স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ মে ২০২৫, ০১:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

২০৩১ সাল পর্যন্ত বার্সায় থাকছেন ইয়ামাল

লামিন ইয়ামাল। ছবি : সংগৃহীত
লামিন ইয়ামাল। ছবি : সংগৃহীত

১৭ বছর বয়সেই বার্সেলোনার মূল দলের প্রাণভোমরা হয়ে উঠেছেন লামিন ইয়ামাল। আর এবার ক্লাবটির সঙ্গে ২০৩১ সাল পর্যন্ত দীর্ঘমেয়াদি নতুন চুক্তির দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন এই তরুণ উইঙ্গার—বিশ্বস্ত সূত্রে এমনটাই জানিয়েছে ইএসপিএন ও ইউরোপের বড় সব গণমাধ্যম।

বার্সার সভাপতি হোয়ান লাপোর্তা ও ইয়ামালের এজেন্ট হোর্হে মেন্দেসের মধ্যে সোমবারের ইতিবাচক বৈঠকের পর দ্রুতই নতুন চুক্তির ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বর্তমান চুক্তি অনুযায়ী ২০২৬ সাল পর্যন্ত বার্সেলোনায় থাকার কথা ইয়ামালের। তবে ১৮ বছর পূর্ণ হওয়ার (১৩ জুলাই) আগেই ক্লাব চাইছে তাকে দীর্ঘমেয়াদে বেঁধে ফেলতে।

২০২৩ সালে স্বাক্ষরিত বর্তমান চুক্তিটি মাত্র তিন বছরের ছিল, কারণ ১৮ বছরের নিচে কোনো খেলোয়াড়ের বেশি মেয়াদের চুক্তি আইনিভাবে বৈধ নয়। এবার নতুন চুক্তির মাধ্যমে তার বেতন বাড়ানোর পাশাপাশি রাখা হবে একাধিক পারফরম্যান্স বোনাস—যেমন ব্যালন ডি’অর জয়ের জন্য আলাদা বোনাস ধরা হয়েছে!

সভাপতি লাপোর্তা আগেই ইঙ্গিত দিয়েছিলেন, ইয়ামালের জন্য ‘বিশেষ’ বরাদ্দ থাকবে। এই নতুন চুক্তিতে সেই প্রতিশ্রুতিই বাস্তবায়ন হচ্ছে।

হান্সি ফ্লিকের অধীনে ইয়ামাল এখন দলটির অবিচ্ছেদ্য অংশ। চলতি মৌসুমে বার্সার ঐতিহাসিক ঘরোয়া ট্রেবল জয়ে (লা লিগা, কোপা দেল রে, স্প্যানিশ সুপারকোপা) তার অবদান ছিল অনন্য—৫৫ ম্যাচে ১৮ গোল ও ২৫ অ্যাসিস্ট, যার মধ্যে আছে রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্লাসিকো ও ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের ঝলমলে পারফরম্যান্স।

ক্লাব সূত্র বলছে, ইয়ামালকে ঘিরেই আগামী এক দশকের পরিকল্পনা সাজাচ্ছে বার্সেলোনা। তার সঙ্গে নতুন চুক্তির পাশাপাশি সম্প্রতি পেদ্রি, গাভি, পাও কুবারসি ও রাফিনিয়ও চুক্তি নবায়ন করেছেন। একে একে নতুন প্রজন্মের ভিত্তি গড়ে তুলছে বার্সা।

বার্সার পাশাপাশি জাতীয় দল স্পেনের হয়েও আলো ছড়াচ্ছেন ইয়ামাল। গত ইউরো জয়ের পথে ‘লা রোহা’র অন্যতম সেরা খেলোয়াড় ছিলেন তিনি। এরই মধ্যে তিনি জিতেছেন কোপা ট্রফি, গোল্ডেন বয় অ্যাওয়ার্ড, এবং লরিয়াস অ্যাওয়ার্ডে বছরের সেরা উদীয়মান তারকার পুরস্কার।

মাত্র সাত বছর বয়সে লা মাসিয়ায় পা রাখা ইয়ামাল মাত্র ১৫ বছর বয়সে বার্সার মূল দলে অভিষেক ঘটান জাভির অধীনে। এরপর যা করেছেন, তা যেন রূপকথার গল্প। নতুন এই চুক্তি তাঁকে বার্সার ইতিহাসের অন্যতম প্রতীকী খেলোয়াড়দের কাতারেও নিয়ে যেতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাকিবের প্রিন্স সিনেমায় যুক্ত হলেন ফারিণ

প্রবাসীদের ভোটদান সহজতর করা না হলে ভোটাধিকারের মূল্য নেই

বরিশালে দফায় দফায় সংঘর্ষ, অর্ধ শতাধিক বাস ভাঙচুর

১৩৩ আসনে প্রার্থী ঘোষণা গণফোরামের

সাধারণ কর্মী হিসেবে আপনাদের পাশে থাকতে চাই : নজরুল ইসলাম আজাদ

রাজধানীতে ৩ ঘণ্টায় পাঁচ ককটেল বিস্ফোরণ

দুই ছেলের নির্যাতনের শিকার হলেন বৃদ্ধ বাবা

বাংলাদেশের জার্সিতে প্রথম জয় পেতে মরিয়া সামিত সোম

সন্ধ্যার পর হাতিরঝিলে ককটেল বিস্ফোরণ

এই ৬ কাজ করছেন? মুহূর্তেই বর্ষিত হবে আল্লাহর লানত

১০

নিরাপত্তা উপদেষ্টার ভারত সফর আঞ্চলিক শান্তির প্রয়াস : মুশফিকুর রহমান

১১

নতুন বিপদে গাজার বাসিন্দারা

১২

যে একাদশ নিয়ে সেনেগালের বিপক্ষে নামতে পারে ব্রাজিল

১৩

আকুপাংচার চীনের প্রাচীন চিকিৎসা

১৪

‘ধানের শীষের বিজয় নিশ্চিত জেনে একটি দল ষড়যন্ত্র শুরু করেছে’

১৫

রাজনৈতিক দলগুলো ফ্যাসিবাদের ভাষায় কথা বলছে : সাদিক কায়েম

১৬

সঞ্জুকে দলে টেনে অধিনায়কের নাম জানাল চেন্নাই

১৭

সিলেবাস সংস্কারে আধুনিক প্রযুক্তিকে গুরুত্ব দেওয়া হচ্ছে : ভিসি আমানুল্লাহ

১৮

তরুণদের মধ্যে ডায়াবেটিস রোগ কেন বাড়ছে? মূল কারণ জানাল গবেষণা

১৯

পুলিশের হাতে কামড় দিয়ে পালালেন আসামি

২০
X