ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৪, ১০:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

কিক-অফের অপেক্ষায় বদলে যাওয়া লিগ

বসুন্ধরা কিংসের ফুটবলাররা । ছবি: সংগৃহীত
বসুন্ধরা কিংসের ফুটবলাররা । ছবি: সংগৃহীত

আগামীকাল (২৯ নভেম্বর) থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ। উদ্বোধনী দিনে মুন্সিগঞ্জ ব্রাদার্স ইউনিয়ন খেলবে বাংলাদেশ পুলিশের বিপক্ষে। গাজীপুরে মোহামেডান স্পোর্টিং ক্লাব খেলবে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের বিপক্ষে। বসুন্ধরা কিংস অ্যারেনায় বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ চট্টগ্রাম আবাহনী।

রাজনৈতিক পট পরিবর্তনে এবারের লিগে থাকছে না সাবেক দুই চ্যাম্পিয়ন—শেখ জামাল ধানমন্ডি ক্লাব এবং শেখ রাসেল ক্রীড়া চক্র। ঢাকা আবাহনী খেলছে বটে, তবে স্কোয়াডে নেই কোনো বিদেশি ফুটবলার। কোনোরকম একটা স্কোয়াড দাঁড় করিয়ে এবারের লিগ খেলতে নামছে চট্টগ্রাম আবাহনী। কাগজ-কলমের হিসাবে ভালো দল গড়েছে ব্রাদার্স ইউনিয়ন। সব মিলিয়ে আজ শুরু হতে যাওয়া লিগে থাকছে নতুনত্বের আবহ।

পরাশক্তি হিসেবে আত্মপ্রকাশের পর থেকে বসুন্ধরা কিংসের অর্জন ঈর্ষণীয়। ক্লাবটিকে সাফল্যর রঙে রাঙিয়ে বিদায় নিয়েছেন স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোন। সম্প্রতি কিংসের হয়ে অসাধারণ ফুটবল খেলা রবসন রবিনিয়োর সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামীকাল। সাফল্যের দুই কান্ডারিকে ছাড়া শুরু করবে টানা পাঁচবারের লিগ চ্যাম্পিয়নরা। বাংলাদেশ ২.০ চ্যালেঞ্জ কাপ ফাইনালে মোহামেডানকে হারিয়ে মৌসুমের সূচনা অবশ্য ভালো হয়েছে, যা দিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগ ব্যর্থতা ঢাকার মিশন শুরু হয়েছিল।

চট্টগ্রাম আবাহনী টিকে থাকার লড়াইয়ে এবারের লিগ শুরু করবে। বন্দরনগরীর ক্লাবটির দল গঠন নিয়ে আশঙ্কা ছিল। জাতীয় দলের সাবেক দুই ফুটবলার জাহিদ হাসান এমিলি ও মামুনুল ইসলাম এগিয়ে আসায় কোনোরকমে একটা দল দাঁড় করানো হয়েছে। তবে নানা সংকটের মধ্য দিয়ে পথ চলছে ক্লাবটি। এ অবস্থায় কতদূর যাওয়া যাবে—সময়ই বলতে পারে।

বসুন্ধরা কিংস গত মৌসুমে সর্বশেষ মোকাবিলায় চট্টগ্রাম আবাহনীকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছিল। বন্দরনগরীর ক্লাবটির বিপক্ষে হালের পরাশক্তিদের অধিপত্য পরিষ্কার—২০২২ সালের মার্চ থেকে ছয় মোকাবিলায় শতভাগ জয় তুলে নিয়েছে বসুন্ধরা কিংস। ম্যাচগুলোতে ২০ গোল করা কিংস হজম করেছে মাত্র একটি।

অভিজ্ঞ, উদীয়মান এবং কিছু প্রতিষ্ঠিত পারফরমার নিয়ে দল গড়েছে ব্রাদার্স ইউনিয়ন। জামাল ভূঁইয়াকে স্কোয়াডে যুক্ত করা হয়েছে, কিন্তু গোপীবাগের ক্লাবটিতে এ মিডফিল্ডারের খেলা এখনো নিশ্চিত হয়নি। নিবন্ধন সংক্রান্ত জটিলতা দূর হলে মাঠে নামতে পারবেন জাতীয় দলের সাবেক অধিনায়ক।

২০১৭-১৮ মৌসুমের পর প্রথমবারের মতো জয় দিয়ে প্রিমিয়ার লিগ শুরুর লক্ষ্য নিয়ে মাঠে নামবে ব্রাদার্স ইউনিয়ন। গত মৌসুমে দুই দল সর্বশেষ মুখোমুখি হয়েছিল ময়মনসিংহে। ম্যাচে বাংলাদেশ পুলিশ ২-০ গোলে জিতেছিল। শেষ পাঁচ প্রিমিয়ার লিগ ম্যাচে ব্রাদার্সের বিপক্ষে অপরাজিত রয়েছে পুলিশ। এ সময় তিন জয়ের বিপরীতে দুই ম্যাচ ড্র হয়েছে। ২০২০ সালের মার্চের পর থেকে বাংলাদেশ পুলিশের বিপক্ষে জয়শূন্য ব্রাদার্স।

একসময় ঢাকার মাঠে আগুন ঝরানো দ্বৈরথ ছিল মোহামেডান-ওয়ান্ডারার্সের মধ্যে। ওয়ান্ডারার্স শীর্ষ পর্যায় থেকে ছিটকে যাওয়ায় ঐতিহ্যবাহী দুই ক্লাবের দ্বৈরথও থেমে গিয়েছিল। ওয়ান্ডারার্স শীর্ষ লিগে ফিরেছে বটে, তবে মোহামেডানের মতো জায়ান্টের সঙ্গে কতটুকু লড়াই করতে পারবে, তা নিয়ে সন্দেহ থাকছেই।

শুক্রবারের সূচী

ম্যাচ ভেন্যু সময়

ব্রাদার্স-পুলিশ মুন্সিগঞ্জ ২:৩০ মি.

ওয়ান্ডারার্স-মোহামেডান গাজীপুর ২:৩০ মি.

বসুন্ধরা কিংস-চট্ট. আবাহনী কিংস অ্যারেনা ৫:৩০ মি.

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাতের হোটেলের পাওনা চাওয়ায় গুলি

ব্যক্তি স্বার্থে দলকে ব্যবহার করা যাবে না : সেলিমুজ্জামান

‘জনগণের অধিকার ও মৌলিক চাহিদা নিশ্চিত করতে কাজ করছে বিএনপি’

নিউইয়র্কের প্রবাসীদের এনআইডি কার্যক্রমের উদ্বোধন

কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর

ফের জামায়াতের সমালোচনা করলেন হেফাজত আমির

জবি ক্যাম্পাসে ছাত্রদল নেতা হাসিবুলের প্রথম জানাজা সম্পন্ন

গণতন্ত্রে উত্তরণে বিশ্বের সমর্থন পাওয়া গেছে : মির্জা ফখরুল

আমরা পা ছেড়ে মাথার রগে ফোকাস করছি, মজার ছলে সর্ব মিত্র

নাটকীয় ম্যাচ জিতে টাইগারদের সিরিজ জয়

১০

জবি ছাত্রদল নেতার মৃত্যুতে হাসপাতালে ভিপি সাদিক কায়েম

১১

হঠাৎ খিঁচুনিতে জবি ছাত্রদল নেতার মৃত্যু

১২

আবারও ইনজুরিতে ইয়ামাল

১৩

ঈদগাহের নামকরণ নিয়ে দ্বন্দ্ব, দুই গ্রামবাসীর সংঘর্ষ

১৪

খুলনায় ছেলের হাতে বাবা খুন

১৫

চাকসু নির্বাচন / ১৫ সেকেন্ডে দিতে হবে ১ ভোট

১৬

‘ভোটের অধিকার না থাকায় শ্রমজীবীরা বেশি অমর্যাদার শিকার’

১৭

এক গ্রামে ১১ জনের শরীরে মিলল অ্যানথ্রাক্সের উপসর্গ

১৮

থানায় জিডি করলেন সালাউদ্দিন টুকু

১৯

সংস্কৃতির ভেতরেই রাজনীতির সৃজনশীলতা নিহিত : দুদু

২০
X