স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ মে ২০২৫, ০৫:২৪ পিএম
অনলাইন সংস্করণ

রিয়াল বেতিসে অ্যান্টনির নবজন্মের গল্প

অ্যান্টনি। ছবি : সংগৃহীত
অ্যান্টনি। ছবি : সংগৃহীত

স্পেনের লা লিগার ক্লাব রিয়াল বেতিসে ধারে খেলে অ্যান্টনি এখন যেন এক প্রকার নায়ক। ম্যানচেস্টার ইউনাইটেডের হতাশাজনক সময় পেছনে ফেলে তিনি এখন বেতিস সমর্থকদের চোখের মণি। এমনকি ক্লাব ক্যাপ্টেন ইস্কো ইনস্টাগ্রামে রসিকতা করে বলেছেন, ‘তোমাকে অপহরণ করে রাখব, এটা প্রথম সতর্কবার্তা!’ সাবেক তারকা জোয়াকিনও যোগ দিয়েছেন কৌতুকে, ‘প্রয়োজনে আমি গাড়ি চালাব, যেভাবেই হোক ওকে থাকতে হবে!’

২০২৫ সালের জানুয়ারিতে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে স্পেনে আসার পর বদলে গেছে বেতিসের মৌসুম। তখন তারা লা লিগায় ছিল নবম স্থানে, এখন তারা শেষ করেছে ছয় নম্বরে। শুধু তাই নয়, ইতিহাসে প্রথমবারের মতো ইউরোপীয় কোনো প্রতিযোগিতার ফাইনালে উঠেছে দলটি—কনফারেন্স লিগের ফাইনালে তারা মুখোমুখি হবে চেলসির।

২৫ ম্যাচে বেতিসের জয়ে অ্যান্টনির অবদান অবিশ্বাস্য। দল জিতেছে ১৩টি, ড্র করেছে ৮টি, হার মাত্র ৪টি। সেই সময়ের মধ্যে ৫১ গোল করেছে তারা, যার ১৪টিতে সরাসরি ভূমিকা ছিল ব্রাজিলিয়ান উইঙ্গার অ্যান্টনির—৯টি গোল, ৫টি অ্যাসিস্ট। ফিওরেন্টিনার বিপক্ষে সেমিফাইনালের দুই লেগেই গোল করেন তিনি, দ্বিতীয় লেগে ফ্রি-কিকে গোল করে এবং একটি গোলের অ্যাসিস্ট দিয়ে দলকে পৌঁছে দেন ফাইনালে।

স্প্যানিশ ফুটবল বিশেষজ্ঞ গুইলেম বালাগুয়ের মতে, ‘অ্যান্টনি এখন বেতিসে একজন বীর। সেভিয়ার মতো জায়গায় এমন সাহসী খেলোয়াড়ের কদর বেশি। ইউনাইটেডে আমরা যাকে ঠান্ডা মেজাজে দেখেছি, বেতিসে এসে আমরা তাকে কাঁদতে, হাসতে দেখেছি—এটাই তো ভালোবাসার জায়গা।’

ম্যান ইউনাইটেডে এসে অ্যান্টনির শুরুটা মন্দ ছিল না। এরিক টেন হাগের অধীনে তিন মৌসুমে তিনি খেলেছেন ৯৬টি ম্যাচ, করেছেন ১২টি গোল। তবে গত মৌসুমে বেঞ্চে সময় কেটেছে বেশি। তাতে মানসিকভাবে ভেঙে পড়েন অ্যান্টনি। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি আর নিতে পারছিলাম না। ফুটবলের প্রতি ভালোবাসা হারিয়ে ফেলেছিলাম। দিনের পর দিন না খেয়ে থাকতাম, ঘর থেকে বের হতাম না।’

অবশ্য সেই অন্ধকার থেকে তাকে টেনে তুলেছে ফুটবল আর বেতিসের ভালোবাসা। আজ তিনি বলতেই পারেন— ‘আমি আবার নিজেকে ফিরে পেয়েছি। এখন আমি সত্যিই সুখী।’

তবে প্রশ্ন একটাই—বেতিস কি তাকে স্থায়ীভাবে রাখতে পারবে? বিশ্লেষকরা বলছেন, ইউনাইটেড ৫০ মিলিয়ন ইউরোর নিচে ছাড়বে না, যা বেতিসের সাধ্যের বাইরে। তাছাড়া নতুন কোচ রুবেন আমোরিমের সিস্টেমেও হয়তো ফিট নন অ্যান্টনি। অর্থাৎ, বেতিস সমর্থকদের হয়তো বিদায়ের জন্য প্রস্তুত হতে হবে।

তবু একটা ব্যাপার নিশ্চিত—এই কয়েক মাসে অ্যান্টনি যা দিয়েছেন, তা ভোলার নয়। সেভিয়ার মাটিতে, রিয়াল বেতিসে, "অ্যান্টনিও অব ত্রিয়ানা" এখন এক জীবন্ত কিংবদন্তি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই শিক্ষককে প্রাণনাশের হুমকি প্রদানের ঘটনায় আজহারির উদ্বেগ

পাঁচ দিন সাগরে ভেসে জীবিত ফিরলেন মোরশেদ

বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজে থাকছে নারী আম্পায়ার

মওলানা ভাসানী সেতুর স্বপ্নযাত্রা শুরু

বিএনপি কর্মীদের নিয়ে দীর্ঘ স্ট্যাটাস দিলেন জয়

খাঁচায় বন্দি রেখে পাখি পালন করা কি জায়েজ আছে?

সাবেক স্ত্রীকে হত্যার পর যুবকের কাণ্ড

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা

নদীতে ভাসছিল নিখোঁজ চালকের মরদেহ, উধাও অটো

টাইফয়েড টিকার রেজিস্ট্রেশন মোবাইল থেকে যেভাবে করবেন

১০

দুদকের দুই উপ-পরিচালক বরখাস্ত

১১

দলের স্বার্থে খেলে কপাল পুড়ল দুই ক্রিকেটারের, দাবি অশ্বিনের

১২

মহাখালীর সাত তলা বস্তিতে ভয়াবহ আগুন 

১৩

আমি দায়িত্ব নেওয়ার পর ১২টা হাতি মরে গেছে : রিজওয়ানা

১৪

প্রকাশ্যে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৫

ঢাবির ১৮ হল সংসদের প্রার্থী ঘোষণা ছাত্রদলের

১৬

স্টার্টআপে বিনিয়োগ ও পরামর্শ দেবে কমিউনিটি ব্যাংক

১৭

মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

১৮

কুমিল্লায় ৫২টি পাসপোর্টসহ দালাল আটক

১৯

টাকা ছাড়াই খাওয়া যায় যে ক্যাফেতে, দিতে হবে প্লাস্টিক বর্জ্য

২০
X