স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ জুন ২০২৫, ০৪:২৪ পিএম
আপডেট : ০৪ জুন ২০২৫, ০৪:২৬ পিএম
অনলাইন সংস্করণ

আর্জেন্টাইন ফুটবলারের কারণে বদলে গেল পেনাল্টির নিয়ম

প্রতীকি ছবি।
প্রতীকি ছবি।

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার জুলিয়ান আলভারেজের বিতর্কিত ডাবল টাচ গোল বাতিলের ঘটনার পর অবশেষে বদলানো হলো ফুটবলের বহুল আলোচিত পেনাল্টির নিয়ম। মঙ্গলবার (৪ জুন) এক বিবৃতিতে নিয়ম প্রণয়নকারী সংস্থা আইএফএবি (নতুন ব্যাখ্যা প্রকাশ করে জানিয়েছে, এখন থেকে দুর্ঘটনাবশত ডাবল টাচে গোল হলে সেটি বাতিল না করে পুনরায় পেনাল্টি নেওয়ার নির্দেশনা দেওয়া হবে।

নতুন এই ব্যাখ্যা বুধবার (৫ জুন) থেকেই কার্যকর হচ্ছে, প্রথমবার প্রয়োগ হবে জার্মানি ও পর্তুগালের মধ্যকার নেশনস লিগ সেমিফাইনালে।

চলতি বছরের মার্চে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে টাইব্রেকারে পেনাল্টি নিতে গিয়ে পিছলে গিয়েছিলেন অ্যাথলেটিকো মাদ্রিদের আর্জেন্টাইন ফরোয়ার্ড আলভারেজ। তার ডান পায়ের শট অজান্তেই বাঁ পায়ে লেগে গিয়ে গোলপোস্টে ঢুকে পড়লেও ভিডিও রিভিউর পর সেটি বাতিল করা হয়—যা শেষমেশ অ্যাতলেটিকোর বিদায়ের কারণ হয়ে দাঁড়ায়।

তখনকার নিয়ম অনুযায়ী, যদি বল অন্য খেলোয়াড় স্পর্শ করার আগে পেনাল্টি নেওয়া খেলোয়াড় দ্বিতীয়বার বল স্পর্শ করেন, তাহলে সেটি ফাউল হিসেবে বিবেচিত হতো। কিন্তু আইএফএবি এবার বলছে—এই ব্যাখ্যা ছিল অস্পষ্ট এবং এই ধরনের দুর্ঘটনাকেই মূলত নিয়মে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়নি।

আইএফএবির স্পষ্ট ব্যাখ্যা অনুযায়ী—

  • যদি পেনাল্টি শট নেওয়ার সময় অনিচ্ছাকৃত ডাবল টাচ হয় এবং গোল হয়, তাহলে সেটি বাতিল না করে পেনাল্টি পুনরায় নেওয়া হবে।
  • যদি ডাবল টাচ হয় কিন্তু গোল না হয়, তাহলে সেটিকে মিস হিসেবে গণ্য করা হবে এবং পেনাল্টি পুনরায় নেওয়া হবে না।
  • টাইব্রেকারে গোল না হলে সেটি ‘মিসড’ হিসেবে রেকর্ড হবে এবং সাধারণ খেলার সময় হলে প্রতিপক্ষের পক্ষে ফ্রি-কিক দেওয়া হবে।

আইএফএবি এক বিবৃতিতে বলেছে, ‘এই ধরনের ঘটনা বিরল এবং আইন ১৪-তে সরাসরি উল্লেখ না থাকায় রেফারিরা সাধারণত কিকারের বিরুদ্ধে সিদ্ধান্ত দিয়ে থাকেন। তবে এই নিয়মটি মূলত তখনই প্রযোজ্য, যখন খেলোয়াড় ইচ্ছাকৃতভাবে বল দ্বিতীয়বার স্পর্শ করেন।'

নতুন ব্যাখ্যাটি শুধু জাতীয় দলের খেলাতেই নয়, আগামী ১৪ জুন যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া ক্লাব বিশ্বকাপেও প্রযোজ্য হবে, যেখানে অংশ নিচ্ছে আলভারেজের অ্যাথলেটিকো মাদ্রিদও।

ফিফা এবং যুক্তরাজ্যের চারটি ফুটবল সংস্থা নিয়ে গঠিত আইএফএবি-তে মোট ৮টি ভোট থাকে, যার মধ্যে নিয়ম পরিবর্তনে অন্তত ৬টি ভোট প্রয়োজন হয়। ফিফার ৪টি ও ব্রিটিশ চারটি সংস্থার ১টি করে ভোট থাকে।

এই নিয়ম পরিবর্তন ফুটবলের নিয়ম-প্রণয়নের ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ, যা ভবিষ্যতে পেনাল্টি নিয়ে বিতর্ক ও বিতৃষ্ণা অনেকটাই কমাবে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতসকালে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে অভিভাবকদের মানববন্ধন

খাগড়াছড়িতে নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবা বন্ধ, ভোগান্তি চরমে

প্রচণ্ড মাথাব্যথা দূর করতে যা করবেন

জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বাড়িয়ে প্রজ্ঞাপন

রাউটার চালালে মাসে কত টাকা বিদ্যুৎ খরচ হয় জেনে নিন

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

হাসপাতাল থেকে আজ বাসায় ফিরবেন জামায়াত আমির

বাংলাদেশ-মালয়েশিয়ার মধ্যে ৫ সমঝোতা স্মারক

সময় না থাকলেও পুরুষদের জন্য কেন ব্যায়াম করা জরুরি

নিউটনের সূত্র ভুল দাবি করলেন পঞ্চগড়ের আফসার

১০

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

১১

আজ আন্তর্জাতিক যুব দিবস

১২

১২ আগস্ট : আজকের রাশিফলে কী আছে জেনে নিন

১৩

জেলেনস্কিকে মোদির ফোন, যুদ্ধ নিয়ে আলোচনা

১৪

কারও শরীরে পা লাগলে হাত ‍দিয়ে ছুঁয়ে সালাম করা কি জায়েজ?

১৫

সাংবাদিক তুহিনের ময়নাতদন্ত : গলা, বুক ও পিঠে ৯টি গভীর আঘাতের চিহ্ন

১৬

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

১৭

ফিলিস্তিনের পক্ষে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের বড় সিদ্ধান্ত, সৌদির প্রতিক্রিয়া

১৮

আলাস্কায় হতে পারে ইউক্রেন ভাগাভাগি, দানা বাঁধছে সন্দেহ

১৯

কেমন থাকবে আজ ঢাকার আবহাওয়া

২০
X