স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৫, ০৮:৫৮ পিএম
আপডেট : ১২ এপ্রিল ২০২৫, ০৯:০৩ পিএম
অনলাইন সংস্করণ

আলভারেজের পেনাল্টি না দেওয়ায় উয়েফার বিরুদ্ধে মামলা!

বিতর্কিত সেই পেনাল্টি। ছবি : সংগৃহীত
বিতর্কিত সেই পেনাল্টি। ছবি : সংগৃহীত

রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের রোমাঞ্চকর লড়াইয়ে শেষ আটের স্বপ্ন ভেঙে যায় অ্যাথলেটিকো মাদ্রিদের। কিন্তু এখানেই শেষ নয় — ম্যাচের বিতর্কিত এক সিদ্ধান্ত ঘিরে এবার ইউরোপিয়ান ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফার বিরুদ্ধে মামলা করার ঘোষণা দিল অ্যাথলেটিকো সমর্থকরা!

ঘটনার কেন্দ্রে আছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড জুলিয়ান আলভারেজ। ম্যাচের নির্ধারিত ও অতিরিক্ত সময় শেষে দুই লেগ মিলিয়ে স্কোর যখন ১-১, তখন টাইব্রেকারে মাঠে নামেন আলভারেজ। তার নেওয়া পেনাল্টিটি গোল হলেও ভিএআর সিদ্ধান্ত দেয় — শট নেওয়ার সময় তিনি পা পিছলে দুই পায়ে বল ছুঁয়েছেন। নিয়ম অনুযায়ী, এটি বাতিল হয়। সেই সিদ্ধান্তের জেরেই ৪-২ গোলে জয় তুলে নেয় রিয়াল মাদ্রিদ।

কিন্তু অ্যাথলেটিকো ভক্তরা মানতে পারছেন না এই সিদ্ধান্ত। চারটি বড় ফ্যান গ্রুপ — আন্তর্জাতিক অ্যাথলেটিকো ফ্যান ক্লাব ইউনিয়ন, সেনাদো অ্যাথলেটিকো, লোস ৫০ ও সেনালেস দে হুমো — একযোগে জানিয়ে দিয়েছে, তারা উয়েফার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে।

এক যৌথ বিবৃতিতে তারা জানিয়েছে, ‘প্রাথমিকভাবে অভিজ্ঞ আইনজীবীদের নিয়ে একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। খুব দ্রুতই মামলা দায়েরের উপযুক্ত কৌশল নির্ধারণ করা হবে। ক্লাবের মর্যাদা আর ইতিহাস রক্ষার জন্য এটিই এখন আমাদের লড়াই।’

সমর্থকরা দাবি তুলেছেন — উয়েফা যে ভিডিও ফুটেজ দেখিয়ে পেনাল্টি বাতিলের ব্যাখ্যা দিয়েছে, সেটি সম্পাদিত। তারা একটি বিশেষজ্ঞ রিপোর্ট প্রকাশ করেছে, যেখানে ফুটেজের সত্যতা নিয়েই প্রশ্ন তোলা হয়েছে।

ম্যাচের পর ক্ষুব্ধ অ্যাথলেটিকো কোচ ডিয়েগো সিমেওনে সাংবাদিকদের উদ্দেশে চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন —“কে কে দেখেছে বল নড়া? হাত তোলো!”

তিনি স্পষ্টভাবেই উয়েফা-কে দায়ী করেছেন অ্যাথলেটিকোর বিদায়ের জন্য।

উয়েফা অবশ্য নিজেদের অবস্থান স্পষ্ট করেছে, বলেছে, ‘যদিও খুব সামান্য, আলভারেজ শট নেওয়ার আগে তার সাপোর্টিং ফুট দিয়ে বল স্পর্শ করেছেন। বর্তমান নিয়ম অনুযায়ী, ভিএআরকে বিষয়টি জানাতে বাধ্য ছিল। তবে আমরা ফিফা এবং আইএফএবির সঙ্গে নিয়মটি আরও স্পষ্ট করার বিষয়ে আলোচনা করব।’

কিন্তু এই ব্যাখ্যায় সন্তুষ্ট নয় অ্যাথলেটিকো সমর্থকরা। তাদের ভাষায়, ‘ইচ্ছাকৃত নয়, দুর্ঘটনাবশত এই ঘটনা ঘটলে তা গোল বাতিল হওয়ার কথা নয়। এখানে উয়েফা নিজেদের স্বার্থে নিয়মকে কাজে লাগিয়েছে।’

অতএব, শুধু মাঠ নয়, এবার লড়াই হবে আদালতে। সামনে আরও উত্তেজনা যে জমে উঠবে, সেটাই এখন ফুটবল দুনিয়ার আলোচনায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় পর্যায়ে সাংবাদিকদের নিয়ে বার্ষিক ক্রীড়া আসর আয়োজনের ভাবনা আমিনুল হকের

ফেসবুক পেজ জনপ্রিয় করার ৮ কৌশল

গুপ্তচরবৃত্তি ঠেকাতে নজিরবিহীন আইন করল রাশিয়া

চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানিকে দিলে গলার কাঁটা হয়ে দাঁড়াবে : ১২ দলীয় জোট

যুবদল নেতা কিবরিয়াকে কারা হত্যা করেছে, জানাল র‌্যাব

আদালতে পিবিআইর চার্জশিট, আত্মহত্যা করেছিলেন দুদকের পিপি নওরোজ

ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল আরও ৬ জনের

ফোবানা বৃত্তি পেলেন নূর নবীসহ জবির পাঁচ শিক্ষার্থী

পৌরসভার সার্ভেয়ারের ঘুষিতে প্রাণ গেল ট্রাকচালকের

পুত্রসন্তানকে প্রকাশ্যে আনলেন পরিণীতি-রাঘব

১০

পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা

১১

নাসিরুদ্দিনের প্রতি ফারহানের ক্ষোভ প্রকাশ

১২

বরিশালে আ.লীগ নেতা গ্রেপ্তার

১৩

শতক থেকে ১ রান দূরে মুশফিক, বাংলাদেশের সংগ্রহ ২৯২/৪

১৪

তারেক রহমানকে কটূক্তির অভিযোগে কনটেন্ট ক্রিয়েটরের নামে মামলা

১৫

যে কথা বলতে গিয়ে আল্লাহ ৭ বার শপথ করেছেন!

১৬

জাতিসংঘ প্রতিবেদনকে ঐতিহাসিক ঘোষণা দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১৭

গারো পাহাড়ের জঙ্গলে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ

১৮

জুলাই যোদ্ধা ও শহীদদের কাছে আমি আজীবন কৃতজ্ঞ : নুরুদ্দিন আহাম্মেদ অপু

১৯

বিশ্বমঞ্চে জামদানিতে মিথিলার চমক

২০
X