স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৫, ০৮:৫৮ পিএম
আপডেট : ১২ এপ্রিল ২০২৫, ০৯:০৩ পিএম
অনলাইন সংস্করণ

আলভারেজের পেনাল্টি না দেওয়ায় উয়েফার বিরুদ্ধে মামলা!

বিতর্কিত সেই পেনাল্টি। ছবি : সংগৃহীত
বিতর্কিত সেই পেনাল্টি। ছবি : সংগৃহীত

রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের রোমাঞ্চকর লড়াইয়ে শেষ আটের স্বপ্ন ভেঙে যায় অ্যাথলেটিকো মাদ্রিদের। কিন্তু এখানেই শেষ নয় — ম্যাচের বিতর্কিত এক সিদ্ধান্ত ঘিরে এবার ইউরোপিয়ান ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফার বিরুদ্ধে মামলা করার ঘোষণা দিল অ্যাথলেটিকো সমর্থকরা!

ঘটনার কেন্দ্রে আছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড জুলিয়ান আলভারেজ। ম্যাচের নির্ধারিত ও অতিরিক্ত সময় শেষে দুই লেগ মিলিয়ে স্কোর যখন ১-১, তখন টাইব্রেকারে মাঠে নামেন আলভারেজ। তার নেওয়া পেনাল্টিটি গোল হলেও ভিএআর সিদ্ধান্ত দেয় — শট নেওয়ার সময় তিনি পা পিছলে দুই পায়ে বল ছুঁয়েছেন। নিয়ম অনুযায়ী, এটি বাতিল হয়। সেই সিদ্ধান্তের জেরেই ৪-২ গোলে জয় তুলে নেয় রিয়াল মাদ্রিদ।

কিন্তু অ্যাথলেটিকো ভক্তরা মানতে পারছেন না এই সিদ্ধান্ত। চারটি বড় ফ্যান গ্রুপ — আন্তর্জাতিক অ্যাথলেটিকো ফ্যান ক্লাব ইউনিয়ন, সেনাদো অ্যাথলেটিকো, লোস ৫০ ও সেনালেস দে হুমো — একযোগে জানিয়ে দিয়েছে, তারা উয়েফার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে।

এক যৌথ বিবৃতিতে তারা জানিয়েছে, ‘প্রাথমিকভাবে অভিজ্ঞ আইনজীবীদের নিয়ে একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। খুব দ্রুতই মামলা দায়েরের উপযুক্ত কৌশল নির্ধারণ করা হবে। ক্লাবের মর্যাদা আর ইতিহাস রক্ষার জন্য এটিই এখন আমাদের লড়াই।’

সমর্থকরা দাবি তুলেছেন — উয়েফা যে ভিডিও ফুটেজ দেখিয়ে পেনাল্টি বাতিলের ব্যাখ্যা দিয়েছে, সেটি সম্পাদিত। তারা একটি বিশেষজ্ঞ রিপোর্ট প্রকাশ করেছে, যেখানে ফুটেজের সত্যতা নিয়েই প্রশ্ন তোলা হয়েছে।

ম্যাচের পর ক্ষুব্ধ অ্যাথলেটিকো কোচ ডিয়েগো সিমেওনে সাংবাদিকদের উদ্দেশে চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন —“কে কে দেখেছে বল নড়া? হাত তোলো!”

তিনি স্পষ্টভাবেই উয়েফা-কে দায়ী করেছেন অ্যাথলেটিকোর বিদায়ের জন্য।

উয়েফা অবশ্য নিজেদের অবস্থান স্পষ্ট করেছে, বলেছে, ‘যদিও খুব সামান্য, আলভারেজ শট নেওয়ার আগে তার সাপোর্টিং ফুট দিয়ে বল স্পর্শ করেছেন। বর্তমান নিয়ম অনুযায়ী, ভিএআরকে বিষয়টি জানাতে বাধ্য ছিল। তবে আমরা ফিফা এবং আইএফএবির সঙ্গে নিয়মটি আরও স্পষ্ট করার বিষয়ে আলোচনা করব।’

কিন্তু এই ব্যাখ্যায় সন্তুষ্ট নয় অ্যাথলেটিকো সমর্থকরা। তাদের ভাষায়, ‘ইচ্ছাকৃত নয়, দুর্ঘটনাবশত এই ঘটনা ঘটলে তা গোল বাতিল হওয়ার কথা নয়। এখানে উয়েফা নিজেদের স্বার্থে নিয়মকে কাজে লাগিয়েছে।’

অতএব, শুধু মাঠ নয়, এবার লড়াই হবে আদালতে। সামনে আরও উত্তেজনা যে জমে উঠবে, সেটাই এখন ফুটবল দুনিয়ার আলোচনায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরবনে পর্যটনবাহী নৌযান চলাচল বন্ধ

চট্টগ্রামে আচরণবিধি লঙ্ঘনে জরিমানার মুখে বিএনপি প্রার্থী

কাজ না করেই ৪৪ কোটি টাকা আ.লীগ নেতার পকেটে

যুবদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

হারতে হারতে যেন ‘ক্লান্ত’ নোয়াখালী, জয়ে ফিরল সিলেট

যুবকের ঠোঁট ছিঁড়ে নিল কুকুর

নির্বাচনে ভোটিং ইঞ্জিনিয়ারিং হলে আবার গণঅভ্যুত্থানের ডাক আসবে : জাগপা

জকসু নির্বাচন উপলক্ষে ক্যাম্পাসে বিশেষ নিরাপত্তা নির্দেশনা জারি

পুতিনের বাসভবনে হামলার অভিযোগ নিয়ে মুখ খুললেন ট্রাম্প

৮ জুলাই শহীদের পরিচয় নিয়ে যা বললেন মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা 

১০

বিএসএফের হাতে আটক বাংলাদেশির মৃত্যু 

১১

মাদুরোকে অপহরণ, যুদ্ধ নিয়ে উদ্বেগ বাড়ছে ইরানে

১২

নারীর গলা কাটা মরদেহ উদ্ধার

১৩

তারেক রহমানের সঙ্গে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট নেতাদের বৈঠক

১৪

জবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

১৫

চলন্ত ট্রেনের হুক ছিঁড়ে দুই বগি বিচ্ছিন্ন

১৬

আরও ৩ দেশকে পতনের হুঁশিয়ারি ট্রাম্পের

১৭

নীলফামারীতে আ.লীগের অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

১৮

আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশ : স্বরাষ্ট্র উপদেষ্টা

১৯

‘জুলাইযোদ্ধা’ তাহরিমার ২ দিনের রিমান্ড

২০
X