গণমাধ্যমকে বলছিলেন, ‘গত মৌসুমে আমরা দীর্ঘ সময় লিগ টেবিলের শীর্ষ ছিলাম, তারপরও কিন্তু প্রিমিয়ার খেলার যোগ্যতা অর্জন করতে পারিনি। এবার চ্যাম্পিয়নশিপ এখনো নিশ্চিত না হলেও প্রিমিয়ার লিগে খেলা নিশ্চিত হয়েছে।’

ঠিক কত বছর পর পিডব্লিউডি ক্লাব ঘরোয়া শীর্ষ লিগে ফিরল? উত্তরে সুনির্দিষ্টভাবে কিছু বলতে পারেননি ইফতেখার সাদ। তার কথায়, ‘ডকুমেন্ট নেই, তাই সুনির্দিষ্টভাবে বলতে পারছি না। যতটুকু জানি, ১৯৯৩-৯৪ সালের পর পিডব্লিউডি আর ফুটবলের শীর্ষ স্তরে খেলতে পারেনি। সেই হিসাবে আবার প্রায় ত্রিশ বছর পর প্রিমিয়ারে আসছে পিডব্লিউডি।’

১৫ ম্যাচ শেষে পিডব্লিউডির সংগ্রহ ৩৭ পয়েন্ট। আরামবাগ ক্রীড়া সংঘের সংগ্রহ ৩৩ এবং সিটি ক্লাবের ঝুলিতে আছে ২৭ পয়েন্ট। যার অর্থ পরের তিন ম্যাচ হারলেও অন্তত রানার্সআপ হচ্ছে পিডব্লিউডি। লিগের ১৫ রাউন্ড শেষে প্রিমিয়ারে উত্তরণ একদিকে নিশ্চিত, অন্যদিকে শিরোপাও হাতছানি দিচ্ছে ক্লাবটিকে, যা পিডব্লিউডি শিবিরে বাড়তি আনন্দ যোগ করতে পারে।

চ্যাম্পিয়নশিপ লিগ থেকে প্রিমিয়ারে উত্তরণ ঘটলেও বিভিন্ন ক্লাব নানা অজুহাতে ঘরোয়া শীর্ষ লিগে অংশগ্রহণ করা থেকে বিরত ছিল। মূলত আর্থিক কারণেই এমনটা দেখা গেছে। পিডব্লিউডির বেলায় তেমনটা ঘটার সম্ভাবনা কম। দলটির ম্যানেজার ইফতেখার সাদ জানালেন, এখন থেকেই প্রিমিয়ার লিগে খেলার শর্তগুলো পূরণে কাজ শুরু করব আমরা। তার কথায়, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রিমিয়ারে দল গঠনের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন। প্রিমিয়ার লিগে খেলতে নিবন্ধন ও কিছু আনুষ্ঠানিকতা প্রয়োজন। কাজগুলো আমরা আজ থেকেই শুরু করেছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে স্বল্পরানে আটকাল বাংলাদেশ

জালে আটকা গন্ধগোকুল উদ্ধার, পরে অবমুক্ত

বাসের চাকায় পিষ্ট হয়ে শিশুসহ নিহত ২ 

ক্যাশ বিভাগে লোকবল নেবে ইসলামী ব্যাংক

বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের ক্ষমতা ট্রাম্পের নেই : ফিফা

ফ্লোটিলার আটক যাত্রীদের নিয়ে ইসরায়েলের বার্তা

হাতিয়ায় যৌথবাহিনীর সহায়তায় শারদীয় দুর্গাপূজা সম্পন্ন

এনসিপিকে বেগুন-কলা-লাউসহ ৫০ প্রতীকের অপশন দিল ইসি

মোবাইল চুরির পর ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ, অতঃপর...

সবার প্রচেষ্টায় দুর্গাপূজা নির্বিঘ্ন হয়েছে : নজরুল ইসলাম আজাদ

১০

‘রক্তস্পন্দন’ ওয়েবপেজের যাত্রা শুরু, উদ্বোধন করলেন ডা. বিটু

১১

মাছ শিকারে যাচ্ছিলেন ইউপি চেয়ারম্যান, পথে মৃত্যু

১২

কক্সবাজার সৈকতে দেশের সর্ববৃহৎ প্রতিমা বিসর্জন

১৩

গোপালগঞ্জে বিভিন্ন মন্দিরে বিএনপির ৩১ দফার প্রচারণা 

১৪

সপ্তাহে ২ দিন ছুটিসহ নিয়োগ দিচ্ছে ব্র্যাক, পাবেন একাধিক সুবিধা

১৫

চট্টগ্রামে প্রতিমা বিসর্জনের মূল কেন্দ্র পতেঙ্গা, সুযোগ থাকবে অন্য স্থানেও

১৬

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব

১৭

একটি ছাড়া সুমুদ ফ্লোটিলার সব নৌযান ইসরায়েলের দখলে

১৮

কাকে সতর্ক করলেন জিৎ

১৯

ট্রেনের ধাক্কায় অটোরিকশা ছিটকে গেল ১০০ ফুট, মা-মেয়ে নিহত

২০
X